হাসিনার দেশত্যাগের তিন দিনের মাথায় অন্তর্বর্তী সরকার গঠিত হল বাংলাদেশে। গতকাল বাংলাদেশের বঙ্গভবনে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হল নতুন অন্তর্বর্তী সরকার। এই সরকারের উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন ১৬ জন সদস্য।প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় তাঁকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূস শপথ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই শুভকামনা জানান মোদি।
পাশাপাশি সেদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার উপরেও জোর দিয়েছেন। মোদি বলেন, ‘বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাই, আমরা আশা করি খুব দ্রুত বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরবে। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তাও সুনিশ্চিত করা হবে।’
এদিন রাত ৯ টা নাগাদ বাংলাদেশের বঙ্গভবনের দরবার হলে মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি শাহবুদ্দিন। একই সঙ্গে ষোলো জন উপদেষ্টার মধ্যে ১৩ জন এদিনই শপথ নেন। টানা আন্দোলনের শেষে গত সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। তবে আগামীতে তাঁর গন্তব্য কী হবে তা নিশ্চিত করে জানা যায়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশ জুড়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। আক্রান্ত হন সংখ্যালঘু মানুষ। আওয়ামি লিগ নেতাকর্মীদের বাড়িও আক্রান্ত হয়। যদিও আন্দোলনরত ছাত্রদের পরামর্শ মেনেই মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়। আপাতত দেশে শান্তি ফেরানোর পাশাপাশি ৩ মাসের মধ্যে নির্বাচন করানোর চ্যালেঞ্জ রয়েছে ইউনূসের সামনে।