আসছে ২০২২-এ; এক ঝলকে জেনে নিন 2022 Maruti Suzuki Brezza-র দারুণ ফিচার নিয়ে

2022 Maruti Suzuki Vitara Brezza has been leaked online. (Photo Courtesy: YouTube/eXtreme Media)
#কলকাতা: ভারতের বড় এবং জনপ্রিয় গাড়ির কোম্পানি Maruti Suzuki লঞ্চ করতে চলেছে তাদের নতুন গাড়ি Maruti Suzuki Brezza। মনে করা হচ্ছে ২০২২ সালেই তারা লঞ্চ করতে পারে তাদের নতুন গাড়ি 2022 Maruti Suzuki Brezza।
Maruti Suzuki Brezza-র নতুন কয়েকটি ফিচার:
সান্রুফ (Sunroof)
নতুন 2022 Maruti Suzuki Brezza গাড়িটিতে রয়েছে সানরুফ। এটি ভারতের ক্রেতাদের কাছে খুবই জনপ্রিয় এক ফিচার। Maruti Suzuki কোম্পানির Maruti Suzuki Brezza গাড়িটিতেই প্রথম ফ্যাক্টরি-ফিটেড সান্রুফের ব্যাবহার করা হয়েছে।
টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম (Touchscreen Infotainment System)
নতুন 2022 Maruti Suzuki Brezza গাড়িতে রয়েছে বড় ফ্রিস্ট্যান্ডিং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। Maruti Suzuki Brezza গাড়ির ZXI এবং ZXI Plus মডেলে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন – হিমালয়ান সিরিজের নতুন অ্যাডভেঞ্চার বাইক; কেমন হতে চলেছে Royal Enfield Scram 411?
ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি (Wireless Smartphone Connectivity)
নতুন Maruti Suzuki Brezza গাড়িতে টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম ব্যবহার করার জন্য ওয়্যারলেস স্মার্টফোন কানেকটিভিটির ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড অটো (Android Auto) এবং অ্যাপল কারপ্লে-র (Apple CarPlay) মাধ্যমে চালানো যাবে। এই উন্নত ফিচারটি পাওয়া যাবে Brezza-র প্রিমিয়াম ভ্যারিয়ান্টে।
নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার (Instrument Cluster)
Maruti Suzuki Brezza গাড়িতে নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ ডিজিটাল।
ওয়্যারলেস চার্জিং (Wireless Charging)
নতুন Maruti Suzuki Brezza গাড়িতে ব্যবহার করা হয়েছে ওয়্যারলেস ফোন চার্জিং।
কানেকটেড কার টেকনোলজি (Connected Car Technology)
নতুন Maruti Suzuki Brezza গাড়িতে ব্যবহার করা হয়েছে আধুনিক এবং উন্নত কানেকটেড কার টেকনোলজি। এর মাধ্যমে রিমোট দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে ইঞ্জিন চালানো এবং বন্ধ করা, হেডল্যাম্প জ্বালানো এবং নেভানো এবং ক্লাইমেট কন্ট্রোলের মতো বিষয়গুলো।
আর পড়ুন – ২০২২-এ আসতে চলেছে ডুকাটির নতুন ২টি বাইক Ducati Panigale V4, V4 S; ফিচার্স জেনে নিন এক নজরে
৩৬০-ডিগ্রি ক্যামেরা (360-Degree Camera)
নতুন Maruti Suzuki Brezza গাড়িতে ব্যবহার করা হয়েছে ৩৬০-ডিগ্রি ক্যামেরা। এর ফলে গাড়ির ড্রাইভার গাড়ির প্রতিটি সাইডের রিয়েল টাইম ভিউ দেখতে পাবে।
প্যাডেল শিফটার (Paddle Shifter)
নতুন Maruti Suzuki Brezza গাড়িতে ব্যবহার করা হয়েছে প্যাডেল শিফটার। এই ফিচারটি এখন শুধুমাত্র রয়েছে সাব-কম্প্যাক্ট এসইউভি (SUV) কিয়া সনেট (Kia Sonnet) গাড়িতে।
হাইব্রিড টেকনোলজি (Hybrid Technology)
নতুন Maruti Suzuki Brezza গাড়িতে ব্যবহার করা হয়েছে উন্নত এবং আধুনিক হাইব্রিড টেকনোলজি। এতে রয়েছে উন্নত ৪৮ভি হাইব্রিড সিস্টেম, ৪-সিলিন্ডার, ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন। এছাড়াও নতুন Maruti Suzuki Brezza গাড়িতে রয়েছে ফাইভ-স্পিড ম্যানুয়াল এবং ফোর-স্পিড টর্ক কনভার্টার অপশন।
Follow us on
Download News18 App

source

About AM Desk

Check Also

 নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের

Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!