Monthly Archives: June 2024

খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার ঢাকায় সমাবেশের ঘোষণা বিএনপির

আগামী ২৯ জুন শনিবার বেলা ৩টায় নয়া পল্টন অফিসের সামনে সমাবেশ, ১ জুলাই সোমবার থাকা এবং ৩ জুলাই জেলা সদরে সমাবেশ হতে চলেছে চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন চূড়ান্ত পর্যায় নিতে।গত বুধবার দুপুরে দলের অঙ্গসংগঠনের সঙ্গে বৈঠক শেষে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ফখরুল এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কিছু দিন পরপরই তাকে হাসপাতালে নিতে হয়। এবারো তাকে জরুরিভাবে হাসপাতালে নেয়া হয়েছে, আল্লাহর অশেষ রহমত যে তাকে আমরা ফিরে পেয়েছি। তার ফিরে আসার সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে ডাক্তার চিকিৎসা দিতে না পারতেন। এই অবস্থার মধ্যে আমাদের চিকিৎসকরা বারবার বলেছেন, তাকে বাইরের উন্নত হাসপাতালে নেয়া উচিত। কিন্তু সরকার তাকে যেতে দিচ্ছে না। তারা পরিকল্পিভাবে আদালতকে ব্যবহার করে সেটা থেকে তাকে বঞ্চিত করে রেখেছে। এজন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে দেশনেত্রীর মুক্তির আন্দোলন জোরদার করার।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। খালেদা জিয়ার হৃদ্‌রোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে তিনটি ব্লক ছিল। আগে একটা রিং পরানো হয়েছিল। সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে গত রোববার সাবেক প্রধানমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয় বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসকেরা জানান।

গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে তাঁর পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। পরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত ২৭ অক্টোবর। তাঁর স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে সে দফায় ৫ মাসের বেশি সময় চিকিৎসা শেষে চলতি বছরের ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন।
খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ স্থগিত করে তাঁকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ছয় মাস পরপর মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

ভারত দুঃসময়ের বন্ধু, চিনের কাছে অনেক কিছু শেখার আছে’, মন্তব্যে শেখ হাসিনার

ভারতকে দুঃসময়ের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বলেছেন, চীন থেকে শেখার আছে। প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ মনে করল এদিকে ঝুঁকলাম নাকি ওদিকে ঝুঁকলাম। আমি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি।’

গতকাল মঙ্গলবার গণভবনে ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাঁর সূচনা বক্তব্যে ভারতে রাষ্ট্রীয় সফরের অর্জনের কথা তুলে ধরেন।

আগামী ৮ জুলাই চিন সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে দেশের বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সফরে গুরুত্বপূর্ণ স্থান পাবে বাণিজ্য এবং অর্থনীতি।

তাঁর এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বেজিং। এই সফরে, দুই দেশের মধ্যে ১০টি সমঝোতা স্মারকে সই হতে পারে বলে জানা গিয়েছে। হাসিনার এই সফরের অগ্রাধিকার থাকবে বাণিজ্য এবং অর্থনীতি বলে জানিয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রক। এই সফরের আগেই, চিনের কাছে অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘আমার একমাত্র লক্ষ্য হল বাংলাদেশের আরও উন্নতি করা করা। তাই দেশের উন্নয়নে কার সঙ্গে কতটুকু বন্ধুত্ব দরকার, সেটা করে যাচ্ছে সরকার। সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারও সঙ্গে বৈরিতা নয় এই নীতি নিয়ে কাজ আমরা করছি। ভারত আমাদের চরম দুঃসময়ের বন্ধু। আবার চিন যেভাবে নিজেদের উন্নত করেছে, সেখান থেকে অনেক কিছু শেখার আছে। আমি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’

এই সফরেও অন্য বিষয়ের সঙ্গে তিস্তা প্রকল্পর কথা উঠবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহায়তার জন্য চিন এবং ভারত দুই দেশই প্রস্তাব দিয়েছে জানিয়ে হাসিনা বলেন, ‘যে প্রস্তাবটা দেশের মানুষের কল্যাণে আসবে আমি সেটাই করব। কতটা ঋণ নিতে হবে, কতটুকু পারব সবকিছু বিবেচনা করতে হবে।’ তিস্তা প্রকল্প দেখার জন্য ভারত থেকে একটি টেকনিক্যাল গ্রুপ আসবে এবং চিনও একটা সম্ভাব্যতা যাচাই করেছে বলে জানান হাসিনা।

তিনি বলেন, ‘যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য এবং লাভজনক হবে আমরা সেটাই করব।’ হাসিনা বলেন, ‘ভারত যদি প্রকল্পটা করে দেয়, তাহলে সব সমস্যার সমাধানই হয়ে যায়। ভারতের সঙ্গে যদি তিস্তা প্রকল্পটা করা হয়, তাহলে জল নিয়ে আর সমস্যা থাকবে না।’

এমপি আনোয়ারুল হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কামালকে নিয়ে ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযান

মঙ্গলবার বিকাল ৪টা নাগাদ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে ‘গ্যাস বাবু’কে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।ঝিনাইদহ কারাগারের জেলার মহিউদ্দিন আহমেদ বলেন, “আদালতের নির্দেশে তাকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর করা হয়েছে।”

জেলা আওয়ামী লীগের নেতা কাজী কামাল আহমেদকে নিয়ে মুঠোফোন উদ্ধার অভিযানে যায় ডিবি পুলিশ
জেলা আওয়ামী লীগের নেতা কাজী কামাল আহমেদকে নিয়ে মুঠোফোন উদ্ধার অভিযানে যায় ডিবি পুলিশছবি: প্রথম আলো
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যা মামলায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদকে নিয়ে হত্যার আলামত ও মুঠোফোন উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাজী কামাল আহমেদকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের প্রিজন ভ্যানে করে অভিযানে নেওয়া হয়।

পরে কাজী কামাল আহমেদকে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় নিয়ে যায় ডিবি পুলিশ। পায়রা চত্বর-সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুরের কাছে নেওয়া হয় তাঁকে। এ সময় পুকুরপাড়ে দাঁড়িয়ে কাজী কামাল আহমেদের কাছ থেকে শুনে জেলেদের পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝিনাইদহ শহরে নিরাপত্তা জোরদার করে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসেন ডিবি প্রধান হারুন অর রশিদ। তিনি মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার মাহাফুজুর রহমান, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ অন্য কর্মকর্তাদের নিয়ে অভিযান তদারক করেন।

গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন সংসদ সদস্য আনার। তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় জিডি করার পর দুই দেশে তদন্ত শুরু হয়।

এরপর ২২ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, এমপি আনারকে কলকাতার এক বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন শেরে বাংলা নগর থানায় হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলা করেন।পরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতা বাবুকেও গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিনদিনের রিমান্ডে পাঠায় আদালত। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মার্কিন গুপ্তচরবৃত্তি মামলায় চুক্তির পর মুক্তি পেলেন অ্যাসাঞ্জ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পেয়েছেন মার্কিন ‘গুপ্তচরবৃত্তি’ আইন লঙ্ঘনের দায় স্বীকার করে নেওয়ার চুক্তিতে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের নথি ফাঁস করে বহু মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছিল উইকিলিকস।

অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে পাঁচ বছর ধরে ব্রিটেনে আইনি লড়াই চালিয়ে আসছিলেন। চুক্তি অনুযায়ী, তাকে আর যুক্তরাষ্ট্রের কারাগারে যেতে হবে না এবং যুক্তরাজ্যে কারাবন্দি থাকার সময়কে সাজা খাটা হিসেবে গণ্য করা হবে। উইকিলিকস জানিয়েছে, মুক্তি পাওয়ার পর অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি অভিযোগের মধ্যে একটিতে দোষ স্বীকার করবেন তিনি। এই আইনি প্রক্রিয়া বুধবার নর্দার্নমারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে সম্পন্ন হবে। অ্যাসাঞ্জের মুক্তির ভিডিও উইকিলিকস তাদের এক্সে প্রকাশ করেছে, যেখানে তাকে বিমানবন্দরের পথে দেখা যায়।

উইকিলিকস ২০১০ সালে পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দেয়, যা বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দেয়। এর মধ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে আফগান যুদ্ধ সম্পর্কিত ৭৬ হাজার এবং ইরাক যুদ্ধ সম্পর্কিত ৪০ হাজার নথি ছিল। এছাড়া মার্কিন সেনাবাহিনীর একটি ভিডিও প্রকাশ করে, যেখানে ২০০৭ সালে বাগদাদে অ্যাপাচি হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে রয়টার্সের দুজন সংবাদকর্মীসহ এক ডজন মানুষকে হত্যা করতে দেখা যায়।

অ্যাসাঞ্জ ২০১১ সালে সুইডেনে যৌন নিপীড়নের মামলায় লন্ডনে গ্রেপ্তার হন এবং পরে জামিন পান। যুক্তরাষ্ট্রে হস্তান্তরের আশঙ্কায় ২০১২ সালে একুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। সাত বছর দূতাবাসে কাটানোর পর ২০১৯ সালের এপ্রিলে তিনি আবার গ্রেপ্তার হন এবং বেলমার্শ কারাগারে ছিলেন।

কারাগারে থাকাকালে অ্যাসাঞ্জ তার আইনজীবী ও দীর্ঘদিনের প্রেমিকা স্টেলা মরিসকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে।

যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের মতে, অ্যাসাঞ্জের ফাঁস করা গোপন নথিতে নাম থাকা গুপ্তচরদের জীবন দুর্বিষহ করে তুলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত এপ্রিলে অ্যাসাঞ্জের বিচার বন্ধে অস্ট্রেলিয়া সরকারের একটি অনুরোধ বিবেচনা করেন। তবে অ্যাসাঞ্জের মার্কিন আইনজীবী মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন।

অ্যাসাঞ্জের মুক্তির দিনটি তার স্ত্রী স্টেলা মরিস ও সমর্থকদের জন্য একটি বিশেষ দিন হিসেবে বিবেচিত হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি মামলায় স্টর্মি ড্যানিয়েলসের বিশদ জবানবন্দি

ডোনাল্ড ট্রাম্প, যিনি কিনা যুক্তরাষ্ট্রের পূর্ব প্রেসিডেন্ট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী। আদালতে দাঁড়িয়ে তার সাথে যৌন অভিজ্ঞতার কথা বিশদে বিবরণ দিলেন পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলস।
যৌন কেলেঙ্কারির কথা ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন ওই পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। এবং মঙ্গলবার তার বিরুদ্ধে সাক্ষী দেন ওই ৪৫ বছর বয়সী পর্ন তারকা।
২০০৬ সালে হোটেল কক্ষে ট্রাম্পের সঙ্গে কীভাবে তার যৌন মিলন হয়েছিল, তার খুঁটিনাটি তিনি তুলে ধরেন জবানবন্দিতে। সিএনএন লিখেছে, সেই বিবরণ এতটাই বিশদ ছিল যে তাকে থামিয়ে দিয়ে বিচারককে বলতে হয়েছে, এতটা না বললেও পারতেন স্টর্মি ড্যানিয়েলস।
কাঠগোড়ায় বসে প্রায় কয়েক ঘন্টা ধরে ওই তারকা তার নিজের বক্তব্য রাখেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট হওয়ার আগে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। এবং সেই ঘটনাটির কোথাও বিশদে আদালতের সামনে তুলে ধরেন। এই পর্ন তারকা আদালতকে বলেন, ঘটনাটি ঘটে যাওয়ার পর এ নিয়ে আর না ভাবার চেষ্টাই করেছিলেন তিনি।এবং বিষয়টা জানাজানি হওয়ার আশঙ্কাও করছিলেন।
ড্যানিয়েলস জুরিদের বলেন, ২০১৮ সালে মুখ বন্ধ রাখার ব্যাপারটি প্রকাশ্যে আসার পর তার জীবন এলোমেলো হয়ে যায়; তিনি একঘরে হয়ে পড়েন আর নিজের বাড়িতেও নিগৃহের শিকার হন।
তিনি জুড়িদের সামনে বিশদে সমস্ত কিছুর বিবরণ দেওয়ার ফলে ট্রাম্পের আইনজীবীরা তাতে আপত্তি জানায়। এবং বাড়তি কথা বলার জন্য ‘মিসট্রায়ালের’ আবেদন তোলেন।শুধু ‘জুরিদের জ্বালাতন করার জন্যই’ তিনি এত কিছু বলছেন- এমন যুক্তি দেখান আইনজীবীরা। বিচারকরা ওই পর্ন তারকার বিশ্বাস যোগ্যতা নিও প্রশ্ন তোলেন এবং তাকে নানান প্রশ্নে জর্জরিত করেন।
রয়টার্স লিখেছে, ড্যানিয়েলস স্বীকার করেন, তিনি ট্রাম্পকে ‘ঘৃণা’ করেন । তবে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে যে কেন তিনি ঘটনা ঘটে যাওয়ার পর সাত বছর চুপ ছিলেন, এবং এখনো অনেক বিষয়ে অস্পষ্টতা রয়েছে।

তিনি ড্যানিয়েলসের সঙ্গে যৌনমিলনের কথা এবং মুখ বন্ধ রাখার জন্য তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দেওয়ার কথা অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে ড্যানিয়েল বলেন যে ২০১৬ সালে নির্বাচনের আগে ট্রাম্পের কাছ থেকে টাকা আদায় করতে চেয়েছিলেন কারন তিনি জানতেন যে নির্বাচনে যদি ট্রাম্প যেতেন তাহলে আর কোন অর্থ সে দেবে না।
এখনো ট্রাম্পের বিরুদ্ধে তিনটি ফৌজদারি মামলা চলছে। অন্য যে মামলাগুলোতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেগুলো হল, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পরাজয়ের পর ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা এবং প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরার পর রাষ্ট্রীয় গোপনীয় নথি অসাবধানে সংরক্ষণ করা সংক্রান্ত। এই তিনটি মামলায়ই ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

চীনে তীব্র বৃষ্টির কারণে নগরগুলির দুর্বল নিষ্কাশন ব্যবস্থা প্রশ্নের মুখে

এক ঘন্টার ভারী বৃষ্টিতে জলের নিচে তলিয়েছে চীনের দক্ষিণাঞ্চল শহরের রাস্তাগুলি পরিণত হয়েছে নদীতে পাতাল রেলস্টেশনের ভূগর্ভস্থ পথ দিয়ে জল উপচে পড়ছে রাস্তায়। নগর গুলি আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার সম্মুখীন হয়েছে। তবে হতাহতের কোন খবর মেলেনি।
সোমবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত চাংশায় ৬৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জুন মাসে ঘণ্টব্যাপী বৃষ্টির নতুন রেকর্ড এটি, চীনের আবহাওয়া পরিষেবা সূত্রের খবর।ফলে চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশা ভারি বৃষ্টির কারণে তলিয়ে গেছে।বৃষ্টি ও বন্যার কারণে চাংশায় কারও প্রাণহানি হয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। তবে গত কয়েকদিনে গুয়াংডংসহ চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে বন্যা ও ভূমিধসে বহু মানুষের মৃত্যু হয়েছে।
সাধারণত চীনে জুলাইয়ের শেষের দিক করেই এরূপ বন্যার দেখা মিলে কিন্তু জুন মাসে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি, অনেককেই অবাক করেছে। সামাজিক মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় যে পাতাল রেলস্টেশনের ভূগর্ভস্থ পথ দিয়ে জল উপচে পড়ছে রাস্তায়। এবং বিকেলের মধ্যেই আর শহরের দুটি পাতাল রেলের লাইন বন্ধ করা হয় এবং বেশ কয়েকটি পর্যটন স্থানও বন্ধ করা হয়।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, জরুরি বিভাগের কর্মীরা স্থানীয়দের রবারের নৌকায় করে যাতায়াতের ব্যবস্থা করছেন এবং ডুবে যাওয়া বা রাস্তায় আটকা পড়া ব্যক্তিদের এবং গাড়িচালকদের উদ্ধারের জন্য কাজ করছেন।
একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী তার উইবো অ্যাকাউন্টে লিখেছেন “তুমুল বৃষ্টি হচ্ছে, এই রকমভাবে পড়তে থাকতে আমার কম্পাউন্ড একটা দ্বীপে পরিণত হবে।”
তীব্র ঝরো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাতের যুগলবন্দীতে চীনের দক্ষিণাঞ্চলে বন্যার পরিস্থিতি দাঁড়িয়েছে। ব্যাপকভাবে গড়ে তোলা জনবহুল মেগাসিটিগুলোর নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা নিয়ে নানান প্রশ্ন উন্মোচিত হচ্ছে এবং নগরগুলো আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার মধ্যে পড়ছে।
গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণাঞ্চলে বন্যা মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান জানান এবং নিখোঁজ ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান।

৮ই জুলাই চীন সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী

আগামী ৮ জুলাই তিন দিনের সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মাত্র কয়েক দিন আগে তিনি ভারত সফর করে এসেছেন। ভারতের সঙ্গে শীর্ষ বৈঠকে চীনের প্রসঙ্গও উঠেছিল। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক নিয়ে ‘নিশ্চিন্ত’ হতে চায় নয়াদিল্লি। এ অবস্থায় সফরকালে নয়াদিল্লি-বেইজিংয়ের মধ্যে ভারসাম্য আনার সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে ঢাকার কর্মকর্তাদের মধ্যে।

চীন বন্ধু ও উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের পাশে থাকবে ব‌লেও জানান চীনা মন্ত্রী। শেখ হাসিনা ব‌লেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ৫০ বছরের গভীর বন্ধুত্ব রয়েছে। আমরা দুই দেশই আরও গভীরভাবে সম্পৃক্ততা চাই। অবকাঠামো উন্নয়ন, কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ ইত্যাদি খাতে দুই দেশ সহযোগিতা বাড়াতে চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে এসব বিষয়ে ফলাফল বয়ে আনবে।

চীন যে প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং রাজনৈতিকভাবে দুই দেশের সম্পর্ককে নিবিড় করতে চায়, সেটা সিপিসির নেতা লি জিয়ানছাওয়ের কথায় স্পষ্ট। গতকাল সোমবার দুপুরে তিনি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

লি জিয়ানছাও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের দিকে তাকিয়ে রয়েছে চীন।

রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাণিজ্য ঘাটতি কমানোর ব্যাপারে আমরা বলেছি। আমরা বলেছি, ওষুধ, চামড়া ও সিরামিক পণ্যগুলো তারা আমাদের থেকে নিতে পারে।’ বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন বলেও জানান ড. হাছান মাহমুদ।

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশেষ করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চেয়েছি। আমরা গাজা ইস্যু নিয়ে আলোচনা করেছি। এ ব্যাপারে আমরা চীনকে অ্যাকটিভ রোল প্লে করার প্রত্যাশা করি।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, চীন দেখছে, টানা চারবার ক্ষমতায় থাকার মাধ্যমে বাংলাদেশে একটি ক্ষমতাসীন দল রাজনৈতিক দিক থেকে একটি স্থিতিশীলতা তৈরি করেছে। এই পরিস্থিতিতে দেশটি বাংলাদেশের সঙ্গে বৃহত্তর রাজনৈতিক সহযোগিতায় মনোযোগ দিচ্ছে।

জানতে চাইলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে স্পষ্ট যে রাজনৈতিক সম্পর্ক জোরদারে তাদের বিশেষ আগ্রহ রয়েছে। কারণ, সিপিসির চিন্তাভাবনার প্রতিফলন ঘটে সরকারের নীতি কৌশলে। ফলে তারা বাংলাদেশের সঙ্গে যেভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায়, সেভাবে এগিয়ে যেতে আমরা তৈরি কি না, সেটা নিজেদের প্রস্তুতির ওপর নির্ভর করছে।’

ভারতের সঙ্গে জনগনের সম্মতি ছাড়া রেল চলাচল চুক্তি সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত: এবি পার্টি

গত সোমবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এবি পার্টির নেতারা।দেশের জনগণকে না জানিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর দিয়ে ভারতের সঙ্গে ট্রেন চলাচলের চুক্তিকে সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, ‘দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আওয়ামী লীগ সরকার যে অন্যায় চুক্তি করেছে, আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আসুন ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করি, নিজেদের আত্মমর্যাদা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের নাগরিক অধিকার নিশ্চিত করি।’

এ সময় তিনি পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে টেনে বলেন, ‘প্রজাতন্ত্রের কতিপয় কর্মচারী কীভাবে এত পরিমাণ সম্পদ অর্জন করেছে, তা দেশের মানুষের জানার অধিকার আছে, এই জবাব জনগণকে দিতে হবে। আমি বুঝতে পারি না পুলিশ অ্যাসোসিয়েশন মতো একটি সংগঠন দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে কেন বিবৃতি প্রদান করল। যারা ক্ষমতার দাপটে অবৈধ সম্পদ অর্জন করেছে তদন্তের কারণে তাদের আতঙ্কিত হওয়ার কথা, কিন্তু পুলিশ অ্যাসোসিয়েশন কেন আতঙ্কিত হচ্ছে, আমরা তা জানতে চাই।’

এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী এতে সভাপতিত্ব করেন। দলটির সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, কেন্দ্রীয় নেতা লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমরা দিল্লিকে বলতে চাই- বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করে একটি অবৈধ, অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে চুক্তি করে হয়তো সাময়িক সুবিধা নিতে পারবেন, কিন্তু দীর্ঘ মেয়াদে এ দেশের জনগণ এই অসম চুক্তি মেনে নেবে না।

শেখ হাসিনা দেশকে বিক্রি করে না, মন্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী

দিল্লি সফর নিয়ে মঙ্গলবার (জুন ২৫) সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন,শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না। আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা মনে রাখা উচিত।’ একটা দেশের মধ্যে অন্য দেশের ট্রানজিট দিলে কোনো ক্ষতি নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

শেখ হাসিনা বলেন, আমার একটা প্রশ্ন আছে। বিক্রির ওজনটা কিভাবে করা হয়েছে? কোন কিছু বিক্রি হলেতো ওজন মেপে হয় না? এখনতো ইলেকট্রনিক মেশিন আছে।আগে দাঁড়িপাল্লায় মাপা হত। তো কিসে মেপে বিক্রি হচ্ছে? আর বিক্রিটা হয় কিভাবে?

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ। মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যারা এই সমালোচনা করে তাদের জানা উচিত, সারাবিশ্বে একটি মাত্র মিত্র শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, নিজেদের রক্ত ঝরিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। আমাদের সব মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে। বিশ্বে যারাই কোনো যুদ্ধে মিত্র শক্তির সহযোগিতা পেয়েছে, তারা কিন্তু সেই দেশ ছেড়ে কোনোদিন ফেরত যায়নি। এখনো জাপানে আমেরিকান সৈন্য, জার্মানিতে রাশিয়ান সৈন্য আছে। এখানে ভারত ব্যাতিক্রম। তারা মিত্র শক্তি হিসেবে আমাদের পাশে যুদ্ধ করে এসেছে। যখনই জাতির পিতা চেয়েছেন ভারত তাদের সৈন্য দেশে ফেরত‌ নিয়ে গেছে। তারা যুদ্ধের সরঞ্জাম সবকিছু নিয়েই এখানে যুদ্ধে এসেছিলো। পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিলো তাদের কাছে। কিন্তু আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। কারণ তারা ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করেছে। এরপরেও যারা কথা বলে যে, ভারতের কাছে বিক্রি হয়ে যাবে,‌ সেই বিক্রিটা হয় কিভাবে? সেটাই তো আমার প্রশ্ন।

ভারতের সাথে ওষুধের চুক্তিতে বাংলাদেশে ওষুধের দাম কমবে কি না বা আমাদের দেশের মানুষ কম খরচে চিকিৎসা সেবা পাবে কি না-এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘ওষুধ শিল্পের অনেক কাঁচামাল ওখান থেকে আনতে হয়। আর কিছু কিছু ওষুধ আছে, যা এখনো আমরা উৎপাদন করি না। যদিও আমাদের ওষুধ শিল্প অনেক উন্নত এবং পৃথিবীর বিভিন্ন দেশের এক-দেড়শ ওষুধ রপ্তানি করি। এরপরও কিছু কিছু বিশেষ ওষুধ থাকে, যা আমাদের দেশে সেভাবে শিল্প গড়ে ওঠেনি। সেক্ষেত্রে আমাদের দেশের মানুষ লাভবান হবে।

তিনি বাংলাদেশের অনেক মানুষ ভারতে চিকিৎসা নিতে যান। সেজন্য ভিসা সহজে করা যায়, আমরা করে দিয়েছি। আমরা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারবো আর যতো বেশি ব্যবসা বাণিজ্য আদান প্রদান হবে, এতে বাংলাদেশই লাভবান হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চিনের কাছে ঋণের অনুরোধ

Asia Monitor18 জাতীয় সংসদ প্রশ্ন- উত্তর পর্বে সভাপতিত্ব করেন স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো হামিদুল হক খন্দকার তিস্তার উন্নয়নমূলক বিষয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। প্রধানমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। এর জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বৈদেশিক সাহায্য অনুসন্ধান কমিটির ৫১ তম সভায়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্দেশ্যে ঋণ পেতে চিন সরকারকে অনুরোধের  সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেখ হাসিনা আর ও বলেন যে চিন সরকার এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য আরও বিশদে সমীক্ষার বিষয় পরামর্শ দেন। ‘পাওয়ার চায়না’ বিভাগ চিন সরকারের নির্দেশ মত গত বছরের ২৭ আগস্ট ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট সংশোধনের প্রস্তাব বাংলাদেশ জল উন্নয়ন বোর্ডে পাঠিয়েছে। এর পরিপ্রেক্ষিপ্তে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী বলেছেন, উত্তর বঙ্গের তিস্তা নদীর পাড়ে বসবাসকারী মানুষদের দুঃখ মেটানোর জন্য তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প রুপায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পে চিন সরকারের আর্থিক সহায়তায়ে সমীক্ষা সম্পন্ন করে প্রায় ৮হাজার ২১০ কোটি টাকার পিপিডি ২০২০ সালের আগস্টে ইআরডিতে দেওয়া হয়েছিল। এছাড়াও গত বছর চিন সরকার ৫ই মার্চ ইআরডিতে একটি মূল্যায়ন প্রকাশ করে যেখানে উল্লেখিত ছিল যে বড় আকারের ভূমি ও উন্নয়ন এবং নৌ চলাচল উন্নয়নের বিষয় বেশি বিশ্লেষণ থাকবে না ও বড় আকারের বিনিয়োগ বিষয়গুলির উল্লেখ থাকবে।

লক্ষ্মীপুর -১ আসনের সংসদ সদস্য ডঃ আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জবাব দিয়ে বলেন,” দেশের বেশি বজ্রপাত প্রবণ ১৫ টি জেলায়ে বজ্রপাতের ফলে প্রাণহানি আটকানোর জন্য বজ্রনিরধক ব্যবস্থা গ্রহণ করার কাজ চলছে। এই প্রকল্পের জন্য ৬হাজার ৭৯৩ টি বজ্র নিরোধক ছাউনি তৈরি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

error: Content is protected !!