Daily Archives: September 29, 2024

নেপালে ভারী বৃষ্টি সহ ভূমিধ্বসে মৃত ১২৯ এবং নিখোঁজ ৬২

Asia Monitor18 নেপালে ভারী বৃষ্টি ও ভূমিধ্বসের ফলে প্রায় ৬২ জন নিখোঁজ এবং ১২৯ জনের প্রাণহানি ঘটেছে। এই তথ্যই জানিয়েছেন কর্মকর্তারা। কাঠমান্ডুর এই আবহাওয়ার কর্মকর্তারা এই বৃষ্টির জন্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপকে দায়ী করেছেন বলে জানানো হয়েছে। দক্ষিণ এশিয়া অঞ্চলের বেশিরভাগ এলাকায় কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণ হিসেবে এই নিম্নচাপকেই দায়ী করা হয়েছে।

এই দুর্যোগ সাধারণ মানুষের স্থির জীবনকে অস্থির করে তুলেছে। নেপালের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী ভট্টরাই রয়টার্সকে বলেছেন, ‘দুর্যোগপূর্ণ এলাকাগুলোর সংশ্লিষ্ট  বিভাগকে স্কুলগুলোকে তিন দিন বন্ধ রাখার কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তাদের অভিভাবক সহ শিক্ষার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছেন। ভবনগুলিকে মেরামত করতে হবে। এই অঞ্চলেই নেপালের রাজধানী কাঠমান্ডু অবস্থিত।

বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর কিছু অংশে সরবচ্চ ৩২২ দশমিক ২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এর ফলে অঞ্চলের প্রধান নদী বাগমতির জল বিপৎসীমার ২.২ মিটার  উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেপালের দক্ষিণপশ্চিমাঞ্চলের শীর্ষ কর্মকর্তা রাম চন্দ্র তিওয়ারি বলেছেন ওই অঞ্চলের কোশী নদীর জল কমতে শুরু করেছে।কিছু কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। প্রতি বছর নেপালে হড়কা বান ও ভূমিধ্বসে শত শত মানুষের মৃত্যু হয়।

নেতানিয়াহুর দেখানো দুটি মানচিত্রে কোথাও দেখা মিলল না ফিলিস্তিনের

Asia Monitor18 জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় দুটি মানচিত্র দেখিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি মানচিত্রে সবুজ রঙ দিয়ে কিছু দেশকে ‘আশীর্বাদ’ এবং আরেকটি মানচিত্রে কিছু দেশকে ‘কালো রঙ’ দিয়ে ‘অভিশাপ’ বলে চিহ্নিত করা হয়েছে।  ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনকে নেতানিয়াহুর ডান হাতে থাকা মধ্যপ্রাচ্যের মানচিত্রে কালো রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবং এই দেশগুলোকে অভিশপ্ত বলে আখ্যা দেওয়া হয়েছে।

অন্যদিকে মিসর, সুদান, সৌদি আরব ও ভারতকে  বাঁ হাতে থাকা মধ্যপ্রাচ্যের মানচিত্রে সবুজ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই সমস্ত দেশকে আশীর্বাদ বলে আখ্যা দেওয়া হয়েছে। এই দুই মানচিত্রের মধ্যে সবচেয়ে স্পষ্ট ছিল ফিলিস্তিনের অনুপস্থিতি। দুটির মধ্যে একটিতেও ফিলিস্তিনের অস্তিত্বের কোনো উল্লেখ ছিল না।

নেতানিয়াহু বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য ইরান ও এর মিত্ররা দায়ী। ইরানকে হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু এও বলেন, আপনারা যদি আমাদের আক্রমণ করেন, তাহলে আমরাও আপনাদের আক্রমণ করব।

নেতানিয়াহু ভাষণ দেওয়ার সময় কয়েক শ কূটনীতিক প্রতিবাদ জানিয়ে বাইরে চলে যান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে লেবানন ও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ইরানের আগ্রাসনের জবাব।

error: Content is protected !!