মলদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সল ভারতে আসছেন। সোমবার থেকেই শুরু হচ্ছে তাঁর ভারত সফর।তিনি “ওয়েলকাম ইন্ডিয়া” (Welcome India) উদ্যোগের অধীনে কিছু পর্যটন রোডশোয়ের (Tourism Roadshow) একটি সিরিজ শুরু করবেন। এই উদ্যোগের লক্ষ্য ভারতের তিনটি প্রধান শহরে অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় ভ্রমণকারীদের জন্য মালদ্বীপকে একটি প্রধান ছুটির গন্তব্য হিসেবে তুলে ধরা।
ইব্রাহিম ফয়সালের রোডশোয়ের কর্মসূচিতে রয়েছে রাজধানী দিল্লি। ৩০ জুলাই সেখানে যাবেন তিনি। এরপর ১ আগস্ট মুম্বইতে রোডশো করার কথা আছে ফয়সালের। সর্বশেষে ৩ আগস্ট বেঙ্গালুরুতে রোডশো করবেন তিনি।
এই প্রচারাভিযানটি মালদ্বীপ এবং ভারতের মধ্যে পর্যটন সম্পর্ক জোরদার করার চেষ্টা করে, এবং ভারতীয় পর্যটকদের কাছে দ্বীপপুঞ্জকে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে প্রদর্শন করবে। এই বছরের মে মাসের শুরুতে, দ্বীপরাষ্ট্রের পর্যটনমন্ত্রী ভারতীয়দের জানিয়েছিলেন যে দেশটির অর্থনীতি অনেকটাই পর্যটনের উপর নির্ভরশীল, তাই ভারতীয়রা যদি মালদ্বীপে পর্যটন করতে যান তাহলে তাঁদের মালদ্বীপের অর্থনীতির উন্নয়নে অবদান থাকবে। মালদ্বীপের পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়সাল ভারতীয় পর্যটকদের কাছে আবেদন করেছিলেন, “অনুগ্রহ করে মালদ্বীপের পর্যটনের অংশ হোন। আমাদের অর্থনীতি পর্যটনের উপর নির্ভর করে।”
চলতি বছরের প্রথম চার মাসে মলদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা এক ধাক্কায় ৪২ শতাংশ কমে গিয়েছে। অথচ, ২০২৩ সালেই মলদ্বীপে ঘুরতে যাওয়া বিদেশি পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন ভারতীয়েরা। দ্বিতীয় স্থানে ছিল চিন। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে ভারত থেকে ৭৩ হাজারের বেশি মানুষ মলদ্বীপে ঘুরতে গিয়েছিলেন। ২০২৪ সালে ওই সময়ের মধ্যে মলদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা মাত্র ৪২ হাজার। পর্যটকদের এই ঘাটতি ভাবিয়ে তুলেছে মুইজ্জু সরকারকেও।
গত নভেম্বরে মলদ্বীপে ক্ষমতায় এসেছেন মুইজ্জু। তিনি চিনপন্থী হিসাবে অধিক পরিচিত। ক্ষমতায় আসার পরেই তিনি চিন সফর সেরে এসেছেন। তার মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষদ্বীপ সফরে মলদ্বীপের এক মন্ত্রীর তাঁকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে ভারত-মলদ্বীপ সম্পর্কের অবনতি হয়। সমাজমাধ্যমে ‘বয়কট মলদ্বীপ’ ডাক ওঠে। তখনই ধারাবাহিক ভাবে মলদ্বীপে কমতে শুরু করে ভারতীয় পর্যটকদের সংখ্যা। এমনকি, মলদ্বীপ থেকে ভারতকে সেনাও সরিয়ে নিতে বলেছেন মুইজ্জু। তবে ভারতের পর্যটক ছাড়া মলদ্বীপের পর্যটনের উন্নতি সম্ভব নয়, এ কথা সে দেশের সরকারও বুঝতে পেরেছে। সেই কারণেই পর্যটক ফেরাতে ভারত সফরের আয়োজন করেছেন মলদ্বীপের মন্ত্রী।