Asia Monitor18 রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় আড়াই বছর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নতুন সিদ্ধান্তে উপনীত হন। আগে তিনি রুশ ভূখণ্ডে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করে যুদ্ধ নিষিদ্ধ করেছিলেন।অবশ্য ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রথম থেকেই যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অন্য পশ্চিমা মিত্রশক্তির দেশগুলি কিয়েভকে নানাভাবে অস্ত্র দিয়ে সাহায্য করে। তবে সেই অস্ত্রগুলি ব্যবহারের একমাত্র শর্ত ছিল সেগুলি শুধুমাত্র প্রতিরক্ষার কাজে ব্যবহৃত করা যাবে অন্য কাজে নয়। গত বছরে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩১ টি আব্রামস ট্যাঙ্ক দিয়েছিল যা যুদ্ধক্ষেত্রে সফল না হওয়ায়ে রাশিয়ার সেনাবাহিনী সেটিকে ‘টিনের খালি ক্যান’ বলে উপহাস করেছিলেন। ইউক্রেনও এই ট্যাঙ্কগুলির বিরুদ্ধে অভিযোগ করেছিল।
বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধে সেই পুরনো অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। তবে এই অস্ত্র শুধুমাত্র খারকিভ অঞ্চলে হামলার সুরক্ষার জন্য ব্যবহার হবে যাতে পাল্টা হামলা চালানো যায়ে। একটি নিদিষ্ট লম্বা সময় ধরে তিনি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপে ছিলেন। মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রাশিয়া ইউক্রেনের খারকিভ অঞ্চলে হামলা চালায়ে। স্থানীয় গভর্নর ওলেব সিনেগুপ বলেছেন, এই ক্ষেপণাস্ত্র হামলায়ে ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। তিনি আর ও বলেন যে শত্রুপক্ষ নতুন কৌশল অবলম্বন করেছে। এছাড়াও খারকিভের মেয়র ইগর তেরেখাভ সাক্ষাৎকারে বলেছেন, ঘটনাস্থলে একজন সেনা সদস্যও ছিল না এবং সামরিক সরঞ্জাম ও ছিল না। আরও অনেক মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে।