Daily Archives: June 2, 2024

হামাস- ইসরায়েলের যুদ্ধের তীব্রতা শিখরে

Asia Monitor18 গাজার উত্তরাঞ্চলে হামাস ও ইসরায়েলি সেনা পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। যেখানে ইসরায়েলি সেনারা যুদ্ধবিমান,হেলিকপটার ও আর্টিলারি ব্যবহার করছে সেখানে হামাস তাদের সাথে সাহসিকতার সঙ্গে নিজেদের জীবন বাজি রেখে অল্প কিছু ক্ষেপণাস্ত্র ও রকেট নিয়ে লড়াই করছে। জাবালিয়া শরণার্থী শিবিরে নির্দয়ে ভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। সাধারণ মানুষের বাড়িঘর ভেঙে চুরমার করে দিচ্ছে ।এর ফলে একদিনে প্রায় ৩৭ জন শিশু ও নারী নিহত হয়েছে।

বহু মানুষকে এখনও উদ্ধার করা যাইনি। ফলে কতজন মানুষ মৃত তা নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি। এও জানা গেছে যে আল আওদা হাসপাতালে নিয়ে যাওয়া রোগীদের দেওয়ার জন্য এক ফোঁটা জল নেই ফলে তাদের অবস্থা আরও শোচনীয়। বহু মানুষ এখনও পর্যন্ত গৃহহীন। অনেকে তারা তাদের প্রিয়জনকে হারিয়েছে। গাজার দক্ষিণ অঞ্চলে হামলা জোরদার হওয়ার ফলে রাফা থেকে পালাতে বাধ্য হয় আশ্রয় নেওয়া বহু ফিলিস্তিনি।

অন্যদিকে হেলিকপ্টার দুর্ঘটনায়ে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ফলে হামাস ইসরায়েল যুদ্ধ কোন দিকে মোড় নেবে তা নিয়ে সন্দেহ প্রকাশ বিশ্লেষকদের।  

ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন

Asia Monitor18 হেলিকপ্টার দুর্ঘটনার পর ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের কোন খোঁজ  খবর পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজ পেতে দুর্গম পাহাড়ি এলাকায়ে তল্লাশি চালানো হচ্ছে। তবে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ভাহিদি বলেছেন এই কাজে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তবে এই ঘটনায়ে ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনায়ে তার মৃত্যুর পর নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়েছে। সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মোহাম্মদ মখবের হলেন নতুন প্রেসিডেন্ট।এটি জানিয়েছেন দেশের সর্বচ্চ নেতা আলী খমেনি। এছাড়াও ৫ দিনের শোক ঘোষণা করা হয়েছে ইরানে।

সংবিধানের ১৩১ নম্বর ধারায় বলা হয়েছে, মৃত্যু, বরখাস্ত, পদত্যাগ কিংবা অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রেসিডেন্ট দুই মাসের বেশি অনুপস্থিত থাকলে অথবা প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কোনো কারণে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে দেরি হলে সর্বোচ্চ নেতার অনুমোদনক্রম প্রথম ভাইস প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।এরপর ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।

 অর্থাৎ মোহাম্মদ মোখবের আগামী ৫০ দিনের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এরপর নির্বাচিত প্রেসিডেন্টের হাতে চলে যাবে রাষ্ট্রের দায়িত্বভার।

মস্কোর শক্তিশালী হামলা ইউক্রেনের খারকিভে

Asia Monitor18 ইউক্রেনের খারকিভ অঞ্চলে হামলা চালাচ্ছে মস্কো। রাশিয়ার সেনাবাহিনীকে এগোতে দিচ্ছে না বলে জানালেও তা না মেনে হামলা চালাচ্ছে মস্কো। গত ১০ই মে থেকে চলে আসা এই হামলা সামাল দিতে পারছে না ইউক্রেন। রবিবারের জোড়া হামলাতে প্রায় ১১ জন নিহত। ইউক্রেন সূত্র অনুযায়ী বেলগ্রেড অঞ্চল থেকে প্রথম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

এরপর দ্বিতীয় হামলা চালান হয় এবং সেই হামলায়ে ছয় জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছে। এর আগেও ইউক্রেনে এমন ডবল ট্যাঁপ হামলা করেছে। আরও একটি হামলায়ে প্রায় ৯ জন নিহত।

রাশিয়ার মতে, ইউক্রেনের প্রায় ৬১ টি ড্রন ধংস করা হয়। এর ফলে জ্বালানির ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও একটি  শোধনাগারে ছয়টি ড্রন বিধ্বস্ত করা হয়।  বেলগ্রেড অঞ্চলের গভর্নর দাবি করেছেন ইউক্রেনের হামলায়ে বেলগ্রেডে ১১ জন আহত। খারকিভদের থেকে রুশ অঞ্চলে হামলা বন্ধ  করতে এক বাফার জোন সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি মাইনসুপার জাহাজ ধ্বংস করেছে ইউক্রেন। টেলিগ্রাম এ সেই ছবি প্রকাশ করে খবর প্রকাশ করা হয়েছে। যুদ্ধের গোঁড়া থেকেই ইউক্রেন বেশ কয়েকটি রুশ জাহাজ ধ্বংস করেছে।

রেমালের প্রভাব ছেড়ে দেয়নি সিলেটকে

Asia Monitor18 ঘূর্ণিঝড় রেমালের প্রভাব রেহাই দেয়নি সিলেটকে। সিলেটে বন্যার ফলে ভেসে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। ভারতের মেঘালয় ও আসামের পাহাড়ি অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সীমান্তের অপর পার থেকে নেমে আসা ঢালে সিলেটে বন্যার সৃষ্টি হয়। এই বন্যাতে সিলেটের ১৩ টি উপজেলার মধ্যে ৭ টি উপজেলায়ে এই বন্যা দ্ধীই সাতটি অঞ্চলের মধ্যে ৫ টির অবস্থা ভয়াবহ। এই সাতটি উপজেলা যথাক্রমে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ,জইন্তাপুর,কানাইঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জ, গোলাপগঞ্জ। এই অঞ্চলগুলিতে জলেবন্দি হয়ে আছে প্রায় ৫ লাখ ৩৩ হাজার ২০২ জন মানুষ। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন জানিয়েছেন, বন্যা হওয়া এলাকাগুলিতে  আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল। ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানিয়েছেন, ওই এলাকাগুলিতে ১ হাজার বস্তা শুকনো খাবার,৭৫ টন চাল ও নগদ আড়াই লাখ টাকার ত্রাণ পৌঁছানো হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, সিলেটের এই সাত উপজেলায়ে জলবন্দী ৫ লাখ ৩৩ হাজার ২০২ জন মানুষের জন্য মোট ৫৪৭ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

জকিগঞ্জের ৫৫ টি আশ্রয়কেন্দ্রে ৯৫ জন,জইন্তাপুরের ৪৮ টি  আশ্রয়কেন্দ্রে  ৬৭৫ জন, গোয়াইনঘাটে ৫৬ টি আশ্রয়কেন্দ্রে ২৩৫৬ জন, কানাইঘাটে ৩১ টি আশ্রয়কেন্দ্রে ১৪৬৬ জন, কোম্পানিগঞ্জে ৩৫ টি আশ্রয়কেন্দ্রে ১৩৫ জন, বিয়ানীবাজারে ৬৭ টি আশ্রয়কেন্দ্রে ৬০ জন, গোলাপগঞ্জের ৫৭ টি আশ্রয়কেন্দ্রে ১৫ জন আশ্রয় নিয়েছে। সমস্ত জনগণকে সুরক্ষিত ভাবে উদ্ধার করা হয়েছে।

এছাড়াও খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য।

পুরনো সিদ্ধান্ত বদলে নতুন সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের  

Asia Monitor18 রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় আড়াই বছর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নতুন সিদ্ধান্তে উপনীত হন। আগে তিনি রুশ ভূখণ্ডে হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করে যুদ্ধ নিষিদ্ধ করেছিলেন।অবশ্য ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রথম থেকেই যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অন্য পশ্চিমা মিত্রশক্তির দেশগুলি কিয়েভকে  নানাভাবে অস্ত্র দিয়ে সাহায্য করে। তবে সেই অস্ত্রগুলি ব্যবহারের একমাত্র শর্ত ছিল সেগুলি শুধুমাত্র প্রতিরক্ষার কাজে ব্যবহৃত করা যাবে অন্য কাজে নয়। গত বছরে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩১ টি আব্রামস ট্যাঙ্ক দিয়েছিল যা যুদ্ধক্ষেত্রে সফল না হওয়ায়ে রাশিয়ার সেনাবাহিনী সেটিকে ‘টিনের খালি ক্যান’ বলে উপহাস করেছিলেন। ইউক্রেনও এই ট্যাঙ্কগুলির বিরুদ্ধে অভিযোগ করেছিল।

বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধে সেই পুরনো অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। তবে এই অস্ত্র শুধুমাত্র খারকিভ অঞ্চলে হামলার সুরক্ষার জন্য ব্যবহার হবে যাতে পাল্টা হামলা চালানো যায়ে। একটি নিদিষ্ট লম্বা সময় ধরে তিনি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাপে ছিলেন। মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রাশিয়া ইউক্রেনের খারকিভ অঞ্চলে হামলা চালায়ে।  স্থানীয় গভর্নর ওলেব সিনেগুপ বলেছেন,  এই  ক্ষেপণাস্ত্র হামলায়ে ৩ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে। তিনি আর ও বলেন যে শত্রুপক্ষ নতুন কৌশল অবলম্বন করেছে। এছাড়াও খারকিভের মেয়র ইগর তেরেখাভ সাক্ষাৎকারে বলেছেন, ঘটনাস্থলে একজন সেনা সদস্যও ছিল না এবং সামরিক সরঞ্জাম ও ছিল না। আরও অনেক মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে।

জলবায়ু পরিবর্তনে ক্ষতিপূরণ দিতে হবে তেল কোম্পানিগুলিকে

Asia Monitor18 ভার্মন্ট হল উত্তর- পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের একটি রাজ্য। এটি প্রথম রাজ্য হয়ে উঠেছে যেখানে এমন একটি আইন প্রণয়ন করা হয়েছে যাতে জীবাশ্ম জ্বালানির কোম্পানিগুলিকে জলবায়ু পরিবর্তন যেমন গরমকালে ভয়াবহ বন্যা ও আবহাওয়ার অন্যান্য ক্ষতির ফলে যে ক্ষতি হয় তার কিছু অংশ প্রদান করতে হবে। রিপাবলিকান গভর্নর ফিল স্কট আইন প্রণেতাদের উদ্দেশ্যে জানায়ে তিনি স্বল্প ও দীর্ঘমেয়াদি দুই খরচ ও ফলাফল নিয়ে উদ্বিগ্ন। মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক এরা অনুরূপ ব্যবস্থা ভেবেছে। ভার্মন্ট রাজ্যের কোষাধ্যক্ষ আইনের অধীনে প্রাকৃতিক সম্পদ সংস্থার সাথে পরামর্শ করে ১৫ই জানুয়ারী ২০২৬। গ্রিনহাউস গ্যাস নির্গমন থেকে ভার্মন্ট এবং রাজ্যের মোট খরচ সম্পর্কে এক প্রতিবেদন প্রদান করেন ১লা জানুয়ারি ১৯৯৫-৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

এটি দূষণ প্রদানকারী মডেল যা সেই সময় ১ বিলিয়ন মেট্রিক টন গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী। অপরিশোধিত তেল নিষ্কাশনের বাণিজ্য বা ব্যবসায়ে যুক্ত কোম্পানিকে প্রভাবিত করে। রাস্তা, সেতু ও রেলপথ আপগ্রেড, পুনুরদ্ধার করা, সরকারি ও বেসরকারি ভবনে শক্তি দক্ষ আবহাওয়া আপগ্রেড ইত্যাদি তহবিল রাজ্য দ্বারা স্টর্মওয়াটার ড্রেনেজ সিস্টেম আপগ্রেড করার মতো জিনিসগুলির জন্য ব্যবহার করা যেতে পারে।

১৫০ কিলোমিটারেরও কম দূরত্বে ভারতের সিকিম সীমান্তে চীনা যুদ্ধবিমান

ভারত সীমান্ত থেকে ১৫০ কিলোমিটারেরও কম দূরত্বে চিনা যুদ্ধবিমানের দেখা পাওয়া গেল। সিকিম ভারত সীমান্তে চীন তার সবচেয়ে উন্নত এবং শক্তিশালী যুদ্ধবিমান জে-২০ মোতায়েন করেছে।   

তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর হল শিগাৎসে ,একটি বেসরকারি ভূস্থানীয় বুদ্ধিমত্তা সংস্থা উপগ্রহ চিত্রে ভারত চীন সীমান্তে যুদ্ধবিমানের এই উপস্থিতির কথা সামনে আনে। ২৭শে মে  শিগাৎসে বিমানবন্দরে চীন  ছটি অত্যাধুনিক জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে।

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফলের পূর্বে চীনের এই পদক্ষেপ উদ্বেগ ছড়িয়েছে । সিকিম সীমান্ত থেকে দেড়শ কিলোমিটারেরও কম দূরত্বে এবং পশ্চিমবঙ্গের হাসিমারা থেকে ২৯০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত এই শিগাৎসে বিমানবন্দরে। বিশ্বের সর্বোচ্চ বিমানবন্দর গুলির মধ্যে এটি একটি, যার উচ্চতা ১২৪০৮ ফুট । বায়ুসেনা ঘাঁটির পাশাপাশি এটি অসামরিক ক্ষেত্রেও ব্যবহৃত হয়। ছটি  জে-২০ এর পাশাপাশি কেজে-৫০০ বিমানও রাখা ছিল।  

তিব্বতে জে-২০ এর মোতায়েন এই প্রথম নয়, এর আগেও ২০২০ এবং ২০২৩ সালের মধ্যে চীনের শিনজিয়াং এ এই বিমানের দেখা পাওয়া গিয়েছিল। তবে জে-২০ এত বেশি পরিমাণে মোতায়েন এই প্রথম। চেংডু জে-২০,যা মাইটি ড্রাগন নামেও পরিচিত । যার পরিষেবা ২০১৭ সাল থেকে চালু হয় । একটি রিপোর্টে দেখা গিয়েছে যে ভারত চীন সীমান্তে চীন প্রায় ২৫০ টিরও বেশি  স্টিলথ যুদ্ধবিমান মোতায়ন করেছে , যেগুলো রাডারে ধরা পড়ে না । প্রাথমিকভাবে বলতে গেলে জে-২০ চীনের সবচেয়ে উন্নত এয়ার টু এয়ার মিসাইল বহন করে ,যার মধ্যে আছে পি এল-১৫ এর মত ক্ষেপণাস্ত মিসাইল যা কিনা ৩০০ মিটারের দূরত্বেও আঘাত হানতে সক্ষম।  

জে-২০ তে রয়েছে একাধিক সেন্সার । জে-২০ এর মোকাবিলার জন্য ভারতের একমাত্র অস্ত্র এখন ফ্রান্স নির্মিত রাফাল । ভারতের কাছে মোট ৩৬ টি রাফাল রয়েছে। যার মধ্যে আটটি রাফাল এখন আমেরিকার বিমান বাহিনীর সাথে আলাস্কায় অনুশীলন করছে। হাসিমারায় ভারতের ১৬ টি রাফাল মোতায়ন করা হয়েছে।  

বিশ্বে ‘স্টিলথ’ যুদ্ধবিমান পরিচালনার ক্ষেত্রে চীন তৃতীয়। গত পাঁচ বছরে তিব্বত এবং ভারতের কাছাকাছি অঞ্চলগুলিতে নিরবে চীন তাদের ঘাঁটি স্থাপন করেছে এবং ভারতকে চারপাশ থেকে ঘিরে ধরতে চাইছে চীন । অস্থায়ী ভিত্তিতে চীন সীমান্ত অঞ্চলগুলিতে জে-২০ এবং তার এইচ-৬ পারমানবিক সক্ষম বোমারু বিমানের মতো বিমান মোতায়েন করেছে।  

চীনের জে-২০ যুদ্ধবিমান মোতায়েন সম্পর্কে ভারতীয় বিমান বাহিনী সচেতন । বর্তমানে চীনের যুদ্ধবিমানের উপস্থিতি সম্পর্কে মন্তব্য করতে তারা অস্বীকার করেছে।

error: Content is protected !!