Representational Image
#ঢাকা: দু’মাস পরেও করোনা পরিস্থিতির কোনও উন্নতি নেই বাংলাদেশে ৷ বরং সে দেশে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশে কোভিডে আক্রান্ত ১৫৪১ জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮,২৯২ জন ৷
আজ, বুধবার স্বাস্থ্য অধিদফতরের তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ ৪৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮,০১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল, মঙ্গলবার ইদের দিন নতুন করে করোনায় শনাক্ত হয়েছিলেন ১,১৬৬ জন। এর আগের দিন সোমবার ১,৯৭৫ জন আর রবিবার ১,৫৩২ জন শনাক্ত হয়েছিলেন। কিন্তু গত তিন দিনের হিসেবকে ছাপিয়ে গিয়েছে বুধবারের রিপোর্ট ৷ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮মার্চ ৷
Follow us on
Download News18 App
Check Also
নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ইসরায়েলিকে নিয়োগ ইরানের
Asia Monitor18 এক ইসরায়েলই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যাকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলই …