Daily Archives: September 2, 2024

মাত্র ৩৯ বছর বয়সে প্রয়াত আইভরিকোস্টের সাবেক ফুটবলার বামবা

Asia Monitor18 মৃত্যু এমনই একটা জিনিস যা কখনও কাউকে বলে আসবে না। এমনই একটা ঘটনা ঘটল আইভরিকোস্টের সাবেক ডিফেন্ডারের সঙ্গে। মাত্র ৩৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সুলেমেন বামবা। যে বয়সে মাঠে থাকার কথা সে বয়সে তাকে পৃথিবী ছেড়ে চলে জেতে হল না ফেরার জগতে। তার মতো বয়সে অনেকে এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।

খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনে কোচিং ক্যারিয়ারে যোগ দেন বামবা। আগের বছর জানুয়ারিতে বুট জোড়া তুলে রাখেন তিনি। কার্ডিফের সহকারী কোচ হিসেবে কিছুদিন কাজ করার পর ‍তুর্কি ক্লাব আদানাস্পোরের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগদান করেন।

আদানাস্পোর এক বিজ্ঞপ্তির মাধ্যমে বামবার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন ‘গতকাল মানিসা ফুটবল ক্লাবের বিপক্ষে ম্যাচ শুরুর আগে আমাদের টেকনিক্যাল ডিরেক্টর সুলেমেন বামবা অসুস্থ হলে তাকে মানিসা সেলাল বায়ার ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে তিনি তার জীবন হারিয়েছেন।‘

২০২১ সালে বামবার নন-হজকিন’স(ক্যান্সারের এক ধরন) লিম্পোমা ধরা পড়ে। পরে অবশ্য একটা কোর্স কেমোথেরাপি দেওয়ার পর তাকে ক্যান্সার মুক্ত বলা হয়। তখন ডাক্তার তাকে পুরোপুরি সুস্থ বলে নিশ্চিত করে। ইংল্যান্ডের ক্লাব কার্ডিফ সিটি, লিডস ইউনাইটেড ও লেস্টার সিটির হয়ে খেলেছেন বামবা। এছাড়াও ইতালি, স্কটল্যান্ডসহ আরো বেশকিছু ক্লাবের হয়ে খেলেছেন তিনি।

মানিসা ফুটবল ক্লাবের বিপক্ষে গতকাল তার দলে ম্যাচ শুরুর আগে অসুস্থতাবোধ করলে তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। তারপরে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।  

১১ বছর বয়সে প্যারিস-সেন্ট জার্মেইয়ের হয়ে ফুটবল শুরু করে বামবা। আইভরিকোস্টের ৪৬ টি ম্যাচ খেলেছেন বামবা।

ইসরায়েলই হামলার মধ্যেই গাজায় পোলিওর টিকাদান

Asia Monitor18 প্রায় ১১ মাস ধরে চলে আসা ইসরায়েলই বোমা হামলার ফলে বিধ্বস্ত গাজা উপত্যকায় রবিবার থেকে পোলিও টিকা দানের কর্মসূচী চালু করা হবে। ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগ ও জাতিসংঘের সংস্থাগুলো পোলিওর আক্রমণ থেকে বাঁচার জন্য এই কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রায় ৬ লাখ ৪০ হাজার মধ্য গাজার  শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত। এরপর উপত্যকার আরও বিধ্বস্ত উত্তর ও দক্ষিণাঞ্চলে টিকা দেওয়া হবে।

তবে এই পোলিও টিকাদানের আগে গাজায় নতুন করে ইসরায়েলই হামলায় কমপক্ষে ৪৮ জনের মৃত্যু ঘটেছে। যুদ্ধ বন্ধের কোন চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল ও হামাস ব্যর্থ হয়ে বলেছেন, তারা এই কর্মসূচি সফল করতে সাহায্য করবে। এই টিকাদান সম্পন্ন ইসরায়েল ও হামাস বাহিনীর লড়াইয়ে দৈনিক আট ঘণ্টা বিরতির উপর নির্ভর করে।

একটি ১০ মাস বয়সী ছেলে পোলিও আক্রান্ত। বর্তমানে ছেলেটির  একটি পা পক্ষাঘাতগ্রস্ত। প্রায় ২৫ বছর পর গাজা প্রথমবারের মতো পোলিওর খবর দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই শিশুটিকে চিহ্নিত করার অর্থ হল আরও শত শ্ত শিশু এই রোগে আক্রান্ত থাকতে পারে জাদের এখন এই রোগের উপসর্গ দেখা দেইনি। অধিকাংশ পোলিও আক্রান্ত মানুষের শরীরে কোন উপসর্গ দেখা যায় না। আর যাদের উপসর্গ  বর্তমান তারা সপ্তাহ দুয়েকের মধ্যে সেরে উঠেন। তবে এই রোগের কোন চিকিৎসা হয়না। কেউ যদি এই রোগের কারণে পক্ষাঘাতগ্রস্ত হয় তবে তা স্থায়ী হয়। পক্ষাঘাত যদি শ্বাসযন্ত্রের পেশিতে হয় তবে মৃত্যু হতে পারে।

