ভিয়েতনামে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু বহু বাঘের

Asia Monitor18 দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে বহু বাঘের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর কারণ হিসেবে বার্ড ফ্লু কে সন্দেহের তালিকাভুক্ত করা হয়েছে। বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ৪৭টি বাঘ, তিনটি সিংহ ও একটি প্যান্থারের মৃত্যু হয়েছে। বাঘ ও সিংহগুলি  মাই কাইন সাফারি পার্ক যা বেসরকারি মালিকানাধীন এবং ডং নাই শহরের ভুওন জোয়াই চিড়িয়াখানায় এদের অবস্থান ছিল।

এই প্রাণীগুলির মৃত্যুর জন্য দায়ী ভাইরাসটি হল এইচ৫এন১-এর টাইপ এ ভাইরাস। এই বিষয় নিয়ে  বিস্তারিত জানতে সাফারি পার্ক ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কর্তৃপক্ষ রাজি হয়নি। নানাবিধ সূত্র থেকে জানা গেছে এই ভাইরাসের পাশাপাশি সাফারি পার্ক ও চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীদের অবহেলাও দায়ী।

২০২২ সাল থেকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেও এইচ৫এন১ ভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৯০০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ মারা গেছে।

এডুকেশন ফর নেচার ভিয়েতনামের তথ্য অনুযায়ী, গত জুলাই পর্যন্ত ভিয়েতনামের বিভিন্ন সাফারি পার্ক ও চিড়িয়াখানায় মোট ৩৮৫টি বাঘ ছিল। এর মধ্যে ৩১০টি বিভিন্ন বেসরকারি সাফারি পার্ক ও চিড়িয়াখানার এবং অবশিষ্টাংশ  ছিল সরকারি পার্ক ও চিড়িয়াখানাগুলোতে।

বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বাঘের মৃত্যু এবারই প্রথম নয়। এর আগেও ২০০৪ সালে থাইল্যান্ডে বাঘের একটি প্রজননকেন্দ্রে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল প্রায় ২৪টিরও বেশি বাঘের। বাঘের সবচেয়ে বড় প্রজননকেন্দ্র ছিল থাইল্যান্ডের সেই কেন্দ্রটি।

About Ritu Saha

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!