Monthly Archives: September 2024

নেপালে ভারী বৃষ্টি সহ ভূমিধ্বসে মৃত ১২৯ এবং নিখোঁজ ৬২

Asia Monitor18 নেপালে ভারী বৃষ্টি ও ভূমিধ্বসের ফলে প্রায় ৬২ জন নিখোঁজ এবং ১২৯ জনের প্রাণহানি ঘটেছে। এই তথ্যই জানিয়েছেন কর্মকর্তারা। কাঠমান্ডুর এই আবহাওয়ার কর্মকর্তারা এই বৃষ্টির জন্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপকে দায়ী করেছেন বলে জানানো হয়েছে। দক্ষিণ এশিয়া অঞ্চলের বেশিরভাগ এলাকায় কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণ হিসেবে এই নিম্নচাপকেই দায়ী করা হয়েছে।

এই দুর্যোগ সাধারণ মানুষের স্থির জীবনকে অস্থির করে তুলেছে। নেপালের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী ভট্টরাই রয়টার্সকে বলেছেন, ‘দুর্যোগপূর্ণ এলাকাগুলোর সংশ্লিষ্ট  বিভাগকে স্কুলগুলোকে তিন দিন বন্ধ রাখার কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তাদের অভিভাবক সহ শিক্ষার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছেন। ভবনগুলিকে মেরামত করতে হবে। এই অঞ্চলেই নেপালের রাজধানী কাঠমান্ডু অবস্থিত।

বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর কিছু অংশে সরবচ্চ ৩২২ দশমিক ২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এর ফলে অঞ্চলের প্রধান নদী বাগমতির জল বিপৎসীমার ২.২ মিটার  উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেপালের দক্ষিণপশ্চিমাঞ্চলের শীর্ষ কর্মকর্তা রাম চন্দ্র তিওয়ারি বলেছেন ওই অঞ্চলের কোশী নদীর জল কমতে শুরু করেছে।কিছু কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। প্রতি বছর নেপালে হড়কা বান ও ভূমিধ্বসে শত শত মানুষের মৃত্যু হয়।

নেতানিয়াহুর দেখানো দুটি মানচিত্রে কোথাও দেখা মিলল না ফিলিস্তিনের

Asia Monitor18 জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় দুটি মানচিত্র দেখিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি মানচিত্রে সবুজ রঙ দিয়ে কিছু দেশকে ‘আশীর্বাদ’ এবং আরেকটি মানচিত্রে কিছু দেশকে ‘কালো রঙ’ দিয়ে ‘অভিশাপ’ বলে চিহ্নিত করা হয়েছে।  ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনকে নেতানিয়াহুর ডান হাতে থাকা মধ্যপ্রাচ্যের মানচিত্রে কালো রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবং এই দেশগুলোকে অভিশপ্ত বলে আখ্যা দেওয়া হয়েছে।

অন্যদিকে মিসর, সুদান, সৌদি আরব ও ভারতকে  বাঁ হাতে থাকা মধ্যপ্রাচ্যের মানচিত্রে সবুজ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই সমস্ত দেশকে আশীর্বাদ বলে আখ্যা দেওয়া হয়েছে। এই দুই মানচিত্রের মধ্যে সবচেয়ে স্পষ্ট ছিল ফিলিস্তিনের অনুপস্থিতি। দুটির মধ্যে একটিতেও ফিলিস্তিনের অস্তিত্বের কোনো উল্লেখ ছিল না।

নেতানিয়াহু বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য ইরান ও এর মিত্ররা দায়ী। ইরানকে হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু এও বলেন, আপনারা যদি আমাদের আক্রমণ করেন, তাহলে আমরাও আপনাদের আক্রমণ করব।

নেতানিয়াহু ভাষণ দেওয়ার সময় কয়েক শ কূটনীতিক প্রতিবাদ জানিয়ে বাইরে চলে যান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে লেবানন ও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ইরানের আগ্রাসনের জবাব।

শপথ নিলেন শ্রীলঙ্কার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট দিশানায়েক

সোমবার সকালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সদ্য নির্বাচন জয়ী আনুরা কুমার দিশানায় । শ্রীলঙ্কার ইতিহাসে এই প্রথম কোনও বামপন্থী রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছেন বামপন্থী অনুরা কুমারা দিশানায়েকে। দিশানায়েকে ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। মাত্র ১৭ শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয় গতকাল। আজ প্রথম দফা ভোট গণনা শেষে দেখা যায়, একজন প্রার্থীও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি। এরপর দ্বিতীয় দফায় ভোট গণনা করে রাতে নির্বাচন কমিশন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা অনুরা কুমারা দিশানায়েকেকে বিজয়ী ঘোষণা করে।

রবিবার বড়সড় পালাবদল ঘটিয়ে প্রতিবেশী দেশের প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সোমবার শ্রীলঙ্কার নবম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মার্কসবাদী নেতা অনুরা কুমারা দিশানায়েক। এদিন নতুন প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জয়ন্ত জয়সূর্য। শুরুতেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের ভূয়সী প্রশংসা করেন তিনি। একইসঙ্গে দেশে ‘নবজাগরণের সূচনা’র বার্তাও দেন দিশানায়েক। শপথ নেওয়ার পর বামপন্থী নেতার বার্তা, ‘দেশের গণতন্ত্র রক্ষার আপ্রাণ চেষ্টা করব। রাজনৈতিক নেতাদের সম্বন্ধে মানুষের মনে অনেক ভুল ধারণা রয়েছে। সেই হারানো সম্মান ফেরানোর লক্ষ্যে কাজ করে যাব।’ এখানেই না থেমে তিনি বলেন, ‘আমি কোনও জাদুকর নই। এদেশের একজন আম নাগরিক। আমারও ভুলভ্রান্তি হয়। এই মুহূর্তে মানুষের প্রতিভাকে কাজে লাগিয়ে দেশের উন্নতির জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আমার প্রথম কাজ।’
এদিন শুভেচ্ছাবার্তা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান বামপন্থী নেতা। তাঁর কথায়, ‘আমাকে সমর্থন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য আপনার সংকল্পকে আমি সম্মান করি। একসঙ্গে গোটা অঞ্চলের মানুষের উন্নতির লক্ষ্যে কাজ করব আমরা।’ এদিকে দিশানায়েকের জয়কে ‘ঐতিহাসিক মুহূর্ত’ আখ্যা দিয়েছে সিপিএম। এদিকে, মোদির পাশাপাশি দিশানয়েককে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকাজুন খাড়্গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

আনোয়ারায় হাতির তাণ্ডব নিহত ২

চট্টগ্রামের আনোয়ারায় তিনটি বন্য হাতি লোকালয়ে এসে ঘর-বাড়িতে তাণ্ডব চালিয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় হাতির আক্রমণে একই রাতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক ৪ নম্বর ওয়ার্ডের মৃত মুজিবুল হকের ছেলে মো. কাশেম (প্রকাশ দুলাল) (৬০) ও পূর্ব বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের মো. আক্তারের স্ত্রী রেহেনা আক্তার (৩৮)।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্প ও পূর্ব বৈরাগ খোশাল তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিকে বারবার বন্য হাতির আক্রমণে আনোয়ারা- কর্ণফুলীর দুই উপজেলার গ্রামের মানুষ চরম আতঙ্কে রয়েছেন। বাঁশি, ঢাকঢোল পিটিয়ে,পটকা ফুটিয়ে ও মশাল জ্বালিয়ে ঠেকানো যাচ্ছে না বন্যহাতির তাণ্ডব।

উল্লেখ্য, চট্টগ্রামের আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলায় প্রতিনিয়তই হাতির উপদ্রব দেখা যায়। বিশেষ করে রাতে এবং ভোরে হাতিরপাল লোকালয়ে চলে এসে খাবারের জন্য বিভিন্ন গ্রামে হানা দেয়। এ যাবত বন্যহাতির আক্রমণ প্রায় ১৫ জন লোক মারা গিয়েছে এবং আহত হয়েছে প্রায় শতাধিক।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন ড. ইউনূস

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান।

নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) জাতিসংঘ সদর দপ্তরে ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

এর আগে বাংলাদেশ সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন নিরাপত্তা, গণমাধ্যমকর্মীসহ মোট ৫৭ জন।

সফরকালে ইউরোপীয় কমিশন প্রধান, নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ মঙ্গলবার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ড. ইউনূস বেশ কয়েকজন সরকার প্রধান ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

 ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজারের সুবিধা প্রদান চীনের

Asia Monitor18 চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত ৫ সেপ্টেম্বর গঠিত হওয়া চীন-আফ্রিকান শীর্ষ সম্মেলনে আফ্রিকার ৩৩টি দেশ সমেত স্বল্পোন্নত (এলডিসি) দেশ যেগুলোর সাথে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে সেগুলিকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন।

স্বল্পোন্নত দেশ বাংলাদেশকে  চলতি বছরের শেষ মাস অর্থাৎ আগামী ১ ডিসেম্বর থেকে ট্যারিফ কোটা ব্যবস্থাপনার আওতাধীন সব রকমের পণ্য রপ্তানিতে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা প্রাপ্ত করবে। কোটার পরিমাণ অতিক্রম করা পণ্যের ক্ষেত্রে মূল শুল্ক হার প্রযোজ্য হবে।