চলমান এই যুদ্ধের ফলে সড়ক, হাসপাতাল বন্ধ হয়ে গেছে। গাজার ২৩ লাখ মানুষের মধ্যে ৯০ শতাংশই অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির শিকার হয়েছে। অনেক মানুষ আশ্রয় শিবিরের নোংরা তাঁবুতে বাস করেছে। চারিদিকে জঞ্জাল। এই বড় আকারের দুর্ভিক্ষের কারণে মানুষ আরও বেশি পরিমাণে রোগাক্রান্ত হচ্ছে।

কিমকে ঘোড়া পাঠালেন পুতিন

Asia Monitor18 রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ২৪ টি ঘোড়া পাঠিয়েছেন। এই ঘোড়াগুলিকে শহর খাসান দিয়ে দুটি রেলগাড়িতে করে উত্তর কোরিয়ার পথে পাঠানো হয়েছে। কিম জং উন ঘোড়া চালাতে পছন্দ করেন। এই ঘোড়াগুলির মধ্যে ১৯ টি স্ত্যালিয়ন জাতের এবং পাঁচটি অরলভ ট্রটার জাতের। এগুলো কিমের প্রিয় ঘোড়া।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো বলেছে, পুতিনের দেওয়া ঘোড়াগুলো আসলে উপহার নয়। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর রাশিয়াকে কামানের গোলা দিয়ে উত্তর কোরিয়া সাহায্য করেছিল। তাই বিনিময় পুতিন কিমকে ঘোড়া দিয়েছে।

গতবছরে আগস্টে কিম পুতিনকে দুটি উন্নত জাতের পুংসান কুকুর উপহার উপহার দিয়েছিলেন। বিনিময় পুতিন কিমকে ৪৪৭ টি ছাগল উপহার দিয়েছিলেন। ২০২২ সালে অরলভ ট্রটার জাতের ৩০ টি ঘোড়া পিয়ং ইয়ংয়ে পাঠানো হয়েছিল। অরলভ ট্রটার রাশিয়ার সর্বাধিক উদযাপিত জাতের ঘোড়া। এরা গতি, শক্তি, ও ধৈর্যের জন্য পরিচিত। ১৯ শতকের অভিজাতরা এসব ঘোড়া বেশি ব্যবহার করতেন।

২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে রাশিয়া থেকে ঘোড়া আমদানি করতে দেশটির কমপক্ষে ৬ লাখ ডলার ব্যয় করেছে। কিমকে তার দেশের মিরিম হর্স রাইডিং ক্লাবের জাদুঘরে ৩৮৬ বার অশ্বারোহণ করতে দেখা গেছে।  

কিম বলেছেন, যুদ্ধে এখন আর ঘোড়ার দরকার পড়ে না কিন্তু সামরিক বাহিনীর শক্তিমত্তা প্রকাশ করতে ঘোড়া খুবই গুরুত্বপূর্ণ প্রতীক।

নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া গেছে রাশিয়ার ‘গুপ্তচর তিমি’

নরওয়ের উপকূলে একটি বেলুগা প্রজাতির তিমি মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। রাশিয়া এ তিমিটিকে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ দিয়েছিল বলে ধারণা করা হয়।

ভলদিমির নামের ওই প্রাণীটির মরদেহ শনিবার নরওয়ের দক্ষিণ-পশ্চিমের শহর রিসাভিকার কাছে দুই জেলে ভাসতে দেখে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর সেটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য নেয়া হয়েছে।

ভলদিমিরকে প্রথম দেখা যায় গত পাঁচ বছর আগে। তার গলায় একটি যন্ত্র লাগানো ছিলো। এতেই ধারণা ছড়িয়ে পড়ে, ভলদিমির রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির কাজ করছিলো।এতেই গুজব ছড়িয়েছিল যে এই স্তন্যপায়ী প্রাণিটি একটি গুপ্তচর তিমি হতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন অতীতেও এমন ঘটনা ঘটেছে।যদিও মস্কো কখনো এ ধরনের অভিযোগের কোন জবাব দেয় নি।মেরিন মাইন্ড নামের একটি সংগঠন সপ্তাহের শেষে ভলদিমিরের নিথর দেহটি আবিষ্কার করে।এ সংগঠনটি বছরের পর বছর ধরে তিমিটির গতিবিধি অনুসরণ করছিল।

