Daily Archives: September 25, 2024

শপথ নিলেন শ্রীলঙ্কার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট দিশানায়েক

সোমবার সকালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সদ্য নির্বাচন জয়ী আনুরা কুমার দিশানায় । শ্রীলঙ্কার ইতিহাসে এই প্রথম কোনও বামপন্থী রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী অনুরা কুমারা দিশানায়েকে। দিশানায়েকে ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। মাত্র ১৭ শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয় গতকাল। আজ প্রথম দফা ভোট গণনা শেষে দেখা যায়, একজন প্রার্থীও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। এরপর দ্বিতীয় দফায় ভোট গণনা করে রাতে নির্বাচন কমিশন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা অনুরা কুমারা দিশানায়েকেকে বিজয়ী ঘোষণা করে।

রবিবার বড়সড় পালাবদল ঘটিয়ে প্রতিবেশী দেশের প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সোমবার শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মার্কসবাদী নেতা অনুরা কুমারা দিশানায়েক। এদিন নতুন প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্য। শুরুতেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের ভূয়সী প্রশংসা করেন তিনি। একইসঙ্গে দেশে ‘নবজাগরণের সূচনা’র বার্তাও দেন দিশানায়েক। শপথ নেওয়ার পর বামপন্থী নেতার বার্তা, ‘দেশের গণতন্ত্র রক্ষার আপ্রাণ চেষ্টা করব। রাজনৈতিক নেতাদের সম্বন্ধে মানুষের মনে অনেক ভুল ধারণা রয়েছে। সেই হারানো সম্মান ফেরানোর লক্ষ্যে কাজ করে যাব।’ এখানেই না থেমে তিনি বলেন, ‘আমি কোনও জাদুকর নই। এদেশের একজন আম নাগরিক। আমারও ভুলভ্রান্তি হয়। এই মুহূর্তে মানুষের প্রতিভাকে কাজে লাগিয়ে দেশের উন্নতির জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আমার প্রথম কাজ।’
এদিন শুভেচ্ছাবার্তা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান বামপন্থী নেতা। তাঁর কথায়, ‘আমাকে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য আপনার সংকল্পকে আমি সম্মান করি। একসঙ্গে গোটা অঞ্চলের মানুষের উন্নতির লক্ষ্যে কাজ করব আমরা।’ এদিকে দিশানায়েকের জয়কে ‘ঐতিহাসিক মুহূর্ত’ আখ্যা দিয়েছে সিপিএম। এদিকে, মোদির পাশাপাশি দিশানয়েককে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকাজুন খাড়্গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

আনোয়ারায় হাতির তাণ্ডব নিহত ২

চট্টগ্রামের আনোয়ারায় তিনটি বন্য হাতি লোকালয়ে এসে ঘর-বাড়িতে তাণ্ডব চালিয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় হাতির আক্রমণে একই রাতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক ৪ নম্বর ওয়ার্ডের মৃত মুজিবুল হকের ছেলে মো. কাশেম (প্রকাশ দুলাল) (৬০) ও পূর্ব বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের মো. আক্তারের স্ত্রী রেহেনা আক্তার (৩৮)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্প ও পূর্ব বৈরাগ খোশাল তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিকে বারবার বন্য হাতির আক্রমণে আনোয়ারা- কর্ণফুলীর দুই উপজেলার গ্রামের মানুষ চরম আতঙ্কে রয়েছেন। বাঁশি, ঢাকঢোল পিটিয়ে,পটকা ফুটিয়ে ও মশাল জ্বালিয়ে ঠেকানো যাচ্ছে না বন্যহাতির তাণ্ডব।

উল্লেখ্য, চট্টগ্রামের আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলায় প্রতিনিয়তই হাতির উপদ্রব দেখা যায়। বিশেষ করে রাতে এবং ভোরে হাতিরপাল লোকালয়ে চলে এসে খাবারের জন্য বিভিন্ন গ্রামে হানা দেয়। এ যাবত বন্যহাতির আক্রমণ প্রায় ১৫ জন লোক মারা গিয়েছে এবং আহত হয়েছে প্রায় শতাধিক।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন ড. ইউনূস

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান।

নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) জাতিসংঘ সদর দপ্তরে ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

এর আগে বাংলাদেশ সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন নিরাপত্তা, গণমাধ্যমকর্মীসহ মোট ৫৭ জন।

সফরকালে ইউরোপীয় কমিশন প্রধান, নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ড. ইউনূস বেশ কয়েকজন সরকার প্রধান ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

error: Content is protected !!