বাংলাদেশের একক বৃহত্তম বাণিজ্য অংশীদার ছিল চীন ২০২২-২৩ অর্থবছরে। ২৪ বিলিয়ন মার্কিন ডলার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণের মধ্যে বাংলাদেশ  ৬০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং অবশিষ্টাংশ করেছে চীন।

২০২০ সালে ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়। আবার ২০২২ সালে চীন বাংলাদেশি পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা দেয় ৯৮ শতাংশ।যেখানে চামড়া ও চামড়াজাত পণ্যসহ ৩৮৩টি নতুন পণ্য ছিল।

চীন বিশ্বের ২৯টি অংশী দেশের সঙ্গে ২২টি এফটিএ চুক্তি করেছে। এর মধ্যে উন্নয়নশীল ও উন্নত দুই ধরনের দেশই বর্তমান।  

বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, এলডিসি থেকে কোনো দেশের উত্তরণ ঘটলে সেই দেশ আর আন্তর্জাতিক বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধা পায় না। বাংলাদেশ এলডিসি থেকে ২০২৬ সালের ২৪ নভেম্বর উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য হবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আরো তিন বছর ওই সুবিধা অব্যাহত থাকবে।

বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল ১৯৭৫ সালের ১ ডিসেম্বর। পুনরায় ওই একই দিনে চীন বাংলাদেশের জন্য এই বাণিজ্য সুবিধা চালু করতে যাচ্ছে।

বাইডেনকে রূপোর তৈরি ট্রেনের মডেল উপহার দিলেন মোদী

Asia Monitor18 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ফের একবার আমেরিকা সফরে যান তিনি। তিন দিনের সফরে যান এবং সেখানে কোয়াড সম্মেলনে যোগদান করেন তিনি। ২০২৪ সালের অর্থাৎ চলতি বছরের ২১ সেপ্টেম্বর আমেরিকার পৌঁছায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। বিশ্বের ক্ষমতাশালী দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা হলেই তাঁদের কিছু না কিছু উপহার দেন মোদী। তাই এবারেও প্রেসিডেন্ট বাইডেনকে রুপোর কারুকার্য করা স্টিম ইঞ্জিন চালিত ট্রেনের মডেল এবং তার স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি জিলকে পশমিনা শাল উপহার দিয়েছেন তিনি।

জিলকে দেওয়া এই পশমিনা শাল বিশ্বজুড়ে বিখ্যাত। ঐতিহ্যবাহী ও কারুকার্যমণ্ডিত একটি বাক্সে ওই শালটি রাখা ছিল যেটি হস্তশিল্পীদের দ্বারা তৈরি। শালকে আরও প্রাণবন্ত করে তোলার উদ্দেশ্যে গাছপালা ও খনিজ থেকে প্রাপ্ত প্রাকৃতিক রং ব্যবহার করে থাকেন তারা। বরফে ঢাকা হিমালয়ের উপত্যকায় লাদাখের চাংথাঙ্গি ছাগলদের অবাধে বিচরণ করতে দেখা যায়। এবং ওই ছাগলের গায়ের লোম বা পশম থেকে পশমিনা কথাটির উৎপত্তি।

উপহার দেওয়া ট্রেনটি রূপোর তৈরি। সূক্ষ্ম কারুকার্য তার উপর। ট্রেনটির গায়ে লেখা ‘দিল্লি-ডেলাওয়্যার’। যদিও পাশে হিন্দি ভাষায়ও লেখা রয়েছে। অন্য পাশে ইংরেজিতে লেখা, ‘ইন্ডিয়ান রেলওয়ে’। ট্রেনটিতে ব্যবহিত রুপার পরিমাণ ৯২.৫ শতাংশ। এটি তৈরি করেছেন মহারাষ্ট্রের শিল্পীরা।

বায়ুদূষণের শীর্ষে ঢাকা

দূষণ স্কোর ২১৫ নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের ঢাকা। যা অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৮ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২১৩ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া একই সময়ে একিউআই স্কোর ১৮৬ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১৪২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

ঢাকায় গত জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট নয় দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

আইকিউএয়ার নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশ্বের ১২০টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান আজ শীর্ষে। সোমবার সকাল ৮টা নাগাদ সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার অবস্থান ছিল ২৭৮। বাতাসের এ মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই অনুযায়ী, ঢাকার পরে অবস্থানে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৭৭। ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি।

ঢাকায় গত জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট নয় দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

আইকিউএয়ার নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুসারে, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

আগামী মাসেই বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি করতে চায় নেপাল

বাংলাদেশ শিগগিরই নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ আমদানির জন্য নেপাল ও ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তবে বাংলাদেশ ও ভারত কেউই এখন পর্যন্ত চুক্তির দিন-তারিখ নিশ্চিত করেনি বলে জানিয়েছেন নেপালের বিদ্যুৎ, পানি সম্পদ এবং সেচ মন্ত্রণালয়ের মুখপাত্র চিরঞ্জীবি চাতাউত।

৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করতে বাংলাদেশকে প্রস্তাব দেয় নেপাল। আর এই বিদ্যুৎ রপ্তানির জন্য আগামী ৩ অক্টোবর বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে আগ্রহ দেখিয়েছে দেশটি। যদি চুক্তি হয় তাহলে নেপালের বিদ্যুৎ ভারতের সঞ্চালন লাইন হয়ে বাংলাদেশে আসবে।

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আবাসিক সমন্বয়কারী বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদার এবং বিস্তৃত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

রোববার (২২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। পররাষ্ট্রসচিব এ বছর বাংলাদেশ-জাতিসংঘ অংশীদারিত্বের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে গোয়েনকে অভিনন্দন জানান এবং স্বাধীনতার প্রথম দিন থেকে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় সহায়তার জন্য জাতিসংঘের সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের জন্য জাতিসংঘের টেকসই উন্নয়ন সহযোগিতা ফ্রেমওয়ার্ক (ইউএনএসডিসিএফ) ২০২২-২০২৬-এর গুরত্ব তুলে ধরেন।

সচিব জানান, অন্তর্বর্তী সরকার জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায়। উভয়পক্ষ মানবাধিকার, আইনের শাসন, সুশাসন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার বিষয়ে তাদের মতামত বিনিময় করেন।

আইএমএফ থেকে নতুন ঋণের পরিকল্পনা, থাকবে নতুন শর্তও

আজ সোমবার ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পাঁচ সদস্যের একটি মিশন।আগামীকাল মঙ্গলবার সংস্থাটির একটি প্রতিনিধিদল সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক শুরু করবে। এসব বৈঠকে বাংলাদেশে আইএমএফের চলমান ঋণ কর্মসূচি পর্যালোচনার পাশাপাশি নতুন ঋণ অনুমোদন নিয়েও আলোচনা হবে।

আইএমএফের সঙ্গে এবারের বৈঠকে কর আদায় বৃদ্ধি, কম ঋণ গ্রহণ ও ভর্তুকি কমানো—এ তিনটিই হচ্ছে মূল আলোচ্য বিষয়। তবে সংস্থাটি অন্তর্বর্তী সরকারকে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির চাপও দিতে পারে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে গতকাল রোববার এমন আভাস পাওয়া গেছে।

মূল বৈঠক শুরুর আগে গতকাল ঢাকায় সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে গেছেন বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আইএমএফ আমাদের বড় উন্নয়ন সহযোগী। বড় বাজেট সহায়তা দেয় তারা। তাদের একটি মিশন আসছে, যাদের সঙ্গে বসব।’

সংস্থাটির কাছ থেকে চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির বাইরে আরও ৩০০ কোটি ডলার ঋণ পাওয়ার ব্যাপারে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের প্রাথমিক আলোচনা হয়েছে। এ নিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহেমদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আগেও কথা বলেছেন। বাড়তি ঋণের জন্য আলাদা প্যাকেজ ঘোষণা করা হবে কি না, জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, আলাদাই হবে। এর বাইরে আইএমএফের মিশন নিয়ে কিছু বলেননি অর্থ উপদেষ্টা।

আগামী ২১ থেকে ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ওই সভায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ বাংলাদেশের একটি দল যোগ দেওয়ার কথা। জানা গেছে, বহুজাতিক সংস্থাটির ওই সভার ফাঁকে ফাঁকে আইএমএফের সঙ্গে সাইডলাইন বৈঠকে ঋণ কর্মসূচির আকার বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। পরের মাসে, অর্থাৎ নভেম্বরে বাংলাদেশ আইএমএফের আরেকটি দল আসবে। তবে সেটি আসবে চলমান ঋণ কর্মসূচির তৃতীয় পর্যালোচনা বৈঠক করতে।

আইএমএফ ২০২৩ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে। এর দুই দিন পরই ঋণের প্রথম কিস্তিতে ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পায় বাংলাদেশ। একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে আসে ৬৮ কোটি ১০ লাখ ডলার। চলতি বছরের জুনে তৃতীয় কিস্তিতে ছাড় হয় ১১৫ কোটি ডলার। তিন কিস্তিতে আইএমএফের কাছ থেকে প্রায় ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। প্রতিশ্রুত ঋণের মধ্যে আর বাকি আছে ২৩৯ কোটি ডলার, যা ২০২৬ সালের মধ্যে আরও চার কিস্তিতে পাওয়ার কথা।

error: Content is protected !!