কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার অভিযান এখনো চলছে। বিভিন্ন জায়গায় নতুন করে মামলাও হচ্ছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাসহ ৫১টি মহানগর-জেলায় ৫২৫টি মামলার তথ্য পাওয়া গেছে। গত ৯ দিনে (১৭-২৫ জুলাই) সারা দেশে মোট গ্রেপ্তারের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১ হাজার ১০০ জনকে। রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে ৪৫১ জনকে।বিভিন্ন মহানগর, জেলা ও থানা-পুলিশ সূত্রে মামলা ও গ্রেপ্তারের এসব তথ্য জানা গেছে। অবশ্য এর মধ্যে কয়েকটি জেলায় পুরোনো মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।
যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের অনেকে বিএনপি ও জামায়াতে ইসলামী এবং দল দুটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী। পাশাপাশি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতা-কর্মীদেরও গ্রেপ্তার করছে পুলিশ।
গতকাল বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপির যুববিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোরশেদ, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি কামরুল হাসানকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয় বলে বিএনপি জানিয়েছে।
এর আগে গতকাল সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।এ ছাড়া এবি পার্টির সদস্যসচিব মুজিবুর রহমানের খোঁজে বুধবার রাতে তাঁর বাসায়ও পুলিশ গিয়েছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিমের খোঁজে তাঁর উত্তরার বাসায় পুলিশ অভিযান চালায় বলে পরিবার জানিয়েছে।
কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে সহিংসতার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক ১১টি মামলা হয়েছে।গত কয়েকদিনে পর্যায়ক্রমে সাভার মডেল থানায় আটটি ও আশুলিয়া থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে বুধবার রাতে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী জানান। এ সব মামলায় প্রায় সাড়ে পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “গত দুইদিন অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।”
পুলিশ বলছে, সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ বিএনপি-জামায়াতের একাধিক নেতার নাম রয়েছে প্রত্যেকটি মামলায়।এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাভারে ব্যাপক সংসহিতার ঘটনা ঘটে। ওই সময় সাভার উপজেলা প্রাণিসম্পদ অফিস, মার্কেট, হাসপাতাল, ট্রাফিক বক্সসহ কয়েকটি যাত্রীবাহী বাস, পিকআপ ভ্যান ও ট্রাকে আগুন দেওয়া হয়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক মো. ইউসুফ বলেন, “কোটা সংস্কারের আন্দোলনের ঘটনা নিয়ে সহিংসতায় মঙ্গলবার রাত পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্র, ব্যবসায়ী, রিকশা চালক, শ্রমিক ও পথচারীসহ নয় জনের মৃত্যু হয়েছে।”