১২ টি জেলার মোবাইল টাওয়ার অচল বন্যায়  

Asia Monitor18 দেশের উত্তর- পূর্বাঞ্চলে হটাত বন্যায় নোয়াখালী, কুমিল্লাসহ, ১২ টি জেলায় অচল হয়ে গেছে ২ হাজার ২৫ টি টাওয়ার এগুলি ৫ টি মোবাইল অপারেটর কোম্পানির। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এই তথ্য নিশ্চিত করেছে। ১২ হাজার ১৭৯ টি টাওয়াররের মধ্যে এখনও ১০ হাজার ১৫৪ টি টাওয়ার সচল রয়েছে। ভয়াবহ বন্যার কবলে পড়া এলাকার জনগণের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় ১০ টি ভি- স্যাট প্রস্তুত করা হয়েছে যার মধ্যে ৫ টি ভি- স্যাট  ফেনীতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত প্রায় ১৬। ৭ শতাংশ টাওয়ার অচল হয়েছে।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যানড  অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মস্তাফিজুর রহমান জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী। এই জেলাতে প্রায় ৯০ শতাংশের বেশি টাওয়ার অচল হয়েছে। এই এলাকায় ৬৫৬ টি টাওয়ারের মধ্যে ৫৯০ টি অচল হয়ে গেছে।

এছাড়াও নোয়াখালীতে ৩৮০, ব্রাহ্মণবাড়িয়ায় ২৩, হবিগঞ্জে ২, মৌলভীবাজারে ৩৯, সুনামগঞ্জে ১১, কুমিল্লায় ৫৩৩, চাঁদপুরে ৪৭, চত্যগ্রামে ৭৫, খাগড়াছড়িতে ৩৬, লক্ষ্মীপুরে ৫৪, রাঙ্গামাটিতে ১৭ টি  টাওয়ার কাজ করছে না।  

বন্যার মধ্যে টেলিযোগাযোগ ব্যবস্থা সচল রাখার উদ্দেশ্যে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে বিটিআরসি। সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে ১৫ জনের এমারজেন্সি রেসপন্স দল গঠিত করা হয়েছে যারা দুর্যোগের সময় ও পরে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করবে।

About Ritu Saha

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!