Daily Archives: June 28, 2024

মইজ্জুকে কালো জাদুর অভিযোগে গ্রেপ্তার নারী মন্ত্রী

Asia Monitor18 মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু কে কালো জাদু করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে এক নারী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা ওই মন্ত্রীর নাম হল ফাতিমাত শামনাজ আলি সালিম। ইনি হলেন মালদ্বীপের পরিবেশ ,জলবায়ু পরিবর্তন ও জ্বালানী বিষয়ক প্রতিমন্ত্রী। আবার শামনাজের প্রাক্তন স্বামী তথা প্রেসিডেন্টের অফিসে মন্ত্রী পদমর্যাদায় কর্মরত অ্যাডাম রামিজকেও গ্রেপ্তার করা হয়। স্থানীয় নানা সংবাদমাধ্যম সহ সান জানিয়েছে, কালো জাদু করার জন্য সালিমকে গ্রেপ্তার করা হয়েছে তবে মালদ্বীপের পুলিশ প্রতিবেদনটি নিশ্চিত বা অস্বীকার করেননি। মইজ্জুর ওপর কালো জাদু করার ঘটনাটি প্রথম ২৩ শে জুন ধরা পড়ে। ঘটনাটি সামনে আসার পর চার অভিযুক্তকে সাত দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়। এরপর বুধবার শামনাজকে পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে বাদ দেওয়া হয়। গত বছর মালদ্বীপে মইজ্জু রাষ্ট্রপতি হওয়ার পর শামনাজ মালে সিটি কাউন্সিল থেকে পদত্যাগ করে প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। অন্যদিকে শামনাজের প্রাক্তন স্বামী মইজ্জুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। যিনি তখন মেয়র ছিলেন।

মালদ্বীপ একটি মুসলিম দেশ। মালদ্বীপের আইন অনুসারে জাদুবিদ্যা কোন ফৌজদারি অপরাধ নয়। তবে এইরকম কাজে ইসলামিক আইনের অধিনে ছয় মাসের কারাদণ্ড হতে পারে।শামনাজ কে আরও দুইজনের সাথে রাখা হয়েছে। ২০২৩ সালে মালদ্বীপের মানাধুতে প্রতিবেশীর ছুরির আঘাতে ৬২ বছর বয়সি এক মহিলা নিহত হয়। পুলিশকে উদ্ধৃত করে তারা বলেছে হত্যার শিকার ওই নারী জাদুবিদ্যা করেছিলেন এমন কোন প্রমাণ নেই। এর আগে ২০১২ সালে পুলিশ অফিসারদের ওপর অভিশপ্ত মোরগ নিক্ষেপ করার অভিযোগে পুলিশ একটি বিরোধী রাজনৈতিক সমাবেশের ওপর দমন- পীড়ন চালিয়েছিল।

৮০ পার করল পশ্চিমা গণমাধ্যমের নিষেধাজ্ঞা

Asia Monitor18 ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রায় ৮১ টি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া। নিষিদ্ধ করার কারণ হিসেবে জানা গেছে ওই গণমাধ্যমগুলি দীর্ঘদিন ব্যাপি রাশিয়ার বিরুদ্ধে সংবাদ সম্প্রচার করছিল। অর্থাৎ গণমাধ্যম গুলি নিষিদ্ধ করার অর্থ হল রাশিয়ার মানুষ আর ওই গণমাধ্যমগুলি দেখতে পাবে না। এছাড়াও ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা কিছু অসত্য তথ্য প্রদান করছিল বলে অভিযোগ রাশিয়ার। ফলে রুশ জনগণ এগুলি আর দেখতে পাবে না। রাশিয়ার মতে ইউক্রেনের অভিযান যুদ্ধ নয় এটিকে আসলে সেনা অভিযান বলেছে রাশিয়া। কেউ এটিকে যুদ্ধ বললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে রাশিয়া। কিন্তু অধিকাংশ গণমাধ্যমই এটিকে যুদ্ধ বলে স্বীকার করছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গেলেই আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। এর আগেও বেশ কয়েকটি গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  

