Asia Monitor18 গাজার চিকিৎসক সূত্রে খবর,গাজায়ে ক্রমে চলে আসা ইসরায়েলের যুদ্ধে প্রায় তিন হাজার ফিলিস্তিনি শিশু অঙ্গ- প্রত্যঙ্গ হারিয়েছে। আক্রমণের পরে হাজার হাজার শিশু অঙ্গ- প্রত্যঙ্গ হারাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলই হামলায়ে গাজার অধিকাংশ হাসপাতাল বন্ধ ও হাসপাতালে খাবার ও ওষুধের সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন অরথপেডিক সার্জেন ডঃ মোহাম্মদ শাহিন। ফলে চেতনানাশক ছাড়াই অঙ্গচ্ছেদ করাতে বাধ্য হচ্ছে চিকিৎসকরা।
এছাড়াও মানসিক আঘাত পাচ্ছে প্রবল।জাতিসংঘ বলেছে, গাজার ১০ জন শিশুর মধ্যে ৯ জন শিশুই খাদ্যসঙ্কটে ভুগছে। খিদে, তেষ্টায়ে ও অপুষ্টিতে ফিলিস্তিনি শিশুদের মৃত্যু হচ্ছে। শিশুরা তিনদিনের মধ্যে প্রতি একদিন না খেয়ে থাকছে। খিদের অসহনীয় জ্বালা তারা সহ্য করতে পারছে না। বহু মানুষ ঘরবাড়ি হীন হয়ে পড়েছে। বাস্তুচ্যুত লোকেরা একটি স্কুলে আশ্রয় নেয় কিন্তু সেখানে বিমান হামলা করায়ে ৪০ জন নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, এই হামলায়ে ১৪ জন শিশু নিহত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী অক্টোবর থেকে চলে আসা এই যুদ্ধে ১৫ হাজার ৫০০এর বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
ইসরায়েলই হামলায়ে অঙ্গ হারানোর মধ্যে একজন হল শাম। তার মা আলজাজিরা জানান,তার ছেলে দরজার বাইরে দাঁড়িয়েছিলো। তখন একটি শার্পনেল তার হাতে আঘাত করে এবং তার হাত সুতোয়ে ঝুলছিল। গাজায়ে চিকিৎসা ব্যবস্থার সমস্যা থাকায়ে ডাক্তারের আস্তে দেরি হলে শামের অপারেশন অ্যানাশতেসিয়ার মাধ্যমে করা হয়। গাজা উপত্যকায়ে নিরপরাধ মানুষের ওপর হামলা চালিয়ে মারার জন্য ইসরায়েল সেনাবাহিনীকে কালো তালিকায়ে যুক্ত করেছে জাতিসংঘ।