ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত সঞ্জয় রাতে ঢাকা থেকে রওনা দিয়ে গাইবান্ধায় আসেন। সকালে ডিএমপি ও গাইবান্ধা জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শাহবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে ঢামেকের চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা দারে করেন হাসপাতালটির অফিস সহায়ক আমির হোসেন।
দায়ের করা মামলায় সঞ্জয় পাল জয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত পৌনে ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা।