Asia Monitor18 সিরিয়ার সীমান্ত ঘেঁষা একটি পাহাড়ি এলাকা গোলান মালভূমী। ১৯৬৭ সাল থেকে ওই অঞ্চলটি নিজেদের দখলে রেখেছে ইসরাইল।ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে এক রকেট হামলা হয়। শনিবার ইসরায়েলের বাইরে থেকে ছোড়া একটি একটি রকেট গোলান মালভূমির দ্রুজ শহর মাজদাল শামসের একটি ফুটবল মাঠে বিস্ফোরিত হয়। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার দায় লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাড়ে চাপায়। তবে অন্যদিকে, হিজবুল্লাহ এই হামলার দায় অস্বীকার করে বলে তারা এই হামলা চালাইনি।
এই হামালার ফলে ফুটবল মাঠে থাকা ১২জন শিশু ও কিশোর নিহত এবং বহুজন আহত হয়।গোষ্ঠীর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আফিফ এক বিবৃতিতে ইসরাইলের অভিযোগ মেনে নাইনি। তিনি বলেছেন, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে হামলার সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পর্ক নেই। গোষ্ঠীটি এই অভিযোগকে স্বীকার করেননি।
এই হামলার ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন,লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহকে ওই হামলার জন্য চড়া মূল্য দিতে হবে। রোববার ইসরায়েলের জঙ্গি বিমানগুলো লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার লক্ষ্যস্থলগুলোতে আঘাত করেছে।
স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হামলার চিত্রে বেশ কয়েকজনকে মাঠে পড়ে থাকতে দেখা গেছে। ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে, হতাহতের সবাইকে অ্যাম্বুলেন্সে করে ঘটনাস্থল থেকে হাসপাতালে পাঠানো হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলের সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনিদের পক্ষে বেশ কয়েকবার ইসরাইলের অভ্যন্তরে হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী।যদিও ইসরায়েল পাল্টা জবাব দিয়েছে। ইসরাইলি হামলায় দক্ষিণ লেবানন থেকে প্রায় ২ লাখ বাসিন্দা বস্তুচ্যুত হয়েছে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, “লেবাননের হিজবুল্লাহ এই হামলাটি চালিয়েছে। এটি তাদের রকেট ছিল আর সেটি ছোড়া হয়েছে তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে।”
এছাড়াও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যিনি দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী, তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে বলেছেন, “ইসরায়েলের নিরাপত্তার জন্য তার সমর্থন লৌহদৃঢ়।”