Asia Monitor18 দক্ষিণ কোরিয়ার বুচিয়ন নামক একটি শহরে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। জানা গেছে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে নয়তলা ওই হোটেলের আট তলায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডের ফলে ৭ জনের মৃত্যু হয় এবং ১২ জন আহত হন। যারা মারা গেছেন তাদের অধিকাংশই ছিল হোটেলের অতিথি। আহতদের চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে তিনজনের অবস্থা শোচনীয়।
হোটেলটিতে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যাইনি।তবে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে ধারণা। ৭০ টি গাড়ি ও ১৬০ জন কর্মীকে আগুন নেভাতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দমকল বিভাগ। আগুন নেভাতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছিল। আগুন পুরো ভবনে ছড়িয়ে না পড়লেও ক্ষয়ক্ষতি ব্যাপক পরিমাণে হয়েছে।
আগুনের হাত থেকে বাঁচতে দুই ব্যক্তি ফায়ার ডিপার্টমেন্টের দেওয়া ম্যাত্রেসের উপর দিয়েছিলেন কিন্তু গদি উল্টে যাওয়ার ফলে মাটিতে পড়ে তাদের মৃত্যু হয়। বুচিওন ফায়ার ষ্টেশনের কর্মকর্তা লি স্যাং- ডন বলেন, হোটেলটি ২০০৩ সালে তৈরি হয়েছিল। তিনি বলেন আগুন নেভানোর জন্য জলের ব্যবস্থা না থাকায় তা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে।
আগুন লাগার ক্ষেত্রে হোটেলের ম্যানেজারদের গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।