Daily Archives: October 4, 2024

ভারতে ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করল বাংলা

Asia Monitor18 বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে ভারত সরকার। গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার এই বিষয়টি নিশ্চিত করেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তে খুশি হয়ে বলেন অবশেষে বাংলাকে ধ্রপদী ভাষার স্বীকৃতি দিয়েছে ভারত সরকার। তিনি জানান বহু দিন ধরেই এই স্বীকৃতির জন্য প্রচেষ্টা করা হচ্ছে। এই বিষয় নিয়ে গবেষণার  তিনটি খণ্ড কেন্দ্রের কাছেও পাঠানো হয়েছে। অবশেষে সেই দাবিই মেনে  নিয়েছে কেন্দ্র।

বাংলা ভাষা সহ আরও পাঁচটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই পাঁচটি ভাষা হল  বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত ও অসমীয়া। এর আগে যে ভাষাগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে তা হল সংস্কৃত, তেলুগু, তামিল, মালয়ালম, কন্নড় ও ওড়িয়া। বর্তমানে এর সাথে আরও নতুন ভাষা যুক্ত হল।

অন্যদিকে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানা গেছে  আদি ভাষা এবং সাহিত্যের সঙ্গে বর্তমানের ভাষা এবং সাহিত্যের ফারাক যদি স্পষ্ট হয় এবং ১ হাজার ৫০০ থেকে ২ হাজার বছর যদি কোনও ভাষার ইতিহাস বা প্রাপ্ত নথির বয়স হয় তবেই সেই ভাষাকে ধ্রুপদীর স্বীকৃতি দেয়া হয়। এই স্বীকৃতি প্রাপ্ত হলে সেই ভাষা নিয়ে গবেষণা এবং সাহিত্য চর্চার জন্য বিশেষ অনুদান দেয় কেন্দ্র।

সুবিধার দিক থেকে দেখতে গেলে ধ্রুপদী ভাষা হিসেবে কোন ভাষা স্বীকৃতি লাভ করলে কেন্দ্রীয় সরকার সেই ভাষার প্রসার ও প্রচারের জন্য বেশ কিছু পদক্ষেপ নেন। ধ্রুপদী ভাষার জন্য জাতীয় পুরষ্কার ঘোষণা করা হয়। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ধ্রুপদী ভাষার প্রসার ও প্রচারে চেয়ার তৈরি করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেছেন,  আমি অত্যন্ত খুশি যে, অসমীয়া, বাংলা, মারাঠি, পালি ও প্রাকৃতকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এই ভাষাগুলি অপূর্ব, তারা আমাদের অসাধারণ বৈচিত্রের সাক্ষ্য বহন করে।

ভিয়েতনামে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু বহু বাঘের

Asia Monitor18 দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে বহু বাঘের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর কারণ হিসেবে বার্ড ফ্লু কে সন্দেহের তালিকাভুক্ত করা হয়েছে। বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ৪৭টি বাঘ, তিনটি সিংহ ও একটি প্যান্থারের মৃত্যু হয়েছে। বাঘ ও সিংহগুলি  মাই কাইন সাফারি পার্ক যা বেসরকারি মালিকানাধীন এবং ডং নাই শহরের ভুওন জোয়াই চিড়িয়াখানায় এদের অবস্থান ছিল।

এই প্রাণীগুলির মৃত্যুর জন্য দায়ী ভাইরাসটি হল এইচ৫এন১-এর টাইপ এ ভাইরাস। এই বিষয় নিয়ে  বিস্তারিত জানতে সাফারি পার্ক ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কর্তৃপক্ষ রাজি হয়নি। নানাবিধ সূত্র থেকে জানা গেছে এই ভাইরাসের পাশাপাশি সাফারি পার্ক ও চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীদের অবহেলাও দায়ী।

২০২২ সাল থেকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেও এইচ৫এন১ ভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৯০০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ মারা গেছে।

এডুকেশন ফর নেচার ভিয়েতনামের তথ্য অনুযায়ী, গত জুলাই পর্যন্ত ভিয়েতনামের বিভিন্ন সাফারি পার্ক ও চিড়িয়াখানায় মোট ৩৮৫টি বাঘ ছিল। এর মধ্যে ৩১০টি বিভিন্ন বেসরকারি সাফারি পার্ক ও চিড়িয়াখানার এবং অবশিষ্টাংশ  ছিল সরকারি পার্ক ও চিড়িয়াখানাগুলোতে।

বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বাঘের মৃত্যু এবারই প্রথম নয়। এর আগেও ২০০৪ সালে থাইল্যান্ডে বাঘের একটি প্রজননকেন্দ্রে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল প্রায় ২৪টিরও বেশি বাঘের। বাঘের সবচেয়ে বড় প্রজননকেন্দ্র ছিল থাইল্যান্ডের সেই কেন্দ্রটি।

error: Content is protected !!