Monthly Archives: September 2024

বিদেশি পর্যটকদের উপর কর ৩ গুণ বৃদ্ধি নিউজিল্যান্ডের

Asia Monitor18 বিদেশি পর্যটকদের জন্য নিউজিল্যান্ডে প্রবেশের উপর কর প্রায় ৩ গুণ বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আগামী ১ লা অক্টোবর থেকে ‘ইন্টারন্যাশনাল ভিজিটর কঞ্জারভেশন অ্যান্ড ট্যুরিজম’ কর ৩৫ ডলার থেকে প্রায় ১০০ নিউজিল্যান্ড ডলারে এসে দাঁড়াবে।

সরকার বলেছে, করের এই বৃদ্ধির ফল হিসেবে নিউজিল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি সহায়ক হবে এবং পাবলিক সার্ভিসে দর্শনার্থীদের অবদান নিশ্চিত হওয়া সহ আরও কিছু বিষয়ের ক্ষেত্রেও সহায়ক হবে বলে জানানো হচ্ছে। এর আগে ২০১৯ সালে বিপুল সংখ্যক পর্যটক আগমনের প্রভাব সামাল দিতে গিয়ে প্রথম এই কর ব্যবস্থা চালু করেছিল। এরপর করোনা ভাইরাসের সময় দেশটি আড়াই বছর সীমান্ত বন্ধ রেখেছিল। ২০২২ সালের আগস্টের আগে পর্যন্ত দেশটিতে বিদেশি পর্যটকদের প্রবেশ নিষেধ।

মহামারীর পরবর্তী সময় দেশটি পুনরায় চেষ্টা করছে পর্যটক ফেরানোর। কিন্তু সেই পর্যটকের সংখ্যা আগের পর্যায় ফেরানো সম্ভব হচ্ছে না। এই পরিস্তিথিতে সরকারের এই নতুন কর বৃদ্ধির এই পরিকল্পনা পর্যটকদের নিউজিল্যান্ড ভ্রমণে বাঁধা সৃষ্টি করবে বলে ধারণা করছেন পর্যটনমন্ত্রী ম্যাট ডুসি।

এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে দেশটির পর্যটন খাতের শীর্ষ সংস্থা ট্যুরিজম ইন্ডাস্ট্রি আওতারয়া বলেছেন করের এই বৃদ্ধি দেশটিকে ‘অবিশ্বাস্য ভাবে ব্যয়বহুল করে তুলবে। এছাড়াও বলা হয়েছে ভিজিটর ভিসার ফিতে সাম্প্রতিক ৬০ শতাংশ বৃদ্ধিসহ নিউজিল্যান্ড ভ্রমণের খরচ জনপ্রতি ৫০০ নিউজিল্যান্ড ডলারে নিয়ে যাবে। যা কানাডা ভ্রমণ খরচের প্রায় দ্বিগুণেরও বেশি।

নিউজিল্যান্ড সরকারের এইরূপ সিদ্ধান্তের ফলে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনও হতাশা প্রকাশ করেছে। এরই সাথে সংস্থাটি ট্যাক্স বৃদ্ধিকে এই সেক্টরের জন্য ‘দ্বৈত আঘাত’ বলে বর্ণনা করেছেন।

পশ্চিম তীরের জেনিনে প্যালেস্টাইনি বিক্ষোভকারী ও ইজরায়েলি সেনাদের সংঘর্ষ

মঙ্গলবার রাতে, পশ্চিম তীরের উত্তরের শহর জেনিনে ইজরায়েলি সেনাদের এবং প্যালেস্টাইনি বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। শহরের কেন্দ্রস্থলে এই সংঘর্ষ হয়, সেখানে বিক্ষোভকারীরা ইজরায়েলি বাহিনীর সঙ্গে রাস্তায় সংঘর্ষ হয়। সহিংসতার কারণে উত্তেজনা এবং সাম্প্রতিক উন্নয়নগুলোকে দায়ী করা হচ্ছে।

এপির (অ্যাসোসিয়েটেড প্রেস) প্রতিবেদকরা জানান, ইজরায়েলি সেনারা বুলডোজার ব্যবহার করে রাস্তাগুলো ভাঙচুর করছে এবং প্রতিবন্ধকতা তৈরি করছে, সাধারণত প্রতিবাদী আন্দোলনগুলো নিয়ন্ত্রণের জন্যই নাকি এই উদ্যোগ । রাস্তার পাথর তুলে ফেলছে যাতে শহরের অবকাঠামোতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এই কৌশলটি বিক্ষোভকারীদের চলাচল ব্যাহত করতে এবং তাদের পুনরায় সংগঠিত হতে বা গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করতে বাধা দিতেই এই ব্যবস্থা।

জেনিনে এই সংঘর্ষ পশ্চিম তীরের সাধারণ অশান্তির একটি অংশ, যেখানে প্যালেস্টাইনি বাসিন্দা এবং ইজরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে এই সংঘর্ষ ঘটে, যা চলমান দ্বন্দ্ব এবং টানাপোড়েনের মধ্যেই ঘটে।

পরিস্থিতি এখনও অনিশ্চিত, উভয় পক্ষই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি এবং হতাহতের সম্মুখীন হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, সংযমের আহ্বান জানাচ্ছে এবং উভয় পক্ষকে আলোচনা শুরু করার পরামর্শ দিচ্ছে যাতে মূল সমস্যা সমাধান করা যায়।

ইবি ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচটি আবাসিক হল থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ নানা ক্ষতিকর বস্তু উদ্ধার করেছে শিক্ষার্থীরা।শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৪টার দিকে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করেন তারা।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল গেটের সামনে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত শিক্ষার্থীদের হাত থেকে তাকে উদ্ধার করেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

গণধোলাইয়ের শিকার ওই ছাত্রলীগকর্মী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জাকি শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের অনুসারী বলে জানা গেছে। আ.লীগ সরকারের আমলে জাকিকে শাখা ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে দেখা যেত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী সরকার পতনের পরে এই প্রথম ক্যাম্পাসে প্রবেশ করেন জাকি। তার নিজের এবং একই হলের অন্য ব্লকের আরো ২ ছাত্রলীগ নেতার জিনিসপত্র নিয়ে যেতে ক্যাম্পাসে আসেন তিনি। যাবতীয় জিনিসপত্র পিকাপ ভ্যানে উঠিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা তার ওপর চড়াও হলে তিনি আতঙ্কিত হয়ে বঙ্গবন্ধু হল গেট থেকে দৌড়ে পুকুরপাড় হয়ে ক্রিকেট মাঠের দিকে যায়। এ সময় বিপরীত পাশ থেকে শিক্ষার্থীদের আরেকটি গ্রুপ তাকে ধরে ফেলেন। ঘটনা জানতে পরে দ্রুত ঘটনাস্থলে আসেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়করা। পরে তারা তাকে উদ্ধার করে নিরাপদে ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে দেন।

ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, হল থেকে শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করে। একপর্যায়ে তারা তাকে ধরে মারধর করতে উদ্যত হয়।এ সময় আমরা উত্তেজিত শিক্ষার্থীদের হাত থেকে উদ্ধার করে নিরাপদে বাসায় পৌঁছানোর ব্যবস্থা করি।

বাংলাদেশে ডিজেল পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করলো ভারত

ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্ট এর এক প্রতিবেদন অনুযায়ী,বর্তমান রাজনৈতিক সংকটের কারণে বাংলাদেশে ডিজেল পাইপলাইন আরও গভীরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছে ভারত। ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নামে এই প্রকল্পটি বাংলাদেশের পার্বতীপুরের বাইরেও প্রসারিত করার প্রস্তাব ছিল। তবে ভারত সরকার এখন এই পাইপলাইন সম্প্রসারণের বিষয়টিতে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এই পাইপলাইনটি পার্বতীপুরেই শেষ হয়েছে।

পাইপলাইন (আইবিএফপি) নামে পরিচিত এই পাইপলাইন দিয়ে ডিজেল আমদানি শুরু হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরের একটি তেল ডিপো পর্যন্ত বিস্তৃত আন্তঃসীমান্ত পাইপলাইনটি উদ্বোধন করেন।

যৌথ এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বছরে ১০ লাখ মেট্রিক টন হাই-স্পিড ডিজেল (এইচএসডি) বাংলাদেশে পরিবহন করার ক্ষমতা রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় সাতটি জেলায় পণ্যটি সরবরাহ হয়ে থাকে। পাইপলাইনটি প্রতিবেশী এই দুই দেশের মধ্যে নির্মিত প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন। ২০২০ সালে এই পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়েছিল এবং এই প্রকল্পে ব্যয় হয়েছিল ৫২০ কোটি টাকা, যার মধ্যে ভারত সরকার দিয়েছিল ৩৩৭ কোটি টাকা।

বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহের জন্য শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিলিগুড়ি মার্কেটিং রেল টার্মিনালে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

পাইপলাইনটি ভারত ও বাংলাদেশের মধ্যে নির্মিত প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন। ২০২০ সালে এ পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়েছিল এবং এ প্রকল্পে ব্যয় হয়েছিল ৫২০ কোটি টাকা, যার মধ্যে ভারত সরকার দিয়েছিল ৩৩৭ কোটি টাকা।

তবে এ পাইপলাইন চুক্তি নিয়ে ছিল নানা বিতর্ক। যে চুক্তির আওতায় এই পাইপলাইন তৈরি করা হয়েছিল এবং ডিজেল আমদানি করা হচ্ছিল তাতে কি আছে তা বিস্তারিত প্রকাশ না করায় এ চুক্তির স্বচ্ছতা নিয়ে উঠেছিল প্রশ্ন। অনেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন, বাংলাদেশ জ্বালানির ক্ষেত্রে অতিমাত্রায় ভারতনির্ভর হয়ে পড়ছে কিনা।

চলতি বছরে ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু

ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সঙ্গে একটি প্রতিনিধিদলে থাকবেন আরও কয়েকজন কর্মকর্তা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে এ মাসের মাঝামাঝি ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কূট‌নৈ‌তিক সূ‌ত্রে এসব তথ্য জানা গে‌ছে।

এ ছাড়াও সূত্রটি আরও জানায়, প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিন্ডসে ফোর্ড। প্রতি‌নি‌ধিদ‌লে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এর আগে, গত ১৪ মে মাসে এক‌টি প্রতি‌নি‌ধিদলের স‌ঙ্গে ঢাকা সফর ক‌রে‌ছি‌লেন ডোনাল্ড লু।

দুটি তেলবাহী ট্যাংকারে হামলা হুতিদেরঃ লোহিত সাগরে

Asia Monitor18 লোহিতসাগরে সৌদি আরবের পতাকাবাহী আমজাদ ও পানামার পতাকাবাহী ব্লু লেগুন ওয়ান নামের দুটি অপরিশোধিত জ্বালানী তেলবাহী ট্যাঙ্কে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রর সাহায্যে ট্যাংকারটিতে আঘাত করা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ট্যাংকার দুটিতে দুটি বালিস্তিক ক্ষেপণাস্ত্র ও একটি আত্মঘাতী দ্রোণ দিয়ে হামলা করে হুতিরা। তাদের এই হামলার ফলে দুটি জাহাজই আঘাতগ্রস্ত হয়। এই হামলাকে মার্কিন বাহিনী ‘বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, দুটি জাহাজই অপরিশোধিত তেল দিয়ে ভরা। এর মধ্যে আমজাদে আছে প্রায় ২০ লাখ ব্যারেল তেল। সৌদির মালিকানাধীন ট্যাংকারটিকে সরাসরি হামলার জন্য নিশানা করা হয়নি। গত বছর ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ইসরায়েল গাজায় হামলা শুরু করে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখল করা ইসরায়েলের হামলার প্রতিবাদে এডেন ও লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালাচ্ছে হুথিরা।

বিশ্বে সমুদ্রপথে যত বাণিজ্য হয় তার মধ্যে ১২ শতাংশ লোহিত সাগর দিয়ে করা হয়। তবে হুথিদের এই হামলার ফলে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। হামলার সময় জাহাজ দুটি কাছাকাছি ছিল। হামলায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতের সম্পর্কে কিছু জানা যাইনি। হামলার পরেও জাহাজ দুটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।

আজই শেষদিন লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার

Asia Monitor18 কোটা সংস্কার আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৫ আগস্ট সরকার পতনের আগে ও পরে বিভিন্ন থানা, ফাঁড়িসহ পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটানো হয়। সেইসময়  অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট করা হয়।  তাই পুলিশ সদর দপ্তর নির্দেশ দিয়েছে  পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ আজ মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার জন্য। এবং বলা হয়েছে মঙ্গলবারের মধ্যে নিকটস্থ থানায় এগুলি জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন এই অবৈধ অস্ত্র উদ্ধারে সারাদেশে আগামীকাল বুধবার থেকে যৌথ অভিযান শুরু করবে। এই যৌথ অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যা বসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবেন। অবৈধ  অস্ত্রধারীদের গ্রেপ্তারে দেশব্যাপী অভিযান চালানো হবে।

পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো ছোট এক বার্তায় জানিয়েছে, গতকাল পর্যন্ত লুঠ করা বিভিন্ন ধরনের অস্ত্রের মধ্যে উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৮৮০টি। গুলি জব্দ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৩৫৩ রাউন্ড, টিয়ার গ্যাসের শেল ২২ হাজার ২০১টি ও সাউন্ড গ্রেনেড ২ হাজার ১৩৯টি।

দেশে বর্তমানে লোকজনের কাছে বৈধ অস্ত্র রয়েছে প্রায় ৫০ হাজার। এর মধ্যে ১০ হাজারের বেশি অস্ত্র রয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মীরদের হাতে। যাদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের অনেকেই ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অস্ত্রের লাইসেন্স পেয়েছেন।

এ ছাড়াও বলা হয়েছে ছাত্র আন্দোলন থামাতে যারা নির্বিচারে গুলি করে গা-ঢাকা দিয়েছেন। তাদের আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য নির্বিচারে গুলি করায় সঙ্গে  জড়িত এবং পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাত্র ৩৯ বছর বয়সে প্রয়াত আইভরিকোস্টের সাবেক ফুটবলার বামবা

Asia Monitor18 মৃত্যু এমনই একটা জিনিস যা কখনও কাউকে বলে আসবে না। এমনই একটা ঘটনা ঘটল আইভরিকোস্টের সাবেক ডিফেন্ডারের সঙ্গে। মাত্র ৩৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সুলেমেন বামবা। যে বয়সে মাঠে থাকার কথা সে বয়সে তাকে পৃথিবী ছেড়ে চলে জেতে হল না ফেরার জগতে। তার মতো বয়সে অনেকে এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।

খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনে কোচিং ক্যারিয়ারে যোগ দেন বামবা। আগের বছর জানুয়ারিতে বুট জোড়া তুলে রাখেন তিনি। কার্ডিফের সহকারী কোচ হিসেবে কিছুদিন কাজ করার পর ‍তুর্কি ক্লাব আদানাস্পোরের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগদান করেন।

আদানাস্পোর এক বিজ্ঞপ্তির মাধ্যমে বামবার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন ‘গতকাল মানিসা ফুটবল ক্লাবের বিপক্ষে ম্যাচ শুরুর আগে আমাদের টেকনিক্যাল ডিরেক্টর সুলেমেন বামবা অসুস্থ হলে তাকে মানিসা সেলাল বায়ার ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে তিনি তার জীবন হারিয়েছেন।‘

২০২১ সালে বামবার নন-হজকিন’স(ক্যান্সারের এক ধরন) লিম্পোমা ধরা পড়ে। পরে অবশ্য একটা কোর্স কেমোথেরাপি দেওয়ার পর তাকে ক্যান্সার মুক্ত বলা হয়। তখন ডাক্তার তাকে পুরোপুরি সুস্থ বলে নিশ্চিত করে। ইংল্যান্ডের ক্লাব কার্ডিফ সিটি, লিডস ইউনাইটেড ও লেস্টার সিটির হয়ে খেলেছেন বামবা। এছাড়াও ইতালি, স্কটল্যান্ডসহ আরো বেশকিছু ক্লাবের হয়ে খেলেছেন তিনি।

মানিসা ফুটবল ক্লাবের বিপক্ষে গতকাল তার দলে ম্যাচ শুরুর আগে অসুস্থতাবোধ করলে তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। তারপরে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।  

১১ বছর বয়সে প্যারিস-সেন্ট জার্মেইয়ের হয়ে ফুটবল শুরু করে বামবা। আইভরিকোস্টের ৪৬ টি ম্যাচ খেলেছেন বামবা।

ইসরায়েলই হামলার মধ্যেই গাজায় পোলিওর টিকাদান

Asia Monitor18 প্রায় ১১ মাস ধরে চলে আসা ইসরায়েলই বোমা হামলার ফলে বিধ্বস্ত গাজা উপত্যকায় রবিবার থেকে পোলিও টিকা দানের কর্মসূচী চালু করা হবে। ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগ ও জাতিসংঘের সংস্থাগুলো পোলিওর আক্রমণ থেকে বাঁচার জন্য এই কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রায় ৬ লাখ ৪০ হাজার মধ্য গাজার  শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত। এরপর উপত্যকার আরও বিধ্বস্ত উত্তর ও দক্ষিণাঞ্চলে টিকা দেওয়া হবে।

