নেপিদো, ২৬ জুলাই ২০২৪ – মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো আজ একটি বড় সাফল্যের দাবি করেছে, তারা জান্তার আঞ্চলিক সামরিক সদরদপ্তর দখল করেছে। দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতা ও সামরিক জান্তার বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষের মধ্যেই এই ঘটনা ঘটেছে।
বিদ্রোহী গোষ্ঠী ‘কারেন ন্যাশনাল ইউনিয়ন’ (KNU) এক বিবৃতিতে জানায় যে, তাদের যোদ্ধারা তীব্র লড়াইয়ের পর কায়িন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সামরিক সদরদপ্তর দখল করতে সক্ষম হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, এই লড়াইয়ে জান্তার অনেক সৈন্য হতাহত হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ তাদের হাতে এসেছে।
মিয়ানমার সেনাবাহিনী এই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে, স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সামরিক বাহিনী আঞ্চলিক সদরদপ্তর পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এলাকাটিতে তীব্র সংঘর্ষ চলছে।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। জান্তা সরকারের দমন-পীড়নের জবাবে বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের কার্যক্রম আরও তীব্রতর করেছে। বিভিন্ন জাতিগত গোষ্ঠী ও বিদ্রোহী সংগঠন মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সক্রিয় এবং তারা জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। তবে, জান্তা সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সমঝোতার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না, যা দেশটির পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।