Daily Archives: August 3, 2024

খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

খুলনায় কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে সুমন কুমার ঘরামী নামে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় তার বাড়িতে চলছে শোকের মাতম। এলাকাবাসীও সেখানে ভিড় করেছেন। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে।


শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা সংঘর্ষে সুমন ঘরামী নামে ওই পুলিশ সদস্য নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন হোসেন।

সুমন উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামের মুক্তিযোদ্ধা শুশীল ঘরামীর ছেলে। তিনি খুলনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা জানান, সুমন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছিলেন। তার ৪ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তিকে হারিয়ে মুক্তিযোদ্ধা শুশীল ঘরামী বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মা গীতা রানী ও স্ত্রী পাগলীনী। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমেছে বলেও জানান চেয়ারম্যান লিটন মোল্লা।

বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের মিছিল-বিক্ষোভে উত্তাল রাজশাহী

বৃষ্টি উপেক্ষা করে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের নানা স্লোগানে উত্তাল রাজশাহী নগরী। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়।

শনিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয়ে উঠে নগরীর তালাইমারী।

আন্দোলনকারীরা বলছেন, শিক্ষার্থী হত্যার বিচার চাই। খুনি সরকারের পদত্যাগ চাই। দাবি এখন একটাই।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেট এবং তালাইমারী সংলগ্ন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট সহ বিভিন্ন স্থান থেকে দলবেধে বিক্ষোভ নিয়ে তালাইমারী মোড়ে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থী এবং অবিভাবকসহ নানা পেশার প্রায় ২ হাজার মানুষ। বিক্ষোভ চলাকালে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ নিয়ে ভদ্রার দিকে যান আন্দোলনকারীরা। কিছুক্ষণ পর আবার ফিরে এসে বিশ্ববিদ্যালয়ের দিকে অবস্থান নেয় তারা। ফেরার পথে তালাইমারী মোড়ের পুলিশ বক্সের জানালা ভাঙচুর করে এবং পুলিশকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে তারা মোড় ত্যাগ করে। এখন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে আন্দোলন করছেন তারা। এ সময় শিক্ষার্থীদের ধাওয়ায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ

খাদ্য মূল্যস্ফীতিতে ‘লাল’ শ্রেণিতে আছে বাংলাদেশ। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে। বাংলাদেশ ছাড়াও আরও ১৪টি দেশ এই শ্রেণিতে আছে। বিশ্বব্যাংক গত এক বছরের খাদ্য মূল্যস্ফীতির ঝুঁকি বিবেচনা করে বাংলাদেশকে এই শ্রেণিতে রেখেছে।

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের আগস্ট মাসে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৯ শতাংশ। এরপর তা ৮ শতাংশের ঘরে নেমে এলেও সম্প্রতি আবার ৯ শতাংশের ঘরে উঠেছে। চলতি বছরের জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি আবার ৯ দশমিক ৭ শতাংশ বা ১০ শতাংশের কাছাকাছি উঠে গেছে।

তবে বিশ্বব্যাংকের খাদ্য নিরাপত্তাবিষয়ক ওই হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের অনেক দেশেই খাদ্য মূল্যস্ফীতির হার কমেছে। এমনকি অর্থনৈতিকভাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিপর্যস্ত দেশ শ্রীলঙ্কার খাদ্য মূল্যস্ফীতির হার ৪ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। তবে পাকিস্তানের খাদ্য মূল্যস্ফীতির হার কমলেও এখনো প্রায় ৪০ শতাংশের কাছাকাছি ৩৯ দশমিক ৫ শতাংশ।

মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, মিসর, জাপান, ভিয়েতনাম ও আর্জেন্টিনার খাদ্য মূল্যস্ফীতির হার এখনো বাড়তি। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রাজিল ও মালদ্বীপে মূল্যস্ফীতির সূচক নিম্নমুখী হতে শুরু করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া সব দেশেই খাদ্য মূল্যস্ফীতির হার কমছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের মার্চ-জুন সময়ে খাদ্য মূল্যস্ফীতি সবচেয়ে বেশি ছিল জিম্বাবুয়েতে ৮০ শতাংশ। এরপর সবচেয়ে বেশি ছিল লেবাননে, সেখানেও তা ৪৪ শতাংশ। মিসরে ৩০ দশমিক ১ শতাংশ।

