আফগানিস্তানে বন্যায় পুরো গ্রাম বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়েই চলেছে

Asia Monitor18 ভয়াবহ বন্যার ফলে আফগানিস্তানের উত্তর অঞ্চলের সমস্ত গ্রাম ধংস হয়ে গেছে। এই বন্যার ফলে এখনও পর্যন্ত ৩১৫ জন নিহত এবং ১ হাজার ৬০০ জনের ও বেশি আহত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কত্রিপক্ষ। রাস্তাঘাট জল ও কাদার তলায়ে তলিয়ে গেছে। গ্রামবাসীরা মৃতদেহগুলির সমাধি দিচ্ছে।ইতিমদ্ধে হাজারও ঘরবারি নষ্ট হয়েছে এবং বহু গবাদি পশু মারা গেছে।

সাহায্যকারী সংস্থাগুলি বিপর্যয়ের ব্যাপারে জনগণকে সতর্ক করছে। জনগণ খাদ্য ও আশ্রয় নিয়ে বড় সমস্যার সম্মুখীন হয়েছে। ৪২ টি বাড়ির মধ্যে মাত্র দুটি বা তিনটি বাড়ি বাদে পুরো উপত্যকা ধংস হয়ে গেছে। মহম্মদ ইহাওকুব নামে এক ব্যক্তি তার পরিবারের ১৩ জন সদস্যকে হারিয়েছে।

সেভ দ্য চিলড্রেনের আফগানিস্তানের পরিচালক আরশাদ মালিক বলেন , ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ১০ হাজার শিশু বাস করত যারা সবকিছু হারিয়েছে। সাধারণ জনগণের খাদ্য ও বাসস্থানের সাথে সাথে অর্থের ও অভাব দেখা দেওয়ায়ে তারা ভীষণভাবে বিধ্বস্ত। তারা এই পরিস্তিথির বাইরে বেরনোর জন্য প্রার্থনা করছে।

About Ritu Saha

Check Also

ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন

Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!