মইজ্জুকে কালো জাদুর অভিযোগে গ্রেপ্তার নারী মন্ত্রী

Asia Monitor18 মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু কে কালো জাদু করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে এক নারী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা ওই মন্ত্রীর নাম হল ফাতিমাত শামনাজ আলি সালিম। ইনি হলেন মালদ্বীপের পরিবেশ ,জলবায়ু পরিবর্তন ও জ্বালানী বিষয়ক প্রতিমন্ত্রী। আবার শামনাজের প্রাক্তন স্বামী তথা প্রেসিডেন্টের অফিসে মন্ত্রী পদমর্যাদায় কর্মরত অ্যাডাম রামিজকেও গ্রেপ্তার করা হয়। স্থানীয় নানা সংবাদমাধ্যম সহ সান জানিয়েছে, কালো জাদু করার জন্য সালিমকে গ্রেপ্তার করা হয়েছে তবে মালদ্বীপের পুলিশ প্রতিবেদনটি নিশ্চিত বা অস্বীকার করেননি। মইজ্জুর ওপর কালো জাদু করার ঘটনাটি প্রথম ২৩ শে জুন ধরা পড়ে। ঘটনাটি সামনে আসার পর চার অভিযুক্তকে সাত দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়। এরপর বুধবার শামনাজকে পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে বাদ দেওয়া হয়। গত বছর মালদ্বীপে মইজ্জু রাষ্ট্রপতি হওয়ার পর শামনাজ মালে সিটি কাউন্সিল থেকে পদত্যাগ করে প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। অন্যদিকে শামনাজের প্রাক্তন স্বামী মইজ্জুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। যিনি তখন মেয়র ছিলেন।

মালদ্বীপ একটি মুসলিম দেশ। মালদ্বীপের আইন অনুসারে জাদুবিদ্যা কোন ফৌজদারি অপরাধ নয়। তবে এইরকম কাজে ইসলামিক আইনের অধিনে ছয় মাসের কারাদণ্ড হতে পারে।শামনাজ কে আরও দুইজনের সাথে রাখা হয়েছে। ২০২৩ সালে মালদ্বীপের মানাধুতে প্রতিবেশীর ছুরির আঘাতে ৬২ বছর বয়সি এক মহিলা নিহত হয়। পুলিশকে উদ্ধৃত করে তারা বলেছে হত্যার শিকার ওই নারী জাদুবিদ্যা করেছিলেন এমন কোন প্রমাণ নেই। এর আগে ২০১২ সালে পুলিশ অফিসারদের ওপর অভিশপ্ত মোরগ নিক্ষেপ করার অভিযোগে পুলিশ একটি বিরোধী রাজনৈতিক সমাবেশের ওপর দমন- পীড়ন চালিয়েছিল।

About Ritu Saha

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!