Asia Monitor18 এক দশক পর প্রথম আঞ্চলিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরে। এটিই বিধানসভার প্রথম নির্বাচন ২০১৪ সালের পর থেকে এবং জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর। ২০১৯ সালে বিশেষ মর্যাদা বাতিলের সময় রাজ্যটিকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামের দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীর এই প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে নির্বাচন হতে দেখছে।
অঞ্চলটির ৯০ আসনের বিধানসভার এ নির্বাচন তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে। ২৪টি আসনে বুধবার প্রথম পর্বে ভোট গ্রহণ করা হয়েছে। এই আসনগুলির মধ্যে ১৬টি কাশ্মীর উপত্যকায় ও আটটি জম্মুর। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ২৬ টি আসনে ২৫শে সেপ্টেম্বর এবং ৪০ টি আসনে ১লা অক্টোবর শেষ ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচনের সমাপ্তি ঘটবে। ৮ই অক্টোবর ভোট গণনা করে ওইদিনই ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯০ লাখ। ভারতের নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে বুধবার প্রথম পর্বের ভোট স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়ার পর থেকে দুপুর ১টা পর্যন্ত ৪১ শতাংশ ভোট পড়েছে। জঙ্গি এলাকাগুলি যেমন পুলওয়ামা, অনন্তনাগ এরকম বহু অঞ্চলে ভোটদানের হার যথেষ্ট ভালো। জনগণ আগ্রহী হয়ে বুথমুখি হয়েছে ভোট দেওয়ার জন্য।
১৯৪৭ সালে ভারতে স্বাধীনতা লাভের পর থেকে জম্মু ও কাশ্মীরে এখনও পর্যন্ত ১২ টি বিধানসভা ভোট হয়েছে। গত কিছুদিন ধরে জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভারতীয় সেনা সদস্যসহ বেশ কিছু বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছে। তাই কড়া নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে।
এবারের নির্বাচনের বড় বৈশিষ্ট্য হলো, কাশ্মীরের অনেক বিচ্ছিন্নতাবাদী নেতাও এই ভোটে অংশ নিচ্ছেন।