অলিম্পিকে এশিয়ান অ্যাথলেটদের জয়জয়কার, শীর্ষে চীন

অলিম্পিকের পদক তালিকায় এক সময় লড়াই হতো শুধু অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের। তবে এবারে প্যারিস অলিম্পিক আসরে পদক লড়াইয়ের প্রথম তিনদিন দাপট দেখাচ্ছেন এশিয়ার অ্যাথলেটরা। যেখানে শীর্ষে যথারীতি চীন। এরপর চমক হয়ে এসেছে জাপান। পদক তালিকার দুই নম্বরে অবস্থান করছে সূর্যদয়ের দেশটি। শুধু শীর্ষ দুটি স্থানই নয়? ২০২৪ অলিম্পিকের পদক তালিকার তৃতীয় স্থানটিও দখল করে রাখছে এশিয়ার আরেক জায়ান্ট দক্ষিণ কোরিয়া।

সোমবার (২৯ জুলাই) এই প্রতিবেদন লেখা পর্যন্ত অলিম্পিকে সর্বোচ্চ পদক জিতেছে যুক্তরাষ্ট্র। তাদের পদক সংখ্যা ১২। তবে স্বর্ণপদক মোটে তিনটি। পদক সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে কিছুটা পিছিয়ে চীন। তাদের মোট পদক ৯। তবে এর মধ্যে পাঁচটিই স্বর্ণপদক। সর্বোচ্চ স্বর্ণপদক নিয়ে এখন তালিকার শীর্ষে রয়েছে চীন।

স্বর্ণপদকের দিক দিয়ে চীনের পরেই অবস্থান আরেক এশিয়ান দেশ জাপানের। চারটি স্বর্ণপদকের পাশাপাশি দুটি করে রৌপ্য ও ব্রোঞ্জ জয় করেছেন জাপানি অ্যাথলেটরা।জাপানের সমান চারটি স্বর্ণপদক জয় করেছেন দক্ষিণ কোরিয়ান অ্যাথলেটরাও। মোট ৭ পদক নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান করছেন কোরিয়ানরা।স্বাগতিক ফ্রান্স অবস্থান করছে পদক তালিকার ছয় নম্বরে। তিন সোনা সহ তাদের মোট পদকসংখ্যা ৯। ২৬ জুলাই শুরু হওয়া অলিম্পিকের এবারের আসর চলবে ১১ আগস্ট পর্যন্ত।

About Ipsita Mondal

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!