Asia Monitor18 রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময় করল পশ্চিমা দেশগুলি। রাশিয়া পশ্চিমা দেশগুলোর ১৬ জন বন্দিকে মুক্তি দিয়েছে, এবং পশ্চিমা দেশগুলো আটজন রাশিয়ার নাগরিককে মুক্তিদান করেছে। এই বন্দিবিনিময় প্রধান ভূমিকা পালন করছে জার্মানি। রাশিয়ার যে বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন জার্মানিতে বন্দি ভাদিম ক্রাসকিভ, যার শাস্তি হয়েছিল বার্লিনে এক সাবেক চেচেন বিদ্রোহীকে হত্যা করার জন্য।
এর আগে ২০২২ সালে রাশিয়া যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছিল ক্রসিকভকে ছাড়া হলে তারা আমেরিকার বন্দিদের মুক্তি দেবে। কিন্তু ক্রসিকভ জার্মানিতে বন্দি থাকায়, যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবকে গুরুত্ব দেয়নি। ক্রসিকভকে ছাড়া জার্মানির পক্ষে সহজ ছিল না বলে জানানো হয়েছে।কারণ, দিনের বেলায়, পার্লামেন্টের খুব কাছে একটি পার্কে ক্রাসিকভ চেচেন বিদ্রোহী নেতাকে হত্যা করেছিল। তারপর আদালত তাকে শাস্তি দেয়। শলৎস বলেছেন, ‘হত্যার দায়ে যার জেল হয়েছে, এমন অপরাধীকে ছেড়ে দেওয়ার কাজটা সহজ ছিল না।তবুও শলৎস জানিয়েছেন, ‘জার্মানির স্বার্থ ছিল, ক্রসিকভের বিনিময়ে রাশিয়া বেশ কিছু নিরপরাধ বন্দিকে মুক্তি দিয়েছে, যাদের রাজনৈতিক কারণে বন্দি করা হয়েছিল।’
জার্মান চ্যান্সেলর জানিয়েছেন ‘ জার্মান নাগরিকদের স্বার্থে ও আমেরিকার প্রতি সংহতি দেখাতে আমরা এই সিদ্ধান্ত নিই। আমার সঙ্গে বিরোধী নেতা ফ্রেডরিখ মার্জও একমত হন।’
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, জার্মানি এই ছাড় দিয়েছে বলেই বন্দিবিনিময় সম্ভব হয়েছে। তিনি শলৎসের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছে। বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা সুলিভান বলেছেন, ‘প্রথমে জার্মানি বলেছিল, তারা ওই বন্দিকে ছাড়তে পারবে না। কিন্তু গত জানুয়ারিতে বাইডেন ব্যক্তিগতভাবে শলৎসকে এই অনুরোধ করেন। তখন শলৎস জানান, আপনার জন্য আমি এই কাজ করব।