রাশিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞা ৯২ জন মার্কিনীর

যুক্তরাষ্ট্রের ৯২ জন সাংবাদিক, আইনজীবী এবং ব্যবসায়ীকে রাশিয়া বিরোধী দৃষ্টিভঙ্গির অভিযোগে  রাশিয়ায় প্রবেশ করার নিষেধাজ্ঞা দিয়েছেন মস্কো। ৯২ জন প্রকাশ করা এই নামের তালিকার মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ২৪ জন সাংবাদিক রয়েছে। এদের মধ্যে ১৪ জন ওয়ালস্ট্রিট জার্নালের, পাঁচ জন নিউইয়র্ক টাইমসের, এবং চারজন ও য়াশিংটন পোস্টে কর্মরত রয়েছে। নিষেধাজ্ঞার এই তালিকার মধ্যে বেশ কয়েকজন রাষ্ট্রীয় কৌঁসুলি, মার্কিন প্রতিরক্ষা শিল্প সংস্থার কর্মী, এবং বিশ্ববিদ্যালয়ের আধ্যাপকের নাম রয়েছে।

স্নায়ুযুদ্ধের পর থেকে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে অবনতির সৃষ্টি করেছে। রাশিয়া জানিয়েছে, পশ্চিমারা ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দিয়ে আগুন নিয়ে খেলছে। ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গারশকোভিচ ১৬ মাস রাশিয়ায় আটক থাকার পর বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পান। ওয়াল স্ট্রিট জার্নাল রাশিয়ার এই নিষেধাজ্ঞাকে ‘হাস্যকর’ বলে বর্ণনা করেছেন।

তবা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, তারা বিশ্বমানের প্রধান কিছু সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপর নজর দিচ্ছে। এছাড়াও রুশ সরকার জানিয়েছে যে তথাকথিত স্বাধীনতা, মুক্তবিশ্বের নামে যারা রাশিয়া এবং রাশিয়ার জনগণের বিরুদ্ধে গুজব- প্রপাগণ্ডা ছড়াচ্ছে তাদের রাশিয়ায় প্রবেশের প্রয়োজন নেই।

রাশিয়ার মার্কিনীদের উপর এমন নিষেধাজ্ঞা এটি প্রথম নয় এর আগে গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ ৫০০ মার্কিনীর ওপর রাশিয়ায় প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

About Ritu Saha

Check Also

বাইডেনকে রূপোর তৈরি ট্রেনের মডেল উপহার দিলেন মোদী

Asia Monitor18 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ফের একবার আমেরিকা সফরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!