ছয় মাস আগেও বিশ্বব্যাংকের প্রতিবেদনে লাল শ্রেণিতে বেশ কয়েকটি উন্নত দেশও ছিল। ওই সময় এই শ্রেণিতে সব মিলিয়ে ছিল ৩৪টি দেশ। ছয় মাসের ব্যবধানে লাল শ্রেণি থেকে বের হয়ে গেছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য। মূলত নানামুখী পদক্ষেপের কারণেই এসব দেশ উচ্চ খাদ্য মূল্যস্ফীতি পরিস্থিতি সামাল দিতে পেরেছে। তাই দেশগুলোকে লাল শ্রেণি থেকে বাদ দিয়েছে বিশ্বব্যাংক।

গত এক বছরে বাংলাদেশে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেশি খারাপ অবস্থায় রয়েছে। বিবিএসের হিসাবে, গত ১২ মাসের মধ্যে ৭ মাসই খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে ছিল। গত বছরের আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৫৪ শতাংশে উঠেছিল, যা ২০২৩-২৪ অর্থবছরের সর্বোচ্চ।

সদ্য বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে দেশে গড় মূল্যস্ফীতি দাঁড়ায় ৯ দশমিক ৭২ শতাংশে, যা অর্থবছরওয়ারি হিসাবে অন্তত এক যুগের মধ্যে সর্বোচ্চ। পুরো অর্থবছরের কোনো মাসেই সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামেনি। আবার ১০ শতাংশও ছাড়িয়ে যায়নি। অন্যদিকে জাতীয় মজুরি হারের প্রবৃদ্ধি ছিল সাড়ে ৭ শতাংশের মতো।

তুরস্কে বন্ধ জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম   

Asia Monitor18 সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম  নিষিদ্ধ করেছে তুরস্কের সরকার। নিষিদ্ধ করার কারণ হিসেবে দেশটির তথ্য যোগাযোগ মন্ত্রী ফাহরেত্তিন আলতুন এক বিবৃতিতে জানান ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার নিহত হওয়ার সংবাদ এবং এই ঘটনায় যারা সান্ত্বনা জানিয়েছেন তাদের পোস্ট ‘সেন্সর’ করায়  এই ঘোষণা করা হয়। হানিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যারা পোস্ট দিতে চাইছেন তারা পোস্ট দিতে পারছেন না বলে অভিযোগ করা হয়েছে। আর এমনটা ঘটেছে সেন্সরশিপের কারণে।

ইন্সটাগ্রামের প্রতি নিন্দা জানিয়ে আলতুন আরও বলেন যে ইসমাইল হানিয়ার নিহতের ঘটনা সংক্রান্ত কোন সংবাদ ইন্সটাগ্রামে নেই। এছাড়াও তিনি বলেন যে প্রতিষ্ঠান মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে আমরা তাদের প্রতি কঠোর নিন্দা জানাই।

ইন্সটাগ্রাম হল তুরস্কের যোগাযোগ মাধ্যমগুলির মধ্যেসবচেয়ে জনপ্রিয়। দেশটির পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী দেশের মোট ৮ লাখ ৩০ হাজার জনসংখ্যার মধ্যে ৫ লাখ ৮০ হাজার মানুষ ইন্সটাগ্রাম ব্যবহার করে।

অনির্দিষ্টকালের জন্য ইন্সটাগ্রাম বন্ধ করা হয়েছে তুরস্কে। তুরস্কে যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার ঘটনাটি এবারেই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে দুই সপ্তাহের জন্য এক্স(সাবেক টুইটর) এবং দুই মাসের জন্য ইউটিউব বন্ধ করা হয়েছিল দেশটিতে। আবার ২০১৭-২০২০ সাল পর্যন্ত অর্থাৎ তিন বছর উইকিপিডিয়া বন্ধ ছিল।

নাইজেরিয়ায় জারি ২৪ ঘণ্টার কারফিউ

Asia Monitor18 নাইজেরিয়ায় জীবনযাত্রার উচ্চ ব্যয় নিয়ে বিক্ষোভের মাঝে দেশটির উত্তরাঞ্চলের পাঁচটি রাজ্যে ২৪ ঘন্টব্যাপী কারফিউ জারি হয়েছে। গতকাল স্থানীয় সরকার কানো, জিগাওয়া, ইয়োবে ও কাতসিনা রাজ্যজুড়ে দিবারাত্রি কারফিউ জারি করেছে। এবং অঞ্চলগুলোর লাখ লাখ বাসিন্দাকে বাড়ি থেকে বের না হওয়ার ও প্রতিবাদে অংশগ্রহণ না করার নির্দেশ দিয়েছে।  এই কারফিউ জারির কারণ হিসেবে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ‘দুষ্কৃতকারীরা’ লুট ও সম্পত্তি ভাংচুর করতে প্রতিবাদ ছিনতাই করেছে, তাই কারফিউ জারি করা প্রয়োজন হয়েছে বলে মনে করা হয়।

উত্তরাঞ্চলীয় চার রাজ্যের আরেক প্রতিবেশী  রাজ্য বর্নোতে বৃহস্পতিবার দিবারাত্রি কারফিউ জারি করা হয়। তবে সেখানে বিধিনিষেধের কারণ  প্রাণঘাতী এক বোমা হামলা। পুলিশসূত্রে খবর, বুধবার রাতে গ্রামীণ বাজার কায়োরির এক চায়ের দোকানে বিস্ফোরণের কারণে ১৬ জন নিহত হন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন, তাদের অবস্থা সঙ্কটজনক বলে জানানো হয়েছে। এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে স্থানীয়দের ধারণা জঙ্গি গোষ্ঠী বোকো হারামের এই কাজটি করেছে। এ গোষ্ঠীটি ২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলজুড়ে তৎপরতা চালিয়ে আসছে ।

অন্যদিকে প্রায় নয় দিনেরও বেশি সময় ধরে  নাইজেরিয়াজুড়ে বিক্ষোভ চলছে। এ সময় দেশব্যাপী নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন করা হয়েছে।  নয়দিনের মধ্যে প্রথম দিন কানোতে সবচেয়ে বড় বিক্ষোভ হয়। হাজার হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করার চেষ্টায় পুলিশ টিয়ার শেল ও গুলি ছোড়ে এবং গরম জল ছিটায়। এ সময় গুলিতে অন্তত তিনজন নিহত এবং বহু আহত হন।

লুটপাটকারীরা কানোর গভর্নর হাউজের কাছে একটি গুদাম ভেঙে ২৫ লিটারের বাদাম তেলের কার্টুন ও অন্যান্য সামগ্রী লুট করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর থেকে ২৬৯ জনকে গ্রেপ্তার করে লুট হওয়া অনেক মালামাল উদ্ধার করেছে তারা।

 ভেনেজুয়েলায় মাদুরোর প্রতিদ্বন্দ্বীকে বিজয়ী ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের

Asia Monitor18 ব্যাপক অনিয়ম, কারছুপি, ও রক্তাক্ত সহিংসতার মধ্যে দিয়ে শেষ হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন। তবে ভেনেজুয়েলার বিতর্কিত এই প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র নিকোলা মাদুরোর জয় প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়াকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এই স্বীকৃতি দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতির মাধ্যমে জানান, প্রয়োজনীয় তথ্য- প্রমাণের  ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার জনগণের কাছে এটি স্পষ্ট যে ২৮ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া বিজয়ী হয়েছেন।  

২০১৩ সালে ভেনেজুয়েলার ক্ষমতায় আসেন মাদুরো। দেশটির নির্বাচনী সংস্থা জানিয়েছেন, মাদুরো এবারে ৫১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তবে বিরোধীরা বলেছে, ৯০ শতাংশ ভোট পর্যালোচনা করে দেখা গেছে, মাদুরোর চেয়ে দ্বিগুণ বেশি ভোট পেয়েছেন গঞ্জালেজ। তিনি নির্বাচন-পূর্ব নিরপেক্ষ জরিপেও মাদুরোর চেয়ে এগিয়ে ছিলেন।

মাদুরোকে জয়ী ঘোষণা করার পর প্রকাশিত ফলাফলকে কেন্দ্র করে  বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা। বিরোধী দলীয় নেতা মারিয়া কারিনা মাচাদো দেশজুড়ে গণবিক্ষোভের ডাক দিয়েছেন। শুক্রবার ঘোষণা করা হয় শনিবার প্রতিটি শহরে বিক্ষোভ কর্মসূচি হবে।  বিরোধীদলীয় নেতা মাচাদো জানান চলমান বিক্ষোভে এ  অন্তত ২০ জন নিহত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র গজালেঞ্জকে স্বীকৃতি দিলেও কোন পরিবর্তন আসবে মনে হয় না ভেনেজুয়েলার রাজনীতিতে। বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধীদের আন্দোলনকে চক্রান্ত অভিহিত করে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

error: Content is protected !!