এই সেই বোমা। ছবি সংগৃহীত
#ঢাকা: এক দু কেজি নয়, আড়াইশো কেজি ওজন। ক্ষমতা গোটা বিমানবন্দরকে নিমেষে ধূলিসাৎ করে দেওয়ার। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের সময়ে বুধবার মাটি খুঁড়তে গিয়ে এমনই বিস্ফোরক মিলল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে।
বাংলাদেশ পুলিশের উত্তরা বিভাগ থেকে ঘটনার সত্য়তা স্বীকার করে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, হজরত শাহ জালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের সময় মাটি খুঁড়তে গিয়ে এই বিশালাকৃতির বোমাটি পাওয়া যায়। বোমাটি তাজা না নিস্ক্রিয় পরীক্ষা করা হচ্ছে।
বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশের ব্যাটেলিয়নের এক কর্মকর্তা বলেন,উদ্ধার হওয়া বোমাটি ৮-১০ ফুট মাটির নীচে ছিল। বোমাটি পরীক্ষা করার জন্য ওই দেশের বিমানবাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দল ময়মনসিংহের রসুলপুর রেঞ্জে নিয়ে গিয়েছে।
Follow us on
Download News18 App
Check Also
নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের
Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …