Asia Monitor18 ইউক্রেন প্রথম তার হাতে আমেরিকার তৈরি জঙ্গি বিমান এফ-১৬ পেয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে একথা বলেছেন। জেলেনস্কি বলেন এফ-১৬ ইউক্রেনে পৌঁছেছে। আমরা সফল হয়েছি। আমি তাদের নিয়ে গর্বিত যারা আমাদের এই যুদ্ধবিমান নিয়ন্ত্রণ করছে এবং দেশের জন্য ব্যবহার শুরু করেছে। ইউক্রেইন মূলত সোভিয়েত যুগের জঙ্গি বিমানের ওপর নির্ভর করে। তবে এখন এই এফ-১৬ জঙ্গিবিমানগুলো ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে সাহায্যে সহায়ক হবে। জেলেনস্কি এমন জঙ্গিবিমান কতগুলো পেয়েছেন তা বলেননি, কিংবা এই বিমানগুলো তার উল্লিখিত তিন নেটো দেশই পাঠিয়েছে কিনা সেটিও তিনি খোলাসা করে বলেননি।
যুদ্ধবিমানগুলোর আগমন ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।তবে মোট কতটি যুদ্ধবিমান পাওয়া যাবে এবং এগুলোর যুদ্ধের ক্ষেত্রে প্রভাব কেমন হবে তা এখনও অস্পষ্ট। ইউক্রেন বহু দিন ধরে অপেক্ষা করছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৬ জঙ্গিবিমানের জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসানের সময় এসেছে। তারা প্রায় ১৮ মাস অপেক্ষার পর এই জঙ্গিবিমানগুলোর সহায়তা পেয়েছে। এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং বিশেষত যুক্তরাষ্ট্রকে। সাথে তিনি বলেছেন এই ধরনের জঙ্গিবিমান আরও বেশি প্রয়োজন ইউক্রেইনের।
অন্যদিকে রাশিয়া এফ-১৬ যুদ্ধবিমানগুলো ধ্বংস করার হুমকি দিয়েছে এবং বিমান মোতায়েন করার সম্ভাব্য স্থানগুলো লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। এই যুদ্ধবিমানগুলোতে ২০ মিমি কামান রয়েছে এবং বোমা, রকেট ও ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।
যুক্তরাজ্যের বাহিনীতে এফ-১৬ নেই। যদিও তারা ইউক্রেইনকে দূর-পাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে; যে ক্ষেপণাস্ত্র এফ-১৬ তে বহন করা যায়।