Daily Archives: July 29, 2024

তৃতীয় মেয়াদের জন্য নির্বাচনে জয়ী হলেন নিকোলাস মাদুরো

Asia Monitor18 লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। রোববার সারাদিন ভোট গ্রহণের পর সন্ধ্যায় শুরু হওয়া ভোট গণনার ফলাফল প্রকাশ করা হয় মধ্যরাত পার হওয়ার পর ২৯শে জুলাই সোমবার সকালে। নিকোলাস মাদুরো তৃতীয় মেয়াদের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৫১ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিলের (সিএনই) প্রধান এলভিস আমোরোসো জানান, গণনা করা ৮০ শতাংশ ভোটের মধ্যে ৫১ দশমিক ২০ শতাংশ পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরো। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী এদমুন্দো গনসালেস পেয়েছেন ৪৪ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।

মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি টানা ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে। এর শুরুটা হয়েছিল প্রয়াত জনপ্রিয় প্রেসিডেন্ট উগো চ্যাভেজের মধ্য দিয়ে। টানা ১৪ বছর ক্ষমতায় থাকার পর ২০১৩ সালে ক্যান্সারে মারা যান চ্যাভেজ।মাদুরো চ্যাভেজের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। চ্যাভেজ মারা যাওয়ার পর টানা ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন মাদুরো।

নির্বাচনের ঘোষিত ফলাফল নিয়ে ইতিমধ্যে ভেনেজুয়েলার বিরোধীদলগুলো অসন্তোষ প্রকাশ করে বলেছেন নির্বাচন কাউন্সিলের ঘোষণা মিথ্যে।

 তারপরও মাদুরোই ক্ষমতায় থেকে যেতে সক্ষম হবেন এবং আরও ছয় বছর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করবেন।

ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় মাদুরো বলেছেন, “শান্তি ও স্থিতিশীলতার জয় হয়েছে।”

ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার উত্তরের অঞ্চল।

Asia Monitor18 মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্ত থেকে প্রায় ১৪৪ কিলোমিটার উত্তরে বাড়তে থাকা দাবানল ২৪ ঘণ্টার মধ্যে দ্বিগুণেরও বেশি এলাকা গ্রাস করেছে।প্রতি ঘণ্টায় প্রায় ৮ বর্গ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন।একটি পার্ক থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে তা মুহূর্তের মধ্যেই প্রায় ৩ লাখ ৪৮ হাজার একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। এই দুর্ঘটনায় ৪২ বছরের এক ব্যক্তিকে অভিযুক্ত করে গ্রেপ্তার করেছে পুলিশ।  স্থানীয় কর্মকর্তা সূত্রে খবর, ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের গ্রাম চিকোর সংকীর্ণ একটি নালায় ওই ব্যক্তি একটি জ্বলন্ত গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর ওই গাড়ির আগুন থেকে দাবানলের সূত্রপাত হয়।সেখান থেকে মূলত বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হচ্ছে ঘরবাড়ি সহ মানুষের জায়গা- জমি।  

 আগুন  নিয়ন্ত্রণে না আনতে পারলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিলি সির তরফ থেকে জানানো হয়েছে, দাবানলের তীব্রতা এতই বেশি যে তা প্রতি ঘণ্টায় প্রায় ৫ হাজার একর জমি গ্রাস করছে। এই ভয়াবহ বিপর্যয় মোকাবিলা করতে ক্রমান্বয়ে দমকল কর্মী বাড়ানো হয়েছে। অগ্নিনির্বাপক এজেন্সি ক্যাল ফায়ার জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দুই হাজারের বেশি ফায়ার সার্ভিস কর্মী কাজ করছে।

এই ঘটনার ফলে  প্রায় ৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছে। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে এই দাবানলের ঘটনাটি সম্পর্কে জানানো হয়েছে এবং তিনি দাবানল নিয়ন্ত্রণে সম্ভাব্য সবকিছু করার জন্য তার প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।

জানানো হচ্ছে, চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়েছে ক্যালিফোর্নিয়ার ওই অঞ্চলটি।

 গোলান মালভূমিতে হামলাঃ লেবাননের সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠী হিজুবুল্লাহর   

