Photo Courtesy: BDNEWS24.com
#ঢাকা: ইদের উৎসবে নেশা করাটাই কাল হল ৷ ইদের দিন রেক্টিফায়েড স্পিরিট খেয়ে বাংলাদেশের তিন জেলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে ৷ হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকেই নেশা করার জন্য ইদের দিন এই স্পিরিট তারা কেনেন বলে জানা গিয়েছে ৷
রংপুর, দিনাজপুর ও বগুড়ায় স্পিরিট খেয়ে মৃত্যুর ঘটনা ঘটে ৷ রংপুরে ১০, দিনাজপুরে ৮ এবং বগুড়ায় মারা গিয়েছেন ২ জন ব্যক্তি বলে জানা গিয়েছে ৷ নেশাডুরা ওই অঞ্চলে প্রায়শই স্পিরিট, কফ সিরাপ খেয়ে নেশা করে থাকেন ৷ কারণ বাংলাদেশে মদে নিষেধাজ্ঞা রয়েছে ৷
পুলিশ ইতিমধ্যেই এক দোকানদারকে গ্রেফতার করেছে ঘটনায় ৷ দিনাজপুরের ওই হোমিওপ্যাথই ইদের দিন বিক্রি করেছিলেন বলে জানা গিয়েছে ৷ কাশির সিরাপ বা স্পিরিট এভাবে বিনা প্রেসক্রিপশনে বিক্রি করাও বেআইনি ৷ আর এর জন্য প্রায়শই মৃত্যু হচ্ছে মানুষের ৷
Follow us on
Download News18 App
Check Also
নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের
Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …