আর ডিপি নয়! Facebook প্রোফাইলে লাগান ভিডিও, জানুন সহজ পদ্ধতি

Facebook: বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নয়, এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। বহু মানুষ প্রতি মুহূর্তের আপডেট Facebook, Instagram-এর মতো সামাজিক মাধ্যমে দিতে ভালোবাসেন। বাদ নেই সেলেব্রিটিরাও। বিনোদন দুনিয়ার হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব, সকলের কাছেই সোশ্যাল মিডিয়া ওতপ্রোত হয়ে গিয়েছে জীবনযাত্রার সঙ্গে। আর এই নেটদুনিয়ার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা বর্তমানে শুধুমাত্র টেক্সট আর ছবির মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং ইদানিং তাল মিলিয়ে বেশ ভালোই চাহিদা বাড়ছে ভিডিও ফরম্যাটের।
নেটিজেনদের কাছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় হল Facebook। এর সাহায্যে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে যেমন যোগাযোগ করতে পারি, তেমনই আবার বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন-সহ প্রিয়মানুষের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে পারি। শুধু তাই নয়, এই Facebook মারফত অনেকে ব্যবসাও চালাতে পারেন। এমনকী Facebook সকলকে সুযোগ করে দিচ্ছে নিজেদের শিল্পসত্ত্বা প্রকাশ করার।
এ হেন অবস্থায় Facebook ব্যবহারকারীদের জন্য সুখবর। এবার নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা iPhone থেকেই নিজেদের Facebook প্রোফাইলে ছবি না দিয়ে ভিডিও আপলোড করা যাবে। যদিও Facebook-এর বিটা অর্থাৎ ডেস্কটপ ভার্সনে এই আপডেট আদৌ কবে আসবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ফোনের মাধ্যমে নিজের Facebook প্রোফাইলে ভিডিও কী ভাবে আপলোড করা যায়, দেখে নেওয়া যাক ধাপে ধাপে!
iPhone থেকে কী ভাবে ভিডিও আপলোড করতে হবে?
১) প্রথমে Facebook ওপেন করতে হবে।
১) অ্যাপের একদম ডানদিকে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে।
৩) প্রোফাইল পিকচারের ওপর ট্যাপ করতে হবে।
৪) এবার এখানে দু’টি অপশন দেখা যাবে। Take New Profile Video-এর মাধ্যমে অ্যাপ থেকেই ভিডিও তুলে প্রোফাইলে আপলোড করা যাবে, অথবা Select Profile Video-র মাধ্যমে ফোনের স্টোরেজ থেকে নিজের পছন্দ মতো ভিডিও দেওয়া যাবে।
৫) এডিট অপশনে ক্লিক করে দরকারে ভিডিও এডিট করা যাবে।
৬) ট্রিম অপশনে গিয়ে ভিডিও ছোট করা যাবে, সেই সঙ্গে পছন্দমতো সাউন্ড অন বা অফ করা যাবে। চাইলে Cover-এ ক্লিক করে থাম্বনেইলও দেওয়া যেতে পারে।
৭) এর পর Done অপশনে ক্লিক করতে হবে।
৮) এর পর Frames-এ গিয়ে নিজের পছন্দ মতো একটি ফ্রেম সিলেক্ট করে নেওয়া যায়।
৯) ভিডিওটি সাময়িক সময়ের জন্যও প্রোফাইলে রাখা সম্ভব। এর জন্য কতদিন ধরে ভিডিওটি রাখা হবে, সেই সময় বেছে নিতে হবে।
১০) শেষে Save অপশনে ক্লিক করুন।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে কী ভাবে ভিডিও আপলোড করতে হবে?
১) প্রথমে অ্যান্ড্রয়েড ফোন থেকে Facebook ওপেন করতে হবে।
২) এর পর নিউজ ফিডে একদম বাঁ-দিকের কোণে গিয়ে প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে।
৩) এর পর প্রোফাইল পিকচার বা ভিডিওতে ক্লিক করতে হবে।
৪) এবারে Take New Profile Video-এর মাধ্যমে অ্যাপ থেকেই ভিডিও তুলে প্রোফাইলে আপলোড করা যাবে, অথবা Select Profile Video-র মাধ্যমে ফোনের স্টোরেজ থেকে নিজের পছন্দ মতো ভিডিও দেওয়া যাবে।
৫) এডিট অপশনে ক্লিক করে ভিডিও এডিট করা যাবে।
৬) এর পর ট্রিম অপশনে গিয়ে ভিডিও ছোট করা যাবে, ক্রপ অপশনে ক্লিক করলে ভিডিওটি সেন্টারে ফিট করা যাবে। চাইলে Thumbnail অপশনে ক্লিক করে থাম্বনেইল দেওয়া যাবে। সব শেষে Save ক্লিক করে ভিডিও আপলোড করা যাবে।
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!