সোমবার সকালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সদ্য নির্বাচন জয়ী আনুরা কুমার দিশানায় । শ্রীলঙ্কার ইতিহাসে এই প্রথম কোনও বামপন্থী রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী অনুরা কুমারা দিশানায়েকে। দিশানায়েকে ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। মাত্র ১৭ শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয় গতকাল। আজ প্রথম দফা ভোট গণনা শেষে দেখা যায়, একজন প্রার্থীও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। এরপর দ্বিতীয় দফায় ভোট গণনা করে রাতে নির্বাচন কমিশন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা অনুরা কুমারা দিশানায়েকেকে বিজয়ী ঘোষণা করে।
রবিবার বড়সড় পালাবদল ঘটিয়ে প্রতিবেশী দেশের প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সোমবার শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মার্কসবাদী নেতা অনুরা কুমারা দিশানায়েক। এদিন নতুন প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্য। শুরুতেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের ভূয়সী প্রশংসা করেন তিনি। একইসঙ্গে দেশে ‘নবজাগরণের সূচনা’র বার্তাও দেন দিশানায়েক। শপথ নেওয়ার পর বামপন্থী নেতার বার্তা, ‘দেশের গণতন্ত্র রক্ষার আপ্রাণ চেষ্টা করব। রাজনৈতিক নেতাদের সম্বন্ধে মানুষের মনে অনেক ভুল ধারণা রয়েছে। সেই হারানো সম্মান ফেরানোর লক্ষ্যে কাজ করে যাব।’ এখানেই না থেমে তিনি বলেন, ‘আমি কোনও জাদুকর নই। এদেশের একজন আম নাগরিক। আমারও ভুলভ্রান্তি হয়। এই মুহূর্তে মানুষের প্রতিভাকে কাজে লাগিয়ে দেশের উন্নতির জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আমার প্রথম কাজ।’
এদিন শুভেচ্ছাবার্তা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান বামপন্থী নেতা। তাঁর কথায়, ‘আমাকে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য আপনার সংকল্পকে আমি সম্মান করি। একসঙ্গে গোটা অঞ্চলের মানুষের উন্নতির লক্ষ্যে কাজ করব আমরা।’ এদিকে দিশানায়েকের জয়কে ‘ঐতিহাসিক মুহূর্ত’ আখ্যা দিয়েছে সিপিএম। এদিকে, মোদির পাশাপাশি দিশানয়েককে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকাজুন খাড়্গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।