কিম ও পুতিনের একে অপরকে উপহার প্রদান  

Asia Monitor18 বিশ্বে উত্তর কোরিয়ার মিত্র দেশের সংখ্যা হয়তো হাতে গুনলেই পাওয়া যাবে। তবে দেশটির দুই প্রধান মিত্র বিশ্ব রাজনীতির দুই প্রভাবশালী দেশ রাশিয়া ও চিন। ইউক্রেন যুদ্ধের মধ্যেই উত্তর কোরিয়ার সফর শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।নিজের বেশ কয়েকজন মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে উত্তর কোরিয়া পাড়ি দিয়েছেন পুতিন। বুধবার ১৯শে জুন পুতিন দেশটির রাজধানী পিয়ংইয়ং পৌঁছান। জানা গেছে, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে পুতিন এই সফরে গিয়েছেন।

অন্যদিকে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, দুটি দেশের মধ্যে১৯৬১,২০০০,২০০১ সালে যেসব চুক্তি হয়েছে নতুন চুক্তিটি সেগুলির স্থলাভিষিক্ত হবে। পুতিন জানিয়েছেন, আমাদের মধ্যে একে অপরের সাহায্যে এগিয়ে আসা ছাড়াও রাজনৈতিক, বাণিজ্যিক, বিনিয়োগ, সাংস্কৃতিক ও নিরাপত্তা চুক্তিও রয়েছে। পুতিন এই চুক্তিকে একটি ‘ব্রেক থ্রু’ হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে কিম জিং উন এটিকে ‘সন্ধিক্ষণ’ হিসেবে অভিহিত করেছেন।

বিমান বন্দর থেকে নামার পর উত্তর কোরিয়ার উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার সরকার প্রধান নানান প্রকৃতিতে সেজে উঠেছে উত্তর কোরিয়ার রাজধানী। পিয়ংইয়ং  কেন্দ্রস্থলে পুতিনকে স্বাগত জানিয়ে এক আড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে কিম জিং উন। রঙবেরঙের পোশাক পরে পুতিনকে স্বাগত জানিয়েছে হাজার হাজার কোরিয়ান বাসিন্দা।

অনুষ্ঠানের পর্ব মিটলে পুতিন ও কিম জিং উন একে অপরকে উপহার প্রদান করেন। পুতিন কিম জিং উন কে রাশিয়ার বিলাসবহুল অরাস ব্র্যান্ডের লিমুজেন গাড়ি, অ্যাডমিরাল ছোরা, ও একটি টি সেট উপহার দিয়েছে বলে জানিয়েছে পুতিনের সহযোগী ইউরি উশাকভ। নতুন গাড়িতে তাদের দুইজনকে একসাথে ছবি তুলতে দেখা গেছে। অন্যদিকে কিম পুতিনকে শিল্পকর্ম উপহার দিয়েছে যা পুতিনকে নিয়ে বানান। জানা গেছে আগের মাসে পুতিন কিম কে আরও একটি উপহার দিয়েছে তবে তা কোন মডেলের গাড়ি তা জানা যাইনি। তবে এইটুকু জানা গেছে কিম একজন গাড়ি প্রেমী মানুষ।

About Ritu Saha

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!