তবে এই পোলিও টিকাদানের আগে গাজায় নতুন করে ইসরায়েলই হামলায় কমপক্ষে ৪৮ জনের মৃত্যু ঘটেছে। যুদ্ধ বন্ধের কোন চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল ও হামাস ব্যর্থ হয়ে বলেছেন, তারা এই কর্মসূচি সফল করতে সাহায্য করবে। এই টিকাদান সম্পন্ন ইসরায়েল ও হামাস বাহিনীর লড়াইয়ে দৈনিক আট ঘণ্টা বিরতির উপর নির্ভর করে।

একটি ১০ মাস বয়সী ছেলে পোলিও আক্রান্ত। বর্তমানে ছেলেটির  একটি পা পক্ষাঘাতগ্রস্ত। প্রায় ২৫ বছর পর গাজা প্রথমবারের মতো পোলিওর খবর দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই শিশুটিকে চিহ্নিত করার অর্থ হল আরও শত শ্ত শিশু এই রোগে আক্রান্ত থাকতে পারে জাদের এখন এই রোগের উপসর্গ দেখা দেইনি। অধিকাংশ পোলিও আক্রান্ত মানুষের শরীরে কোন উপসর্গ দেখা যায় না। আর যাদের উপসর্গ  বর্তমান তারা সপ্তাহ দুয়েকের মধ্যে সেরে উঠেন। তবে এই রোগের কোন চিকিৎসা হয়না। কেউ যদি এই রোগের কারণে পক্ষাঘাতগ্রস্ত হয় তবে তা স্থায়ী হয়। পক্ষাঘাত যদি শ্বাসযন্ত্রের পেশিতে হয় তবে মৃত্যু হতে পারে।

চলমান এই যুদ্ধের ফলে সড়ক, হাসপাতাল বন্ধ হয়ে গেছে। গাজার ২৩ লাখ মানুষের মধ্যে ৯০ শতাংশই অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হয়েছে। অনেক মানুষ আশ্রয় শিবিরের নোংরা তাঁবুতে বাস করেছে। চারিদিকে জঞ্জাল। এই বড় আকারের দুর্ভিক্ষের কারণে মানুষ আরও বেশি পরিমাণে রোগাক্রান্ত হচ্ছে।

কিমকে ঘোড়া পাঠালেন পুতিন

Asia Monitor18 রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ২৪ টি ঘোড়া পাঠিয়েছেন। এই ঘোড়াগুলিকে শহর খাসান দিয়ে দুটি রেলগাড়িতে করে উত্তর কোরিয়ার পথে পাঠানো হয়েছে। কিম জং উন ঘোড়া চালাতে পছন্দ করেন। এই ঘোড়াগুলির মধ্যে ১৯ টি স্ত্যালিয়ন জাতের এবং পাঁচটি অরলভ ট্রটার জাতের। এগুলো কিমের প্রিয় ঘোড়া।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো বলেছে, পুতিনের দেওয়া ঘোড়াগুলো আসলে উপহার নয়। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর রাশিয়াকে কামানের গোলা দিয়ে উত্তর কোরিয়া সাহায্য করেছিল। তাই বিনিময় পুতিন কিমকে ঘোড়া দিয়েছে।

গতবছরে আগস্টে কিম পুতিনকে দুটি উন্নত জাতের পুংসান কুকুর উপহার উপহার দিয়েছিলেন। বিনিময় পুতিন কিমকে ৪৪৭ টি ছাগল উপহার দিয়েছিলেন। ২০২২ সালে অরলভ ট্রটার জাতের ৩০ টি ঘোড়া পিয়ং ইয়ংয়ে পাঠানো হয়েছিল। অরলভ ট্রটার রাশিয়ার সর্বাধিক উদযাপিত জাতের ঘোড়া। এরা গতি, শক্তি, ও ধৈর্যের জন্য পরিচিত। ১৯ শতকের অভিজাতরা এসব ঘোড়া বেশি ব্যবহার করতেন।

২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে রাশিয়া থেকে ঘোড়া আমদানি করতে দেশটির কমপক্ষে ৬ লাখ ডলার ব্যয় করেছে। কিমকে তার দেশের মিরিম হর্স রাইডিং ক্লাবের জাদুঘরে ৩৮৬ বার অশ্বারোহণ করতে দেখা গেছে।  

কিম বলেছেন, যুদ্ধে এখন আর ঘোড়ার দরকার পড়ে না কিন্তু সামরিক বাহিনীর শক্তিমত্তা প্রকাশ করতে ঘোড়া খুবই গুরুত্বপূর্ণ প্রতীক।

error: Content is protected !!