Asia Monitor18 দশ বছর পর অর্থাৎ এক দশক পরে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হতে চলেছে। ২০১৪ সালে শেষবারের মতো ভোট হয়েছিল। পাঁচ বছর ধরে জম্মু ও কাশ্মীরে কোন নির্বাচিত সরকার নেই। ২০১৮ সালের ১৮ই জুন মেহেবুবা মুফতির নেতৃত্বাধীন পিপল ডেমক্রেটিক পার্টি বিজেপি জোট সরকার থেকে বেরিয়ে আসার পর থেকে কেন্দ্রীয় শাসন চলছে। দেশটির শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল চলতি বছরের ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে এই কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার নির্বাচন সম্পন্ন করতে হবে। ২০১৯ সালের ৫ই আগস্ট জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ এ অণুচ্ছেদ বিলোপ করে ভারত ফলে বিশেষ মর্যাদা হারায় এই উপত্যকা। এই রাজ্যকে ভাগ করে জম্মু- কাশ্মীর এবং লাদাখ এ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এক সাংবাদিক বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। দেশটির কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৯০ টি আসনের জন্য মোট তিন দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফায় আগামী ১৮ সেপ্টেম্বর ২৪ আসনে, দ্বিতীয় দফায় ২৫ সেপ্টেম্বর ২৬ আসনে এবং তৃতীয় দফায় ১ অক্টোবর ৪০ আসনে ভোট হবে। কমশনের তরফ থেকে জানানো হয়েছে, ৯০ টি আসনের মধ্যে ৭৪ টি সাধারণ, ৭ টি তফশিল জাতি ও ৯ টি তপশীল উপজাতি সংরক্ষিত আসন। ভোট গণনা আগামী ৪ অক্টোবর।
জম্মু ও কাশ্মীরে মোট ভোটার সংখ্যা ৮৭.০৯ লাখ। এর মধ্যে ৪৪.৪৬ পুরুষ, ৪২.৬২ লাখ নারী। ভোট গ্রহণের জন্য ১১ হাজার ৮০০ কেন্দ্র খোলা হবে।