গাজায় হামলার প্রতিবাদে কড়া প্রতিক্রিয়া মালদ্বীপের, ইজরায়েলী নাগরিকদের প্রবেশ নিষেধ দ্বীপ রাষ্ট্রে

Asia Monitor18 মালদ্বীপ একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র।মালদ্বীপ দ্বীপ রাষ্ট্রটির নাম আমরা সকলেই শুনে থাকি। প্রধানত মালদ্বীপ জায়গাটি বিখ্যাত অন্তহীন সাদা বালির সৈকত ও বিলাসবহুল রিসোর্টের জন্য। ইসরায়েলই সেনাদের বা পাসপোর্টধারীদের এই দ্বীপরাষ্ট্রে প্রবেশের জন্য নিষেধ করা হয়েছে।  গাজায়ে যুদ্ধ নিয়ে মুসলিম এই দেশটিতে জনগণের ওপর প্রভাব পড়ছে তাই  এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রটি।মালদ্বীপের প্রেসিডেন্ট ডঃ মোহাম্মদ মুইজ্জু এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে কারণ যুদ্ধের প্রতিবাদের চিহ্ন হিসেবে প্রেসিডেন্টকে চাপ দিয়ে যাচ্ছিল বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা।গত ৭ই অক্টোবর গাজা- ইসরায়েলই যুদ্ধে প্রায় ৩্‌৪৩৯ ফিলিস্তিনি নিহত ও ৮২,৬২৭জন আহত হয়েছে। দেশটির আইন সংশোধন ও তদারকির জন্য একটি মন্ত্রীপরিষদ গঠন করা হবে বলে জানিয়েছে  প্রেসিডেন্টডেন্টের কার্যালয়ে। তবে এই নিসেধাজ্ঞা কবে আরোপ করা হবে এবং কবে তা শেষ হবে তা জানানো হয়নি।  

এই নিষেধাজ্ঞার খবর পাওয়ার পরেই ইসরায়েলই পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালদ্বীপ ভ্রমণে না যেতে এবং সেখানে থাকা ইসরায়েলই নাগরিকদের ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। গত বছর মালদ্বীপে প্রায় ১১,০০০ ইসরায়েলই নাগরিক মালদ্বীপ ভ্রমণ করেছিল যা মালদ্বীপে মোট পর্যটকের ০.৬ শতাংশ।  মালদ্বীপের সরকারী তথ্য মতে এই বছরের প্রথম চার মাসে মালদ্বীপে গমনকারী ইসরায়েলই এর সংখ্যা ৫২৮ এ নেমে এসেছে যা গত বছরের তুলনায়ে ৪৪ শতাংশ কম। মুইজ্জু ফিলিস্তিনিদের সঙ্গে সংহতিতে মালদ্বীপপ্রবাসী নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের ঘোষণা করেছে।

এর আগে মালদ্বীপ ১৯৯০ এর দশকে শুরুর দিকে ইসরায়েলই পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল এবং ২০১০ সালে দুই দেশ পুনরদ্ধারের উদ্যোগ নিয়েছিল। কিন্তু ২০১২ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

About Ritu Saha

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!