Asia Monitor18 রাশিয়ার মুসলিম প্রধান অঞ্চল দাগেস্তান। এই দাগেস্তানের দুটি শহরে হামলা চালায় বন্দুকধারীরা। স্থানীয় সময় ববিবার সন্ধ্যায় মাখাচকালা ও ডারবেন্তে হামলা চালান হয়। আক্রমণকারীরা প্রথমে ডারবেন্তে ইহুদিদের উপাসনালয় সিনানগে আগুন লাগিয়ে দেয় এবং মাখাচকালা শহরে খ্রিষ্টানদের একটি গির্জায় হামলা চালিয়ে ৬৬ বছর বয়সি ধর্মযাজক নিকলাই কোটেলনিভকে খুন করেন। এছাড়াও কাস্পিয়ান সাগরের তীরে প্রায় ১২৫ কিলোমিটার উত্তরে মাখাচকালায় অস্ত্র দিয়ে ট্রাফিক পোষ্টে ভয়ঙ্কর হামলা চালায়। মৃতের সংখ্যা বেড়ে সোমবার ১৯ জনে দাঁড়ায়। দাগেস্তান অঞ্চলের গভর্নর জানিয়েছেন, এটি দাগেস্তান ও পুরো দেশের জন্য ট্র্যাজেডির একটি দিন। তিনি বলেছেন বিদেশি বাহিনী এই হামলায় জড়িত। তবে এ বিষয় বিস্তারিত কিছু জানাননি। এছাড়াও গভর্নর বলেন এটি আমাদের ঐক্যকে বিচ্ছিন্ন করার একটি প্রচেষ্টা মাত্র।
রাশিয়ার কর্মকর্তারা সোমবার সর্বশেষ তথ্যে জানিয়েছেন, রবিবারের এই হামলার ঘটনায় ১৫ জন পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশের গণমাধ্যম সূত্রে খবর, পাঁচজন হামলাকারী নিহত হয়েছে।কয়েকজনকে ফুটপাতে গুলি করে মারা হয়েছে। এখন কোন গোষ্ঠী হামলার দায়ী মেনে নেইনি। দাগেস্তানের স্বাস্থ্য সেবা মন্ত্রকের মতে আরও ৪৬ জন আহত হয়েছে। এর আগে মাত্র তিন মাস আগে চলতি বছরের ২২ মার্চ রাশিয়ার রাজধানী মস্কোর ক্রকাস হলে এক সঙ্গীতানুষ্ঠানে জঙ্গি হামলায় ১৪৫ জন নিহত হয়েছিল। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলার দায়ী স্বীকার করেছিল। এই ঘটনায় দাগেস্তানে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। দেখা গেছে নিহত পুলিশদের মৃত দেহগুলি সারিবদ্ধভাবে রেখে লাল কারনেশন ফুল দিয়ে ঢেকে রাখা হয়েছে।