Asia Monitor18 আইনি সমস্যা যেন পিছু ছাড়তেই চাইছেনা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির। কোন না কোন কারণে তারা অভিযুক্ত। শনিবার (১৩ জুলাই) সংরক্ষিত আসন নিয়ে পিটিআইয়ের পক্ষে রায় দেয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস দেন পাকিস্তানের একটি আদালত। তবে এই আনন্দ তাদের দীর্ঘস্থায়ী নয়। তবে ওই রায়ের কিছুক্ষণ পরই রাষ্ট্রীয় পুরষ্কার বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে গ্রেপ্তার করা হয়।পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, আদিয়ালা জেলের ৩ নম্বর গেট দিয়ে ছাড়া পাওয়ার সময় বুশরা বিবিকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।আর ইমরান খানকে জেলের মধ্যেই পুনরায় গ্রেপ্তার করা হয়।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে লাহোরে বুশরা বিবিকে বিয়ে করেছিলেন ইমরান খান। অনুষ্ঠানে বুশরা বিবির মা,বন্ধু-বান্ধবসহ কাছের আত্মীয় পরিজনরা উপস্থিত ছিলেন। গত বছর বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা আদালতে অভিযোগ জানান, ইমরান ও বুশরার বিয়েটি অবৈধ ও শরিয়া আইনের বিরুদ্ধে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে তাদের বিয়ে বেআইনি বলে প্রমাণিত হওয়ার পর বিচারিক আদালত তাদের সাত বছরের কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে জরিমানা করেছিলেন।
বুশরার তিন মাসের ইদ্দত শেষ হওয়ার আগেই এ বিয়ে হয়েছে। পাশাপাশি মানেকা তাদের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগও এনেছিলেন।শনিবার ২৮ পৃষ্ঠার রায়ে বিচারক বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকার অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাদের বিরুদ্ধে জালিয়াতি করে নিকাহ ও ব্যভিচারের অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি।