ভাবাই যায় না, সমুদ্রের সবচেয়ে দ্রুতগতির 'দস্যু' এল নাটোরে! লাগল ছোটাছুটি

বাংলাদেশের নদীতে ফের সামুদ্রিক মাছের প্রবেশ। কিন্তু তাবলে সমুদ্র থেকে কয়েকশো কিলোমিটার দূরের নাটোরে এল সমুদ্রের সবথেকে দ্রুতগতির মাছ সেইল ফিশ! যা দেখতে রীতিমতো হুড়োহুড়ি লেগে যায়। অথচ সমুদ্র থেকে উত্তরের জেলা নাটোরের দূরত্ব কয়েক শ কিলোমিটার।
জানা গিয়েছে, বুধবার নাটোরের দিয়াড়ভিটা মোড়ে মাছটি দেখতে ভিড় করে বহু মানুষ। আট থেকে আশি সকলেই ছুটি আসে মাছটি দেখতে। প্রসঙ্গত, সেইল ফিশকে স্থানীয় ভাষায় পাখি মাছ বলে ডাকা হয়।
নাটোরের খুব কম মানুষেরই সামুদ্রিক মাছ দেখার অভিজ্ঞতা আছে। তাই স্থানীয় এলাকায় সেইল ফিশ দেখতে আগ্রহের অন্ত নেই। সমুদ্রের সবচেয়ে দ্রুতগতির মাছ বলে পরিচিত সেইল ফিশ।
নাটোরে আসা পাঁচ ফুটের বেশি লম্বা সেইল ফিশটি। ওজন ৪৭ কেজি। ধূসর বর্ণের মাছটির মুখে রয়েছে অন্তত দেড় ফুট লম্বা শুঁড়। এলাকার সকলেই বলছে, এ ধরনের মাছ তারা কখনও চোখে দেখিনি।
মাছটি পটুয়াখালীর কুয়াকাটা থেকে বিক্রির জন্য নাটোরের ভোলার আড়তে নিয়ে আসা হয়। কিন্তু এত ভিড় হয়ে যায় মাছটি দেখতে যে, তিন ঘণ্টা বিক্রেতা মাছটি বিক্রেতা কাটতেই পারেননি।
বাংলাদেশের নদীতে ফের সামুদ্রিক মাছের প্রবেশ। কিন্তু তাবলে সমুদ্র থেকে কয়েকশো কিলোমিটার দূরের নাটোরে এল সমুদ্রের সবথেকে দ্রুতগতির মাছ সেইল ফিশ! যা দেখতে রীতিমতো হুড়োহুড়ি লেগে যায়। অথচ সমুদ্র থেকে উত্তরের জেলা নাটোরের দূরত্ব কয়েক শ কিলোমিটার।
জানা গিয়েছে, বুধবার নাটোরের দিয়াড়ভিটা মোড়ে মাছটি দেখতে ভিড় করে বহু মানুষ। আট থেকে আশি সকলেই ছুটি আসে মাছটি দেখতে। প্রসঙ্গত, সেইল ফিশকে স্থানীয় ভাষায় পাখি মাছ বলে ডাকা হয়।
নাটোরের খুব কম মানুষেরই সামুদ্রিক মাছ দেখার অভিজ্ঞতা আছে। তাই স্থানীয় এলাকায় সেইল ফিশ দেখতে আগ্রহের অন্ত নেই। সমুদ্রের সবচেয়ে দ্রুতগতির মাছ বলে পরিচিত সেইল ফিশ।
নাটোরে আসা পাঁচ ফুটের বেশি লম্বা সেইল ফিশটি। ওজন ৪৭ কেজি। ধূসর বর্ণের মাছটির মুখে রয়েছে অন্তত দেড় ফুট লম্বা শুঁড়। এলাকার সকলেই বলছে, এ ধরনের মাছ তারা কখনও চোখে দেখিনি।
মাছটি পটুয়াখালীর কুয়াকাটা থেকে বিক্রির জন্য নাটোরের ভোলার আড়তে নিয়ে আসা হয়। কিন্তু এত ভিড় হয়ে যায় মাছটি দেখতে যে, তিন ঘণ্টা বিক্রেতা মাছটি বিক্রেতা কাটতেই পারেননি।
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!