Asia Monitor18 জাপানের অন্যতম পাউরুটির ব্র্যান্ড পাসকো এখন সমস্যার সম্মুখীন। পাউরুটির প্যাকেটে ইঁদুরের শরীরের অংশ পাওয়ার জন্য বাজার থেকে তুলে নিতে হচ্ছে প্যাকেট।প্রায় ১ লাখ ৪ হাজার রুটির প্যাকেট বাজার থেকে তুলে নেওয়া হবে।পাউরুটির ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম হল এই পাসকো শিকিশিমা কর্পোরেশন। কোম্পানিটি জানিয়েছে, পাউরুটি প্রত্যাহার বাবদ ভোক্তাদের অর্থ ফেরত দেবে।
বহু জাপানি পরিবারেই প্রধান খাবার এই রুটি।দেশটির প্রায় সব দোকানেই এ ব্র্যান্ডের রুটি পাওয়া যায়।কোম্পানি জানিয়েছে তারা আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।তবে খবর সূত্রে জানা গেছে এই পাউরুটি খেয়ে কেউ অসুস্থ হয়নি। পাউরুটিগুলো টোকিওর একটি কারখানায় উৎপাদন করা হয়েছে এবং বর্তমানে পুরো কারখানাটি বন্ধ রাখা হয়েছে।
জাপান ছাড়াও পাসকো ব্র্যান্ড যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে বেকারি পন্য বিক্রি করে।জাপানে বাজার থেকে এমনভাবে খাবার তুলে নেওয়ার ঘটনা বিরল।তবে এর আগেও মিয়াগি প্রশাসনিক এলাকায় শত শত শিক্ষার্থী তাদের স্কুল থেকে দেওয়া দুধ পান করে অসুস্থ হয়ে পড়েছিল।ওষুধ প্রস্তুতকারক কোবায়াশি ফার্মাসিউটিক্যাল তাদের কোলেস্টেরল কমানোর ডায়েট সাপ্লিমেন্ট প্রত্যাহার করেছে। এই সাপ্লিমেন্ট খেয়ে পাঁচ জনের মৃত্যুর অভিযোগ ওঠে এবং ঘটনা তদন্ত করে তা সত্য প্রমানিত হয়।এছাড়াও আগে খাবারে তেলাপোকাও পাওয়া যায়ে যার জন্য তারা ক্ষমাপ্রার্থী ছিলেন।