Asia Monitor18 বাংলাদেশকে আগামী ডিসেম্বরের মধ্যে ৪০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই তথ্যটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডঃ সালেহউদ্দিন আহমেদ। সংস্থাটি সরকারকে বাজেট সহায়তার অংশ হিসেবে এই অর্থ দেবে। ডঃ সালেহউদ্দিন আহমেদ গতকাল রবিবার সচিবালয়ে এডিবির একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য জানান।
এছাড়াও একই দিনে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) প্রতিনিধিদল এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনারও একই সঙ্গে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। সালেহউদ্দিন বলেছেন জাইকা আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। অনেক গুরুত্বপূর্ণ প্রোজেক্টে জাইকাদের অর্থায়ন রয়েছে। তিনি আরও জানিয়ে বলেছেন আমরা ভৌত অবকাঠামো ঋণগুলো অব্যাহত রাখতে বলেছি এবং সেটা ওরা চলমান রাখবে। এটা ছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকনিক্যাল এই দুটি বিষয় কথা বলা হয়েছে।
সাক্ষাতের পর সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন যে ঋণ দেওয়ার ক্ষেত্রে এবিডি, জাইকা ও অস্ট্রেলিয়া তিনজনই ইতিবাচক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ( আইএমএফ ) ৪৭০ কোটি ডলার দেবে বলেছে। কিন্তু আমরা আরও ৩০০ কোটি ডলার চেয়েছে।
তিনি আরও উল্লেখ করেছেন অস্ট্রেলিয়া আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। কারণ তারা যেসব সহায়তা করে তা সরাসরি প্রভাব ফেলে। অস্ট্রেলিয়া অনেক বড় দেশ। তারা আঞ্চলিক বাণিজ্য বিষয় আগ্রহ প্রকাশ করেছে। সালেহউদ্দিন বলেছেন আঞ্চলিক বাণিজ্য বেশি প্রয়োজন। অস্ট্রেলিয়া এনার্জি ও অ্যাগ্রিকালচার খাতে বিনিয়োগ করতে পারে। অস্ট্রেলিয়ার সাথে আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ আছে।
সাংবাদিকদের বৈদেশিক ঋণের প্রবাহ কমে গেছে কিনা এরূপ প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেছেন বৈদেশিক ঋণের প্রবাহ ঠিক ছিল। একেবারে কমে আসেনি। তবে এগুলোর ব্যবহার নিয়ে বহু প্রশ্ন আছে।