মঙ্গলবার রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, এমন সিদ্ধান্তের পিছনে মে মাসের একটি ঘটনা জড়িত। সেই সময় ইউরোপীয় ইউনিয়ন চারটি গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করে। সেই সময় অভিযোগ ছিল ক্রেমলিনের হয়ে অপপ্রচার করছে ওই গণমাধ্যমগুলি। প্রাগের ভয়েস অফ ইউরোপ ও সেই তালিকাভুক্ত ছিল যারা সরাসরি পশ্চিমা বিশ্বের বিরোধিতা করে। যে গণমাধ্যমগুলি বন্ধ করা হয়েছে তার মধ্যে ফরাসি সংবাদসংস্থা এএফপি , জার্মানির স্পিগেল, স্পেনের এল প্যারিস এবং অস্ট্রিয়া ও ইতালির জাতীয় সংবাদসংস্থাও উপস্থিত। বিখ্যাত সংবাদমাধ্যম পলিটিকোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইইউর ভাইস প্রেসিডেন্ট রাশিয়ার এই পদক্ষেপকে ‘নন্‌সেন্স’ বলেছেন। মস্কো জানিয়েছে তারা এই পদক্ষেপ ফিরিয়ে নিতে পারে তবে সেজন্য ইইউ যে গণমাধ্যমগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তা তুলে নিতে হবে। রাশিয়া বলেছেন আমরা বার বার সতর্ক করেছিলাম ইইউতে যে সংবাদ প্রতিষ্ঠানগুলি রাশিয়ার পক্ষে কথা বলছে তাদের সমস্যায় ফেলা যাবে না। কিন্তু ইইউ তখন কথা শোনেনি।

গোলাগুলি না থামায় রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশে

Asia Monitor18 মায়ানমারের রাখাইন রাজ্যের মং ডু শহরে দখল নিতে আরাকান আর্মিরা দেশটির সৈন্যদের সাথে তুমুল লড়াই চালাচ্ছে। আর শহরটি নিজেদের নিয়ন্ত্রণ থেকে যাতে না বিচ্ছিন্ন হয়ে যায়ে সেই ভয় দেশের সৈন্যরাও পালটা হামলা চালাচ্ছে। এই হামলার বিস্ফোরণের শব্দে গত তিনদিন ধরে কাঁপছে টেকনাফ সীমান্ত।আরাকান আর্মিরা স্থল ,আকাশ, জলপথ থেকে হামলা চালাচ্ছে। এই যুদ্ধের ফলে প্রাণহানিও ঘটছে বহু। আরাকান আর্মিরা তাদের দখলে নিতে চাইছে শহরটি। মায়ানমারে এখন প্রায় সাত লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্যে রাখাইন রাজ্যের বুথেডঙে আড়াই লাখ, মংডুতে তিন লাখ, এবং অবশিষ্টাংশ আকিয়াবসহ অন্য শহরে রয়েছে। মংডুতে হামলা চলছে যেখানে প্রায় অধিকাংশ রোহিঙ্গাদের বসবাস। হামলার জেরে তাদের উল্লেখযোগ্য একটি অংশ স্নাফ নদী অতিক্রম করে বাংলাদেশের টেকনাফে পালিয়ে আসার চেষ্টা করছে।

এই গৃহযুদ্ধের ফলে মংডু শহরের সুদাপাড়া, হাদিবিল, মুন্নি পাড়া, সিকদার পাড়া এছাড়াও আরও বিবিধ পাড়া ছেড়ে জনগণ পালাতে বাধ্য হচ্ছেন। এছাড়াও নাফ তীরে  বসবাসকারী রোহিঙ্গারা নৌকা বোঝাই করে নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। কিন্তু শত শত নারী, পুরুষ, শিশুদের নিজদেশে ফিরিয়ে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। হাজার হাজার রোহিঙ্গারা জড় হয়ে সুযোগ পেলেই সীমান্তে পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে তবে তারা যাতে অনুপ্রবেশ না করতে পারে তাই সীমান্ত নাফনদে বিজিবি কোস্ট গার্ড সতর্কতা অবলম্বন করছেন। চলতি বছরের শুরু জানুয়ারি থেকে মে পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩ হাজার ৩৫৪ জন রোহিঙ্গাকে তারা আটক করে তাদের মায়ানমারে ফেরত পাঠায়। এদের মধ্যে ৭৪৯ জন ছিল শিশু ও ৮৪৮ জন নারী এবং ৭৫৭ জন পুরুষ ছিল। তিনজনকে থানায় দেওয়া হয়। টানা সাড়ে তিন মাস ধরে এই লড়াই চলছে।  

মায়ানমারের উত্তরাঞ্চলে বিদ্রোহী ও জান্তা সৈন্যদের তুমুল লড়াই

Asia Monitor18 শান রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির সদস্যরা মঙ্গলবার ভোরের দিকে কিয়াউকমি শহরে জান্তা সৈন্যদের অবস্থান নিশ্চিত করে হামলা চালায়। ন্যাটগি পিপলস ডিফেন্স ফোরস মঙ্গলবার জানিয়েছে ২ থেকে ২৫ জুনের মধ্যে মান্দালায় অঞ্চলের মাইনগিয়ান জেলায় প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় একজন মেজর সহ ৪০ জনের ও বেশি মায়ানমার জান্তা সামরিক সৈন্য নিহত হয়েছে ও অন্য পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আটক করা পাঁচ সৈন্য এর মধ্যে আরেক জান্তা মেজর ছিলেন। মায়ানমারের সঙ্গে চিনের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে শহরটি অবস্থিত। বেসামরিক জাতীয় ঐক্য সরকারের নেপত্থে মাইংইয়ান জেলা পিডিএফ  ব্যাটালিয়ন ৪ গঠন করে বলেছে এটি ও অন্যান্য বেশ কয়েকটি প্রতিরোধ গোষ্ঠী একসাথে গত তিন সপ্তাহে শাসক বাহিনীর সাথে ১২ টির ও বেশি সংঘাতে জড়িত।

সংঘর্ষের সময় পরাজিত জান্তা সৈন্যদের কাছ থেকে ২১ টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ পাওয়া যায়। স্থায়ী বাসিন্দা সূত্রে খবর, এই সপ্তাহগুলিতে জান্তা সৈন্য ও শাসন- বিরোধী প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে একাধিক সংঘাত নাটোগি টাউনশিপকে কাঁপিয়ে তুলেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে দ্রন দ্বারা বোমা বর্ষণ ও ভয়ানক সংঘর্ষে নিহত বেশ কয়েকজন শাসক বাহিনীর মৃতদেহ দেখা যাচ্ছে। সোমবার ৪০ সৈন্য এর ইউনিট নাটোগির উত্তর অংশের কিয়াউক তান গ্রামে বাড়িঘর পুড়িয়ে দেয় ও প্রায় ১০০০ গ্রামবাসীকে তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। বিমান হামলা হওয়ার ফলে গ্রামের মঠ এবং বেসামরিক বাড়ি ধ্বংস হয়। দক্ষিণ নাটোগির বাসিন্দা বলেছে, “আজকাল প্রায় প্রতি রাতেই আমাদের এলাকায় ফ্লাইট ওড়ে এবং আমরা চিন্তা করি যে হয়ত বোমা ফেলা হবে। এই ভয় আমরা রাতে ঘুমানোর সাহস পাই না।

অতি বাম বা ডানপন্থীদের বিজয় গৃহযুদ্ধের হুশিয়ারি ম্যাক্রোর

Asia Monitor18 পলিটিকো একটি আমেরিকান রাজনৈতিক সংবাদপত্র যেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সোমবার একটি সতর্কবার্তা জারি করে বলেছেন, এই মাসের আসন্ন স্ন্যাপ নির্বাচনে অতি বাম বা ডান পন্থীদের বিজয়ের ফলে গৃহযুদ্ধ শুরু হতে পারে। ফরাসি অর্থমন্ত্রী লে মায়ার শুক্রবার সতর্ক করে বলেছিলেন ইউরোপ অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি আর্থিক সঙ্কটের সম্মুখীন হবে যদি আসন্ন সংসদ নির্বাচনে ডান বা বামরা জয়লাভ করে। রবিবার ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে মেরিন লে পেনের ইউরসেপটিক ন্যাশনাল র‍্যালি (আরএন) এর মাধ্যমে তার ক্ষমতাসীন কেন্দ্রবাদি দলকে তিরস্কার করার পর ম্যাক্রো অপ্রত্যাশিত ভাবে নির্বাচনের ডাক দেওয়ার পরে রাজনৈতিক অনিশ্চয়তা এরই মধ্যে ফরাসি বন্ড ও স্টকগুলির একটি নৃশংস বিক্রয় বন্ধের সূত্রপাত করেছে।

ম্যাক্রো উল্লেখ করেছেন যে, নিরাপত্তাহীনতার প্রতি ডানপন্থীদের দৃষ্টিভঙ্গির সমালোচনা করে যুক্তি দিয়ে  বলেছেন, “এটি মানুষকে তাদের ধর্ম বা উৎসের দিকে কমিয়ে দেয়” এবং যা মানুষকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। ঠিক একইভাবে তিনি নির্বাচনী লাভের জন্য ধর্মীয় বা জাতিগত লাইনে মানুষদের বিভক্ত করার বামপন্থীদের ধিক্কার জানিয়ে বলেছেন এই জাতীয় কৌশলগুলি সংঘাতের বীজ বপন করে। ফরাসি প্রেসিডেন্ট যখন ৯ই জুন একটি স্ন্যাপ ইলেকশন ডেকেছিলেন তখন ইউরোপীয় নির্বাচনে তার জোট অতি ডান জাতীয় সমাবেশে পরাজিত হওয়ার পর হৈ চৈ শুরু হয়ে যায়। সাম্প্রতিক জরিপগুলি পরামর্শ দেয় যে রবিবারের প্রথম রাউনডে জাতীয় সমাবেশ ৩৫ শতাংশ জিতবে, একটি বামপন্থী জোটের চেয়ে এগিয়ে  যার মধ্যে ফ্রান্স আনবড পার্টি রয়েছে ২৭ শতাংশ ও ম্যাক্রোর কেন্দ্রবাদী ১৯ শতাংশ।

যখন আপনি বিরক্ত হন ও দৈনন্দিন জীবন কঠিন হয় তখন আপনি চরমতার পক্ষে ভোট দিতে প্রলুব্ধ হতে পারেন যার দ্রুত সমাধান রয়েছে। কিন্তু সমাধান কখনই অন্যকে প্রত্যাখান করা হবে না।

আচমকা আগত বৃষ্টিতে তলিয়ে গেছে চাংশ

Asia Monitor18 চিনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশতে ভারী বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই টানা বৃষ্টির কারণে জলের তলায় তলিয়ে গেছে চাংশ। নগরটির রাস্তাগুলো নদী বলে মনে হচ্ছে। পাতাল রেলের সুরঙ্গ ও মানুষের ব্যবহৃত আণ্ডারপাসগুলো জলে ডুবে গেছে। চিনের আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার স্থানীয় সময় সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত ৬৫.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চাংশ। জুন মাসে ১ ঘণ্টার এই বৃষ্টি নতুন রেকর্ড গড়েছে। দেখা গেছে পাতাল রেল স্টেশনের পথ দিয়ে জল উপছে রাস্তায় জল চলে আসছে। বিকেলের মধ্যে অবশ্য শহরটির দুটি পাতাল রেল বন্ধ করে দেয়। এছাড়াও কিছু পর্যটন স্থলও বন্ধ করে দেয়। একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী বলেছেন “তুমুল বৃষ্টি হচ্ছে এভাবেই চলতে থাকলে আমার কম্পাউনড একটি দ্বীপে পরিণত হবে”।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে জরুরী বিভাগের কর্মীরা স্থানীয়দের রবারের নৌকায় করে যাতায়াত করার ব্যাবস্থা করেছে এবং রাস্তায় আটকে পড়া গাড়ি চালকদের উদ্ধার করার কাজ করছে। বৃষ্টি ও বন্যায় কোন মানুষের প্রাণহানি হয়নি বলেই জানা গেছে। তবে কিছু জায়গায় বন্যা ও ধসে বহু মানুষ মারা যায়। গত সপ্তাহে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণাঞ্চলে বন্যা মোকাবিলার জন্য চেষ্টা করে ও নিখোঁজ ও আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানান।

জুন মাসে এমন বৃষ্টিপাত অনেককেই আশ্চর্য করে তুলেছে। সাধারণত জুলাইয়ের শেষের দিকে এমন প্রবল বর্ষার দেখা পাওয়া যায়। তবে এই বর্ষা হটাত করেই হানা দেয় চিনে।

