Monthly Archives: May 2024

রাফাতে হামলা চালালে অস্ত্র সরবরাহ বন্ধ, হুঁশিয়ারি বাইডেনের, গুরুত্ব দিচ্ছে কি নেতানিয়াহু?

Asia Monitor18 প্রেসিডেন্ট জো  বাইডেন ইসরায়েলকে বলেছেন গাজার রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। ইসরাইলের হামলার ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকার বেশিরভাগ শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।এখন যেটি অবশিষ্ট রয়েছে তা হল অবরুদ্ধ রাফা শহর। যেখানে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

মার্কিন প্রশাসনের দৃঢ় বিরোধিতা থাকা সত্ত্বেও ইসরায়েল রাফাতে বড় আকারের আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে।মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, রাফা শহরে অভিযান চালালে ব্যাপক বেসামরিক হতাহতের ঘটনা ঘটতে পারে।বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র রাফার বর্তমান পরিস্থিতিকে স্থল অভিযান হিসেবে সংজ্ঞায়িত করেনি।তিনি বলেন, ‘জনসংখ্যা বেশি রয়েছে এমন অংশে তারা যায়নি। তারা কেবল সীমান্তেই পদক্ষেপ নিয়েছে।’

বাইডেন স্বীকার করেছেন, গাজার বেসামরিক লোকদের হত্যার জন্য ইসরায়েল মার্কিন অস্ত্র ব্যবহার করেছে।এই প্রথমবার বাইডেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে অস্ত্রের চালান বন্ধ করতে পারে।

অ্যামস্টারডাম বিশ্ববিদ্যালয়ের সামনে প্যালেস্টাইনি বিক্ষোভকারীদের সঙ্গে মার্কিন পুলিশের সংঘর্ষ

বুধবার মার্কিন পুলিশ প্রো প্যালেস্টাইনি প্রতিবাদীদের সাথে একটি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং অফিসাররা শহরের প্রধান বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে  ব্যারিকেডের মাধ্যমে বিক্ষোভকারীদের সরাতে থাকে। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে, অফিসাররা অ্যামস্টারডাম শহরের একটি অঞ্চল থেকে বিক্ষোভকারীদের সরাতে কয়েকজন পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে।

মার্কিন ক্যাম্পাসে চলমান বিক্ষোভ দ্বারা ছাত্ররা দাবি করে যে, অ্যামস্টারডাম বিশ্ববিদ্যালয়েকে গাঁজা যুদ্ধের জন্য ইজরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এক্স হ্যান্ডেল অ্যামস্টারডাম পুলিশ জানায় যে, তারা ব্যারিকেড স্থাপন করে জায়গাটি থেকে বিক্ষোকারীদের সরায় এবং আরো জানায় যে, পুরো অপারেশনটি মেয়র দ্বারা পরিচালিত হয়।  

লোকাল এটিএস নামক একটি সংবাদ চ্যানেলে দেখা যায় যে, পুলিশ কয়েকশ প্রতিবাদীদের গ্রেফতার করে ছবিটিতে আরো দেখা যায় যে ক্যাম্পাসের উপস্থিত একটি বিক্ষোভকারীদের দলকেও আটকে রাখা হয়।  

বিক্ষোভকারীরা “ফ্রি প্যালেস্টাইন” লেখা প্ল্যাকার্ড ব্যবহার করে এবং “পুলিশের লজ্জা হওয়া উচিত” এই বলে বিক্ষোভধবনি দিচ্ছিল এবং পুলিশ এও জানায় যে, বিক্ষোভকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাড়াও বহিরাগতরা উপস্থিত ছিল যারা ইচ্ছাকৃতভাবে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়।

সোমবার বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ হয় সেখানে প্রায় ১৪০ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবারে বিক্ষোভ নিয়ে অ্যামস্টারডাম সিটি কাউন্সিল একটি জরুরী বৈঠক ডাকে। প্রতিবাদীরা ইউট্রেচট ইউনিভার্সিটি ক্যাম্পাস সহ নেদারল্যান্ডের অন্য শহরেও সমাবেশ করছে।

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

৯ই মে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর ওই রুটে অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ এবিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।

তিনি জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনসংলগ্ন এলাকায় পৌঁছালে বিকট শব্দে একটি বগি লাইনচ্যুত হয়। এরপরই ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ডিআরএম শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় রিলিফ ট্রেনটি পৌঁছানোর পর ৭টায় কাজ শুরু হয়। যথাসাধ্য প্রচেষ্টার কারণে মাত্র ১ ঘণ্টায় রেললাইন সচল হয়েছে। সিডিউল বিপর্যয় হওয়া ট্রেনগুলো চলতি সপ্তাহে নির্ধারিত সময় থেকে কয়েকঘণ্টা দেরিতে চলাচল করবে। সাপ্তাহিক বন্ধের পর সিডিউল টাইমে চলাচল করানো সম্ভব হবে।

চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১

YAK 130 নামে এক বাংলাদেশী বিমান বাহিনীর প্রশিক্ষণে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। বিমানে থাকা দুজন পাইলটকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। অপরজন গুরুতরভাবে আহত এবং বৈমানিক চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ পতেঙ্গার বানৌজা ইসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) অসীম জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান । চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার বন্দর (শাকিলা সুলতানা) এই বিষয়ে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলীম আহমেদ জানান, অবতরণের সময় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান YAK 130 এয়ারফোর্স ট্রেনিং ফাইটার বিধ্বস্ত হয়েছে। জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সকাল ১০টা ৩০ মিনিটে বিমানের চাকার নিচের অংশে আগুন ধরে যায়। ওই যুদ্ধ বিমানে দুইজন পাইলট ছিলেন। দূর্ঘটনার সময় তারা প্যারাশুট দিয়ে নিচে নেমে আসেন। পাইলটরাও আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

রাশিয়ার সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইরকুত করপোরেশনের তৈরি ইয়াক ১৩০ (Yak-130) যুদ্ধবিমানটি সাবসনিক দুই সিটের উন্নত জেট প্রশিক্ষণ এবং হালকা যুদ্ধবিমান। ১৯৯৬ সালে প্রথমবার যুদ্ধবিমানটি আকাশে উড্ডয়ন করে। এরপর ২০০২ সালে এটি রুশ সামরিক পাইলটদের প্রশিক্ষণের জন্য প্রধান আকাশযান হিসেবে নির্বাচন করা হয়। ২০১৫ সালে প্রথম বাংলাদেশে আসে এই যুদ্ধবিমান।

ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ১০০ ছুঁয়েছে

ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্য আর্জেন্টিনা ও উরুগুয়ে সীমান্ত লাগোয়া। গত সোমবার থেকে রাজ্যটিতে ভারী বৃষ্টি হচ্ছে। দেখা দিয়েছে বন্যা।
source

লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ট্রেভেলিয়ান

টানা দুদিন সফরের পর অবশেষে আজকে অর্থাৎ মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পারিক সহযোগিতা আরো উন্নত করার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো তাঁর এই বাংলাদেশ সফর।

ঢাকায় যুক্তরাষ্ট্র হাইকমিশন গত সোমবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,অ্যান-মেরি ট্রেভেলিয়ানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে অভিবাসন, অর্থনৈতিক সংস্কার ও নিরাপত্তার মতো দ্বিপাক্ষীয় সহযোগিতা আরো দৃঢ় হবে। এই সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাৎ করবেন।বৈঠকে অভিবাসন সহযোগিতা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতার বিষয় থাকবে বলে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রীর এই সফর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের পারস্পারিক সহযোগিতা আরো দৃঢ় হয়ে ওঠার পাশাপাশি উভয় দেশেকেই আধুনিক করবে।

গত বছরের মার্চে বাংলাদেশ সফর করেছিলেন অ্যান-মেরি ট্রেভেলিয়ান। তিনি ঢাকায় উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ হাইকমিশন জানান, অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন বাণিজ্য নীতি প্রকল্পের আওতায় যুক্তরাজ্য-বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে নিয়ে বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত।

মহড়ায় নামানো হল, চীনা নৌসেনার জাহাজ ফুজিয়ানকে, বার্তা দেওয়ার চেষ্টা যুক্তরাষ্ট্রকে

চীনের তৃতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ, ফুজিয়ান, গত সপ্তাহে তার প্রথম ট্রায়াল শুরু হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী উপস্থিতিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। ফুজিয়ান প্রদেশের নামানুসারে ক্যারিয়ারটি এখনো পর্যন্ত সবচেয়ে উন্নত এবং বৃহত্তম চীনা বিমানবাহী যুদ্ধজাহাজ।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার মতে,  ফুজিয়ান ক্যারিয়ার সাংহাই এর জিয়াংনান শিপইয়ার্ড থেকে যাত্রা শুরু করে, প্রাথমিকভাবে ট্রায়ালগুলির চালনা এবং বৈদ্যুতিক সিস্টেমের নির্ভরযোগ্যতা এবং স্থিতিশীলতা পরীক্ষা করার উপর দৃষ্টি নিবদ্ধ করে।

