জাপান পরমাণু সঙ্কট নিরসনে রাশিয়ার সহায়তা চেয়েছে। ফুকুশিমা কেন্দ্রের দূষিত তরল বর্জ্যকে কঠিন বর্জ্যে রূপান্তর করতে রাশিয়াকে একটি ভাসমান ‘রেডিয়েশন ট্রিটমেন্ট প্লান্ট’ পাঠানোর অনুরোধ জানিয়েছে জাপান।
টোকিও, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপান পরমাণু সঙ্কট নিরসনে রাশিয়ার সহায়তা চেয়েছে। ফুকুশিমা কেন্দ্রের দূষিত তরল বর্জ্যকে কঠিন বর্জ্যে রূপান্তর করতে রাশিয়াকে একটি ভাসমান ‘রেডিয়েশন ট্রিটমেন্ট প্লান্ট’ পাঠানোর অনুরোধ জানিয়েছে জাপান।
রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
Check Also
ভারতের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় পর পাকিস্তান সফরে যাচ্ছেন
Asia Monitor18 পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের কোনো মন্ত্রী শেষবার ২০১৫ সালে …