অপ্রত্যাশিত হামলা ক্রাইমিয়ায়ঃ দোষী যুক্তরাষ্ট্র

Asia Monitor18 রাশিয়া ২০১৪ সালে অবৈধভাবে ইউক্রেনের এই ক্রাইমিয়া উপদ্বীপ দখল করে নিজের দেশের সঙ্গে সংযুক্ত করে। এইজন্য এই উপদ্বীপটিকে রাশিয়ার অঞ্চল হিসেবে অনেক দেশিই স্বীকৃতি দেয় না। এর ফলে রাশিয়ায়ে ইউক্রেনের মার্কিন অস্ত্রের সাহায্যে হামলা না চালানোর শর্ত অর্থহীন বলে মনে করা হয়। রাশিয়া অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের সেভাস্তপলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা ও হতাহতের জন্য মস্কোয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে দোষী করছে রাশিয়া। হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দোষ দিয়ে এর পরিণতি ভোগ করার হুমকি দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন যে ক্ষেপণাস্ত্র গুলি ব্যবহার করেছেন সেগুলি যুক্তরাষ্ট্রের এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র।গত রবিবার সেভাস্তপলে এই হামলা হয়। এই হামলায়ে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা গুচ্ছ বোমা ওয়ারহেড যুক্ত পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থা। আর তাই করতে গিয়ে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই হতাহতের ঘটনায়ে ১৫০ জন আহত হয় এবং ২ শিশু সহ চার জন মারা যায়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গিয়ে পড়েছিল কাছের একটি সৈকত।

ক্রেমলিনের  মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমেরিকা ও ইউরোপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখান এবং রাশিয়ার শিশুদের মৃত্যুর জন্য দায়ী করেন। তবে এই হামলাকে ঘিরে অনেক অস্পষ্টতা রয়েছে। এছাড়াও তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মন্তব্যের দিকে ইঙ্গিত করেছেন যেখানে পুতিন এক মন্তব্যে বলেছেন যে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা দেশগুলোকে হামলা করবে রাশিয়া। অন্যদিকে জানা গেছে ইউক্রেনকে এক বছরেরও বেশি সময় ধরে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। লকহিড এর তৈরি এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনীয় বাহিনী ৩০০ কিলোমিটার দূরে আঘাত করতে পারে।

রাশিয়ার দাগেস্তানে হামলা আক্রমণকারীদের

Asia Monitor18 রাশিয়ার মুসলিম প্রধান অঞ্চল দাগেস্তান। এই দাগেস্তানের দুটি শহরে হামলা চালায় বন্দুকধারীরা। স্থানীয় সময় ববিবার সন্ধ্যায় মাখাচকালা ও ডারবেন্তে হামলা চালান হয়। আক্রমণকারীরা প্রথমে ডারবেন্তে ইহুদিদের উপাসনালয় সিনানগে আগুন লাগিয়ে দেয় এবং মাখাচকালা শহরে খ্রিষ্টানদের একটি গির্জায় হামলা চালিয়ে ৬৬ বছর বয়সি ধর্মযাজক নিকলাই কোটেলনিভকে খুন করেন। এছাড়াও কাস্পিয়ান সাগরের তীরে প্রায় ১২৫ কিলোমিটার উত্তরে মাখাচকালায় অস্ত্র দিয়ে ট্রাফিক পোষ্টে ভয়ঙ্কর হামলা চালায়। মৃতের সংখ্যা বেড়ে সোমবার ১৯ জনে দাঁড়ায়। দাগেস্তান অঞ্চলের গভর্নর জানিয়েছেন, এটি দাগেস্তান ও পুরো দেশের জন্য ট্র্যাজেডির একটি দিন। তিনি বলেছেন বিদেশি বাহিনী এই হামলায় জড়িত। তবে এ বিষয় বিস্তারিত কিছু জানাননি। এছাড়াও গভর্নর বলেন এটি আমাদের ঐক্যকে বিচ্ছিন্ন করার একটি প্রচেষ্টা মাত্র।

রাশিয়ার কর্মকর্তারা সোমবার সর্বশেষ তথ্যে জানিয়েছেন, রবিবারের এই হামলার ঘটনায় ১৫ জন পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশের গণমাধ্যম সূত্রে খবর, পাঁচজন হামলাকারী নিহত হয়েছে।কয়েকজনকে ফুটপাতে গুলি করে মারা হয়েছে।  এখন কোন গোষ্ঠী হামলার দায়ী মেনে নেইনি। দাগেস্তানের স্বাস্থ্য সেবা মন্ত্রকের মতে আরও ৪৬ জন আহত হয়েছে। এর আগে মাত্র তিন মাস আগে চলতি বছরের ২২ মার্চ রাশিয়ার রাজধানী মস্কোর ক্রকাস হলে এক সঙ্গীতানুষ্ঠানে জঙ্গি হামলায় ১৪৫ জন নিহত হয়েছিল। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলার দায়ী স্বীকার করেছিল। এই ঘটনায় দাগেস্তানে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। দেখা গেছে নিহত পুলিশদের মৃত দেহগুলি সারিবদ্ধভাবে রেখে লাল কারনেশন ফুল দিয়ে ঢেকে রাখা হয়েছে।

মস্কোর বড় অফিস ভবনে আগুন

Asia Monitor18 রাশিয়ার রাজধানী মস্কোর থেকে ২৫ কিলোমিটার উত্তর- পূর্বের ফ্রায়াজিনর বড় অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে। এই অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে। অফিস থেকে মাত্র একজনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভয়াবহ আগুনে ভবনের ভিতর ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দুইজন আগুন থেকে বাঁচার জন্য জানালা দিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আটতলা কমপ্লেক্সের উপরতলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। তাস সূত্রে খবর, এটি এক্ সময় প্লাটান রিসার্চ ইন্সিটিউট ও প্রতিরক্ষা শিল্প ভবন ছিল বলে জানা গেছে। আবার ভবনটি ১৯৯০ এর দশক থেকে ব্যক্তি মালিকানাধীন বলে জানিয়েছে ইলেকট্রনিক্স সংগঠন রুসেলেক্ত্রনিক্স।

জরুরী মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনার কাজে ২ টি হেলিকপ্টার ও ১৩০ জনের বেশি সদস্যকে কাজে বহাল করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সঠিকভাবে জানা যাইনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সাততলায় আগুন লাগে এবং অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে।ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনের সব আসবাবপত্র সহ বহু জিনিস। ৩৪ বছর বয়সি এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ইনি সেই ব্যক্তি যাকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে এছাড়াও দুই দমকলকর্মীকে চিকিৎসা প্রদান করা হয়। অ্যান্ডরে ভরবিয়ভ বলেছে,প্রায় ৩০ টি কোম্পানি ভবনটিতে অফিসের জন্য জায়গা ভাড়া নিয়েছিল। আগুনের ঘটনায় ফৌজদারি মামলা করা হয়েছে কীভাবে এই আগুনের সূত্রপাত হয় তা খতিয়ে দেখার জন্য।

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার জন্য আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব উপহার পাঠানো হয়। উপহার হিসেবে ২০টি কার্টুনে করে ৪০০ কেজি হাড়িভাঙ্গা জাতের আম, ৫০ কেজি ইলিশ মাছ ও ৫০ কেজি মিষ্টিসহ মোট ৫০০ কেজি উপহার সামগ্রী ত্রিপুরা মুখ্যমন্ত্রীর জন্য পাঠানো হয়।

উপহার সামগ্রীগুলো বন্দরে সি এন্ড এফ ক্লিয়ারেন্স কাজ করেন শোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকার মো: রাজিব ভূঁইয়া।উপহার হস্তান্তরকালে বাংলাদেশের সীমান্তের শূন্যরেখায় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. রাহাতুল ইসলাম, আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আব্দুল কাইয়ুম তালুকদার, স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাপ্পি, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ মো: খাইরুল আলম, ৬০ বিজিবি আইসিপি হাবিলদার মো: রহুল আমিন, আগরতলা কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট দিব্যেন্দু ভৌমিক।

বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা মূখ্যমন্ত্রীর জন্য আম, ইলিশ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন। বাংলাদেশ ও ত্রিপুরা যে সম্পর্ক সেটি কিন্তু ১৯৭১ সালের আগে থেকেই সহমর্মিতা ও সহঅবস্থান বজায় আছে। এটার মাধ্যমে ভারত-বাংলাদেশের যে গভীর সম্পর্ক সেটি আরো মজবুত হবে ও ত্রিপুরার সাথেও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রীর এই উপহারসামগ্রীগুলো আমরা ত্রিপুরা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিব।’

error: Content is protected !!