বিতর্কের জেরে বাড়ি ছাড়লেন, কোন স্বপ্নের উড়ানে পাড়ি দিলেন পরীমনি? দেখুন…

এরপর ২০২০ সালের ১৪ই এপ্রিল সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী। গত বছর এপ্রিলে তাঁদের বিয়ের তারিখ পাকা ছিল, তবে সম্পর্ক টেকেনি। অনেকেই বলেন তামিম-পরীমনির বিয়েটা হয়ে গিয়েছিল। 
জামিন পেয়েছেন মাদক কাণ্ডে। প্রাথমিক ধাক্কা সামলে আবার সামলে উঠছেন পরীমনি। একটু একটু করে জীবনকে নতুন করে সাজিয়ে তুলছেন বাংলাদেশের (Bangladesh) অভিনেত্রী পরীমনি (Pori Moni)। জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর শিকার হতে হয়েছিল সামাজিক ট্যাবুর। একের পর এক কটাক্ষ, সমালোচনার ঝড় উঠেছিল। এখন তা অনেকটাই থিতিয়ে গিয়েছে।
পরীমনির (Pori Moni) চোখ এখন তাই আবারও স্বপ্ন দেখছে সুস্থ সুন্দর ভবিষ্যতের। ইতিমধ্যেই নতুন নতুন ছবি সই করছেন। জন্মদিন সেলিব্রেশনের প্ল্যান করছেন। মন খুলে জীবন বাঁচছেন। জীবন আরও নতুন করে সাজাতে নতুন ফ্ল্য়াটে হাজির পরীমনি।
জেল থেকে জামিনে মুক্তি পাওয়া পর অভিনেত্রীকে পুরনো বাড়িতে ঢুকতে বাধা দেন বাড়ির মালিক। প্রতিবাদ করেছিলেন পরীমনি (Pori Moni)। সোচ্চার হন তসলিমার মতো লেখিকাও। কিন্তু কাজ হয়নি। শেষমেশ হাতে বাড়ি ছাড়ার নোটিস নিয়ে অপেক্ষায় ছিলেন সু-সময়ের। এবার নতুন ফ্ল্য়াটে পৌঁছে গেলেন পরী। ছবি তুলে সোশ্য়াল মিডিয়ায় (Social Media) পোস্টও দিলেন। লিখলেন জীবন, ভালোবাসা আর ভাল থাকার বার্তা।
সোশ্যাল শেয়ার করা ছবিগুলোর সঙ্গে জুড়ে দিলেন জামাইকান সংগীতশিল্পী ও গীতিকার বব মার্লের গানের লাইন। যার বাংলা করলে দাঁড়ায়, ‘যে জীবন যাপন করছ, তাকে ভালবাস, যেভাবে জীবন যাপন করতে ভালবাস, সেভাবেই জীবন কাটাও।
মাদক কাণ্ডে জড়িয়ে ২৭ দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন পরীমনি (Pori Moni)। আর জেল থেকে বেরিয়ে একের পর এক বিতর্ক উসকে দিচ্ছেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় কখনও মুখ খুলেছেন, তো কখনও হাতের তালুতে বিশেষ বার্তা লিখে।
প্রসঙ্গত, গত ১৯ আগস্ট পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম। এর আগে গত ১৩ আগস্ট পরী ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন সন্ধে ৭টায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!