মস্কোর বড় অফিস ভবনে আগুন

Asia Monitor18 রাশিয়ার রাজধানী মস্কোর থেকে ২৫ কিলোমিটার উত্তর- পূর্বের ফ্রায়াজিনর বড় অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে। এই অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে। অফিস থেকে মাত্র একজনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভয়াবহ আগুনে ভবনের ভিতর ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দুইজন আগুন থেকে বাঁচার জন্য জানালা দিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আটতলা কমপ্লেক্সের উপরতলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। তাস সূত্রে খবর, এটি এক্ সময় প্লাটান রিসার্চ ইন্সিটিউট ও প্রতিরক্ষা শিল্প ভবন ছিল বলে জানা গেছে। আবার ভবনটি ১৯৯০ এর দশক থেকে ব্যক্তি মালিকানাধীন বলে জানিয়েছে ইলেকট্রনিক্স সংগঠন রুসেলেক্ত্রনিক্স।

জরুরী মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনার কাজে ২ টি হেলিকপ্টার ও ১৩০ জনের বেশি সদস্যকে কাজে বহাল করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সঠিকভাবে জানা যাইনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সাততলায় আগুন লাগে এবং অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে।ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের সব আসবাবপত্র সহ বহু জিনিস। ৩৪ বছর বয়সি এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ইনি সেই ব্যক্তি যাকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে এছাড়াও দুই দমকলকর্মীকে চিকিৎসা প্রদান করা হয়। অ্যান্ডরে ভরবিয়ভ বলেছে,প্রায় ৩০ টি কোম্পানি ভবনটিতে অফিসের জন্য জায়গা ভাড়া নিয়েছিল। আগুনের ঘটনায় ফৌজদারি মামলা করা হয়েছে কীভাবে এই আগুনের সূত্রপাত হয় তা খতিয়ে দেখার জন্য।

About Ritu Saha

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!