Asia Monitor18 বিদেশি পর্যটকদের জন্য নিউজিল্যান্ডে প্রবেশের উপর কর প্রায় ৩ গুণ বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আগামী ১ লা অক্টোবর থেকে ‘ইন্টারন্যাশনাল ভিজিটর কঞ্জারভেশন অ্যান্ড ট্যুরিজম’ কর ৩৫ ডলার থেকে প্রায় ১০০ নিউজিল্যান্ড ডলারে এসে দাঁড়াবে।
সরকার বলেছে, করের এই বৃদ্ধির ফল হিসেবে নিউজিল্যান্ডের অর্থনৈতিক প্রবৃদ্ধি সহায়ক হবে এবং পাবলিক সার্ভিসে দর্শনার্থীদের অবদান নিশ্চিত হওয়া সহ আরও কিছু বিষয়ের ক্ষেত্রেও সহায়ক হবে বলে জানানো হচ্ছে। এর আগে ২০১৯ সালে বিপুল সংখ্যক পর্যটক আগমনের প্রভাব সামাল দিতে গিয়ে প্রথম এই কর ব্যবস্থা চালু করেছিল। এরপর করোনা ভাইরাসের সময় দেশটি আড়াই বছর সীমান্ত বন্ধ রেখেছিল। ২০২২ সালের আগস্টের আগে পর্যন্ত দেশটিতে বিদেশি পর্যটকদের প্রবেশ নিষেধ।
মহামারীর পরবর্তী সময় দেশটি পুনরায় চেষ্টা করছে পর্যটক ফেরানোর। কিন্তু সেই পর্যটকের সংখ্যা আগের পর্যায় ফেরানো সম্ভব হচ্ছে না। এই পরিস্তিথিতে সরকারের এই নতুন কর বৃদ্ধির এই পরিকল্পনা পর্যটকদের নিউজিল্যান্ড ভ্রমণে বাঁধা সৃষ্টি করবে বলে ধারণা করছেন পর্যটনমন্ত্রী ম্যাট ডুসি।
এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে দেশটির পর্যটন খাতের শীর্ষ সংস্থা ট্যুরিজম ইন্ডাস্ট্রি আওতারয়া বলেছেন করের এই বৃদ্ধি দেশটিকে ‘অবিশ্বাস্য ভাবে ব্যয়বহুল করে তুলবে। এছাড়াও বলা হয়েছে ভিজিটর ভিসার ফিতে সাম্প্রতিক ৬০ শতাংশ বৃদ্ধিসহ নিউজিল্যান্ড ভ্রমণের খরচ জনপ্রতি ৫০০ নিউজিল্যান্ড ডলারে নিয়ে যাবে। যা কানাডা ভ্রমণ খরচের প্রায় দ্বিগুণেরও বেশি।
নিউজিল্যান্ড সরকারের এইরূপ সিদ্ধান্তের ফলে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনও হতাশা প্রকাশ করেছে। এরই সাথে সংস্থাটি ট্যাক্স বৃদ্ধিকে এই সেক্টরের জন্য ‘দ্বৈত আঘাত’ বলে বর্ণনা করেছেন।