Asia Monitor18 বাংলাদেশ সীমান্তসংলগ্ন রাখাইন রাজ্যে মিয়ানমার জান্তা সরকারের সদরদপ্তর বেদখল হবার পর দেশটির অন্তত ২০০ সেনা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছেন।আরাকান আর্মি রাখাইন রাজ্যে মায়ানমার সেনাবাহিনীর একটি ছাউনি দখল করে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর বিদ্রোহীদের অব্যাহত লড়াইয়ের সর্বশেষ ঘটনা হলো প্রায় ১২ দিনের যুদ্ধের পর মায়ানমারের ১৫ নম্বর অপারেশন কমান্ড হেডকোয়ার্টারের পতন।
আরাকান আর্মিরা মায়ানমারের সেনা ও অন্যদের আত্মসমর্পণের ভিডিও প্রচার করেছে। আরাকান আর্মিদের প্রচারিত ভিডিওতেও আত্মসমর্পণকারীদের মধ্যে কিছু সংখ্যক রোহিঙ্গার উপস্থিতিও লক্ষ্য করা যায়। মায়ানমারের মোট কত সৈনিক আরাকান আর্মির হাতে আটক রয়েছেন সে বিষয়ে সংগঠনের থেকে কিছু জানা যায়নি।
বুথিডং-এ মায়ানমার সরকারের ১২টি মিলিটারি কাউন্সিল ব্যাটেলিয়নের মধ্যে ১৫ নম্বর অপারেশন কমান্ড হেডকোয়ার্টার্সের অধীনে ছিল বেদখল হওয়া পাঁচটি ব্যাটেলিয়ন। যার মধ্যে হেড কোয়ার্টার্স ছাড়া অন্য চারটি ৫৫২, ৫৬৪, ৫৬৫ ও ৫৫১ নম্বর ব্যাটেলিয়ন বলে জানায় আরাকান আর্মি।
গত নভেম্বর থেকে আরাকান আর্মি রাখাইন রাজ্যের নয়টি শহর দখল করা ছাড়াও বর্তমানে অ্যান, বুথিডং, মংডু এবং কিয়াউকপু শহরে মায়ানমার সরকারি বাহিনীর সাথে তাদের তুমুল লড়াই চলছে।