হেলিকপ্টারের জরুরি অবতরণ জাপানের ধানক্ষেতে

Asia Monitor18 জাপানের টোকিওর দক্ষিণ- পশ্চিম সীমান্তের একটি ধানক্ষেতে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। এই হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার। শনিবার (৩ আগস্ট ) জাপানি সম্প্রচার মাধ্যমের তরফ থেকে জানা যায়। এছাড়াও পুলিশ এবং স্থানীয় দমকলকর্মীরা এই তথ্য জানিয়েছেন। আতসুগি ঘাঁটি ছেড়ে প্রায় ৭ কিলোমিটার দূরে কানাগাওতে প্রিফেকচারের ইবিনার মাঠে  ৩ আগস্ট বেলা ১০ টা ৫৫ মিনিটে এই ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।হেলিকপ্টারেও বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার সময় হেলিকপটারে ১২ জন সদস্য ছিলেন। সবাই নিরাপদে আছেন। এই ঘটনার কারণ হিসেবে মার্কিন সামরিক বাহিনী ইঞ্জিনের ত্রুটির কথা বলেছেন। ঘটনার প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পরে হেলিকপ্টারটি পুনরায় আকাশে ওড়ে। অন্যদিকে ইউএস নেভাল এয়ার ফ্যাসিলিটি আতসুগি বলেছে, আকাশে কিছু ত্রুটি ধরার পর জরুরি অবতরণ অবতরণ করা হয়েছিল। তারা আরো জানায়,ঘটনাটি তদন্ত করা হবে এবং কিন্তু ফ্লাইটের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয়নি।

 আবার দমকল কর্মীদের মতে, হেলিকপ্টারটি পশ্চিম জাপানের ইয়ামাগুচি প্রিফেকচারের ইওয়াকুনির একটি ঘাঁটির দিকে যাচ্ছিল। ঘটনার পর কোনো জ্বালানি ছিটকে পড়েনি বলে জানা গেছে।

About Ritu Saha

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!