করোনার ভ্যাকসিন চিন তৈরি করলে তা প্রথমেই পাবে বাংলাদেশ

নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার পর প্রথম ১০ ঘণ্টায় অন্তত ১০০০ জন রেজিস্ট্রেশন করিয়েছেন৷ কোভ্যাকসিন-এর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের জন্য ICMR এইমস সহ ১২টি চিকিৎসা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে৷ প্রতীকী ছবি
#ঢাকা: লাদাখে ভারত-চিন সীমান্তে দু’দেশের সেনার সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান ৷ তারপর থেকেই গোটা ভারত জুড়েই চিনা পণ্য বর্জনের ডাক উঠেছে ৷ চিনাদের নিয়ে ক্ষোভে ফুঁসছেন ভারতীয়রা ৷ পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতা চিরকালেরই ৷  নেপালের সঙ্গেও জমি বিবাদ চলছে ৷ এই অবস্থায় ভারতের প্রতিবেশী ‘বন্ধু’ দেশ বাংলাদেশকে কাছে পেতে সবরকম চেষ্টা শুরু করে দিয়েছে চিন ৷
এবার করোনার ভ্যাকসিন তৈরি করলেও তা বাংলাদেশকেই সবার আগে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করল চিন ৷ করোনা প্রতিরোধের জন্য কোনও সফলভাব ভ্যাকসিন তৈরি করতে পারলেই বাংলাদেশকে সে ব্যাপারে অগ্রাধিকার দেবে চিন ৷ গতকাল, রবিবার ঢাকায় চিনের দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন Hualong Yan  এই কথা জানান UNB-কে ৷
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আমাদের বন্ধু এবং এক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই অগ্রাধিকার পাবে।’ এছাড়া, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও চিন কাজ করছে বলেও জানান তিনি। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য চিনের মোট ৫টি সংস্থা কাজ করছে। বাংলাদেশকে ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়াকে চিনের সঙ্গে কূটনীতির ফসল বলেও মনে করছেন তিনি। করোনা সংক্রমণ মোকাবিলায় শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চিন।
এর আগে গত ২০ মে করোনা পরিস্থিতি নিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। করোনা মোকাবিলায় বাংলাদেশকে সবরকম সাহায্যের আশ্বাস দেন জিনপিং ৷
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!