মেরিন মাইন্ড নামের একটি সংগঠন সপ্তাহের শেষে ভলদিমিরের নিথর দেহটি আবিষ্কার করে। এ সংগঠনটি বছরের পর বছর ধরে তিমিটির গতিবিধি অনুসরণ করছিল।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান স্ট্রান্ড বার্তা সংস্থা এএফপিকে তিমিটির মৃত্যুর কারণ অজানা বলে জানিয়েছেন। এমনকি ভলদিমিরের দেহে কোন আঘাতের চিহ্ন ছিল না।

তিনি আরো বলেছেন, “ আমরা তার দেহাবশেষ উদ্ধার করতে পেরেছি। তার মৃত্যুর কারণ জানতে ভেটেরিনারি ইন্সটিটিউট যাতে পরীক্ষা – নিরীক্ষা করতে পারে সে কারণে তিমিটিকে শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে রাখা হয়েছে”।

ভলদিমিরের আনুমানিক বয়স ১৫ বছর হতে পারে। যদিও একটি বেলুগা তিমির জন্য এটা তেমন কোন বয়স নয়। কারণ এ ধরনের তিমি ৬০ বছর পর্যন্ত বাঁচে।

সুন্দরবনের ভারতীয় অংশে ১১ বাংলাদেশি গ্রেপ্তার

সুন্দরবনের ভারতীয় অংশ থেকে ১১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির কোস্টাল পুলিশ। তিন শিশু ও চার নারীসহ গ্রেফতার ১১ জনের মধ্যে আওয়ামী লীগের কর্মী রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল শনিবার কলকাতার আলীপুর আদালতে তোলা হয়। তাঁদের মধ্যে চারজন পুরুষকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। চারজন নারীকে কারা হেফাজতে পাঠানো হয়েছে। আর তিন শিশুকে শিশু কল্যাণ কমিটির হেফাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বাংলাদেশের চিকিৎসকের ওপর হামলা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়।

সোমবার বেলা ১১টার দিকে ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃত সঞ্জয় রাতে ঢাকা থেকে রওনা দিয়ে গাইবান্ধায় আসেন। সকালে ডিএমপি ও গাইবান্ধা জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শাহবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে ঢামেকের চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা দারে করেন হাসপাতালটির অফিস সহায়ক আমির হোসেন।

দায়ের করা মামলায় সঞ্জয় পাল জয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত পৌনে ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা।

আদালত নির্দেশ দিলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে শেখ হাসিনাকে ভারতে থেকে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

ভারতের সঙ্গে সর্বশেষ এমওইউ বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কি না জানতে চাইলে তিনি বলেন, এমওইউ চূড়ান্ত চুক্তি না। কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না সেটি তো আমারা দেখতেই পারি। সে অনুযায়ী স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা করব।

শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর এখন তিনি ঠিক কী হিসেবে বা কোন স্ট্যাটাসে ভারতে আছেন- এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে ভারতকে জিজ্ঞাসা করুন। তারা বলতে পারবে কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন।’

ভারতে শেখ হাসিনার অবস্থানের স্ট্যাটাসটা কী, তিনি কী হিসেবে থাকছেন? জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এটা বরং ভারতীয়দের জিজ্ঞেস করুন। লাল পাসপোর্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কি স্ট্যাটাসে তিনি সেখানে আছেন।’

বাংলাদেশে ভারতের যেসব প্রকল্প রয়েছে, সেগুলো এখন পড়ে আছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেকোনো বিপ্লবী কর্মকাণ্ডের পর কিন্তু একটু কেওয়াস থাকতেই পারে। আমাদের এখানে তো আইনশৃঙ্খলা নিয়ে একটু সমস্যা ছিল, সেটা অস্বীকার করে লাভ নেই। তা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। সবকিছু নরমাল হলে তারা নিরাপত্তাবোধ করবে এবং তারাও আসবে। কারণ চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে।

ভারতবিরোধী এক ধরনের মনোভাব তৈরি হয়েছে, যারা এখানে কাজ করেন, তারা আতঙ্কের মধ্যে আছেন কি না- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এক ধরনের ভীতির মধ্যে আছেন সেটি বলি, আতঙ্ক না বলি। সেই ভীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসতে পারবেন।

error: Content is protected !!