Asia Monitor18 সিরিয়ার সীমান্ত ঘেঁষা একটি পাহাড়ি এলাকা গোলান মালভূমী। ১৯৬৭ সাল থেকে ওই অঞ্চলটি নিজেদের দখলে রেখেছে ইসরাইল।ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে এক রকেট হামলা হয়। শনিবার ইসরায়েলের বাইরে থেকে ছোড়া একটি একটি রকেট গোলান মালভূমির দ্রুজ শহর মাজদাল শামসের একটি ফুটবল মাঠে বিস্ফোরিত হয়। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার দায় লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাড়ে চাপায়। তবে অন্যদিকে, হিজবুল্লাহ এই হামলার দায় অস্বীকার করে বলে তারা এই হামলা চালাইনি।

এই হামালার ফলে ফুটবল মাঠে থাকা ১২জন শিশু ও কিশোর নিহত এবং বহুজন আহত হয়।গোষ্ঠীর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আফিফ এক বিবৃতিতে ইসরাইলের অভিযোগ মেনে নাইনি। তিনি বলেছেন, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে হামলার সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পর্ক নেই। গোষ্ঠীটি এই অভিযোগকে স্বীকার করেননি।

এই হামলার ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেছেন,লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহকে ওই হামলার জন্য চড়া মূল্য দিতে হবে। রোববার ইসরায়েলের জঙ্গি বিমানগুলো লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার লক্ষ্যস্থলগুলোতে আঘাত করেছে।

স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হামলার চিত্রে বেশ কয়েকজনকে মাঠে পড়ে থাকতে দেখা গেছে। ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে, হতাহতের সবাইকে অ্যাম্বুলেন্সে করে ঘটনাস্থল থেকে হাসপাতালে পাঠানো হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলের সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনিদের পক্ষে বেশ কয়েকবার ইসরাইলের অভ্যন্তরে হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী।যদিও ইসরায়েল পাল্টা জবাব দিয়েছে। ইসরাইলি হামলায় দক্ষিণ লেবানন থেকে প্রায় ২ লাখ বাসিন্দা বস্তুচ্যুত হয়েছে।

 হোয়াইট হাউস এক বিবৃতিতে  বলেছে, “লেবাননের হিজবুল্লাহ এই হামলাটি চালিয়েছে। এটি তাদের রকেট ছিল আর সেটি ছোড়া হয়েছে তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে।”

এছাড়াও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যিনি দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী, তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে বলেছেন, “ইসরায়েলের নিরাপত্তার জন্য তার সমর্থন লৌহদৃঢ়।”

পর্যটক ফেরাতে ভারত সফরে মালদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সাল

মলদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সল ভারতে আসছেন। সোমবার থেকেই শুরু হচ্ছে তাঁর ভারত সফর।তিনি “ওয়েলকাম ইন্ডিয়া” (Welcome India) উদ্যোগের অধীনে কিছু পর্যটন রোডশোয়ের (Tourism Roadshow) একটি সিরিজ শুরু করবেন। এই উদ্যোগের লক্ষ্য ভারতের তিনটি প্রধান শহরে অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় ভ্রমণকারীদের জন্য মালদ্বীপকে একটি প্রধান ছুটির গন্তব্য হিসেবে তুলে ধরা।

ইব্রাহিম ফয়সালের রোডশোয়ের কর্মসূচিতে রয়েছে রাজধানী দিল্লি। ৩০ জুলাই সেখানে যাবেন তিনি। এরপর ১ আগস্ট মুম্বইতে রোডশো করার কথা আছে ফয়সালের। সর্বশেষে ৩ আগস্ট বেঙ্গালুরুতে রোডশো করবেন তিনি।

এই প্রচারাভিযানটি মালদ্বীপ এবং ভারতের মধ্যে পর্যটন সম্পর্ক জোরদার করার চেষ্টা করে, এবং ভারতীয় পর্যটকদের কাছে দ্বীপপুঞ্জকে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে প্রদর্শন করবে। এই বছরের মে মাসের শুরুতে, দ্বীপরাষ্ট্রের পর্যটনমন্ত্রী ভারতীয়দের জানিয়েছিলেন যে দেশটির অর্থনীতি অনেকটাই পর্যটনের উপর নির্ভরশীল, তাই ভারতীয়রা যদি মালদ্বীপে পর্যটন করতে যান তাহলে তাঁদের মালদ্বীপের অর্থনীতির উন্নয়নে অবদান থাকবে। মালদ্বীপের পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়সাল ভারতীয় পর্যটকদের কাছে আবেদন করেছিলেন, “অনুগ্রহ করে মালদ্বীপের পর্যটনের অংশ হোন। আমাদের অর্থনীতি পর্যটনের উপর নির্ভর করে।”

চলতি বছরের প্রথম চার মাসে মলদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা এক ধাক্কায় ৪২ শতাংশ কমে গিয়েছে। অথচ, ২০২৩ সালেই মলদ্বীপে ঘুরতে যাওয়া বিদেশি পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন ভারতীয়েরা। দ্বিতীয় স্থানে ছিল চিন। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে ভারত থেকে ৭৩ হাজারের বেশি মানুষ মলদ্বীপে ঘুরতে গিয়েছিলেন। ২০২৪ সালে ওই সময়ের মধ্যে মলদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা মাত্র ৪২ হাজার। পর্যটকদের এই ঘাটতি ভাবিয়ে তুলেছে মুইজ্জু সরকারকেও।

গত নভেম্বরে মলদ্বীপে ক্ষমতায় এসেছেন মুইজ্জু। তিনি চিনপন্থী হিসাবে অধিক পরিচিত। ক্ষমতায় আসার পরেই তিনি চিন সফর সেরে এসেছেন। তার মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষদ্বীপ সফরে মলদ্বীপের এক মন্ত্রীর তাঁকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে ভারত-মলদ্বীপ সম্পর্কের অবনতি হয়। সমাজমাধ্যমে ‘বয়কট মলদ্বীপ’ ডাক ওঠে। তখনই ধারাবাহিক ভাবে মলদ্বীপে কমতে শুরু করে ভারতীয় পর্যটকদের সংখ্যা। এমনকি, মলদ্বীপ থেকে ভারতকে সেনাও সরিয়ে নিতে বলেছেন মুইজ্জু। তবে ভারতের পর্যটক ছাড়া মলদ্বীপের পর্যটনের উন্নতি সম্ভব নয়, এ কথা সে দেশের সরকারও বুঝতে পেরেছে। সেই কারণেই পর্যটক ফেরাতে ভারত সফরের আয়োজন করেছেন মলদ্বীপের মন্ত্রী।

আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে না মৈত্রী এক্সপ্রেস

কোটা বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশে যে হিংসা হয় তাতে এখনও পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর হয়েছে বলে জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ, রবিবার সচিবালয়ে এই দাবি করেছেন তিনি। যদিও এই সংখ্যাই ‘চূড়ান্ত’ নয় বলেও জানান তিনি। নিহতদের আরও তথ্যের জন্য অনুসন্ধানের কাজ চলছে জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ উত্তপ্ত আবহে মৈত্রী এক্সপ্রেসের যাত্রা পুরোপুরি বন্ধ রেখেছে ভারতীয় রেল। মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকেও ছাড়ছে না। ঢাকা থেকেও ছাড়ছে না। রেল সূত্রে খবর, বাংলাদেশ থেকে খবর পেয়েই এই ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ জুলাই মঙ্গলবার পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস চলবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে জুলাই মাসেই শুরু হয় কোটা বিরোধী ছাত্র–যুব আন্দোলন। মাসের মাঝখানে সেই হিংসা চরম আকার নেয়। এই আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশ। এই আন্দোলনের জেরে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুযায়ী, এই সংঘর্ষে মারা যান অন্তত ২১০ জন। এই হিংসায় সরকারিভাবে এখনও পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর খবর মিলেছে বলে রবিবার জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজ আসাদুজ্জামান খান বলেন, ‘মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র, পুলিশ–সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। পরে এই বিষয়ে বিস্তারিতভাবে তথ্য জানানো হবে।’‌

পাশাপাশি রেলের তরফে জানানো হয়েছে, কলকাতা শহরের সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। তবে কলকাতার বিশেষ টিকিট কাউন্টারগুলো থেকেই টাকা দেওয়া হবে। কেউ যদি টিকিট হারিয়ে ফেলে থাকেন সেক্ষেত্রে টাকা ফেরত হবে না। বিদেশি যাত্রীদের প্যাসেঞ্জার রিজ়ার্ভেশন সিস্টেম (পিআরএস)-এর কাজের সময় টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। এর পাশাপাশি যাত্রীদের কাছে।

error: Content is protected !!