ট্রায়ালগুলি প্রায় দুই বছর স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।  মার্কিন প্রতিরক্ষা বিভাগের মতে, চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি (প্ল্যান) কে বিশ্বের “সবচেয়ে বড় নৌবাহিনী” হিসাবে বর্ণনা করা হয়েছে, যা ৩৭০টিরও বেশি যুদ্ধজাহাজ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে অতিক্রম করেছে।

আরও ভারী, আরও উন্নত, ৭৯০০০ টন ওজনের, ফুজিয়ান ক্যারিয়ারটি সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট লঞ্চ সিস্টেম, ইলেক্ট্রোম্যাগনেটিক এয়ারক্রাফ্ট লঞ্চ সিস্টেম (ইএমএএলএস) বহন করবে বলে আশা করা হচ্ছে।  বর্তমানে, বিশ্বের বৃহত্তম বিমানবাহী যুদ্ধজাহাজ, ইউএসএস জিরাল্ট আর ফোর্ড, ইএমএএলএস লঞ্চ সিস্টেমও ব্যবহার করে।  বিপরীতে, অন্যান্য চীনা বিমানবাহী যুদ্ধজাহাজ , লিয়াওনিং এবং শানডং, স্কি-জাম্প সিস্টেম ব্যবহার করে।

অন্যদিকে, ভারতে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য স্টোবার প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে এবং মিগ-২৯ নামক যুদ্ধবিমান রয়েছে, রাফালে এবং তেজসের নৌ সংস্করণ তাদের প্রতিস্থাপন করবে বলে আশা করা হচ্ছে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের নিয়মিত বহুপাক্ষিক  দেশসহ মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানের মধ্যে কোয়াড জোট একটি আঞ্চলিক উপস্থিতি এবং আধিপত্য নিশ্চিত করে।

দল থেকে বহিষ্কার হলেন বিএনপি নেতা বাবলু

বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করে দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হলো বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলুকে।

গত ৬ই মে অর্থাৎ সোমবার টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে জানানো হয় বহিষ্কারের বিষয়টি ।

এবিষয়ে জানা যায়, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, দলীয় সিদ্ধান্তকে অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলুকে গত ২ মে কারণ দর্শানোর নোটিশ করে দলের হাইকমান্ড এবং চিঠি প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছিল। কিন্তু তিনি চিঠির কোনো জবাব দেননি।

উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। বহিষ্কারের কোনো চিঠি পাইনি।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলুকে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তার উপজেলা বিএনপির সহসভাপতি পদসহ প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে বিপাকে কিছু নেপালি, তাদের মুক্ত করাতে উদ্যোগী নেপাল সরকার

Asia Monitor18 নেপালের উপপ্রধানমন্ত্রী নাম নারায়ণ কাজি শ্রেষ্ঠা বলেছেন সরকার নেপালি নাগরিক যারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কর্মরত তাদের উদ্ধার করার সমস্ত চেষ্টা করেছে। এক সভায়ে বক্তব্য রাখতে গিয়ে শ্রেষ্ঠা জানিয়েছেন, রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানকারী কয়েকজন নেপালি নাগরিক আহত হয়েছেন সেই তথ্য সরকারের কাছে রয়েছে।

নেপালিদের অবস্থার তথ্য ও নানা বিষয় নিয়ে আলোচনা চলছে রাশিয়ান সরকারের সাথে। নিহতদের মৃতদেহ প্রত্যাবর্তন, পরিবারকে ক্ষতিপূরণ দান এবং নিযুক্ত নেপালিদের নিরাপদে প্রত্যাবরতন।বেশ কিছু নাগরিকদের আটক করে রাখা হয়েছে। এছাড়াও হত্যা করা হয়েছে বেশ কিছুজন কে।

নেপাল-ভারত সম্পর্কের সমস্ত মাত্রা কূটনৈতিক আলোচনার-আলোচনার মাধ্যমে সমাধান করা উছিত,কারন নেপাল একটি মানচিত্র সহ নতুন 100 টাকার নোট ছাপানোর ঘোষণার কিছুদিন পরে তা নকল বলে অভিহিত করা হয়েছে।

শ্রেষ্ঠা কমিটিকে জানান, নেপাল ও চিনের মধ্যে 14 টি বাণিজ্য চেকপয়েন্ট খোলার জন্য এবং অর্থনৈতিক করিডোর খোলার আলোচনা চলছে। তিনি এও বলেছেন চিনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী ভিত্তি হয়েছে এবং অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে এগিয়েছে।

১০ মে নয়াপল্টনে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি

গত ২৬ এপ্রিল ঢাকায় এই সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু তাপপ্রবাহ ও হিট অ্যালার্টের কারণে তা স্থগিত করা হয়েছিল। আগামী ১০ই মে অর্থাৎ শুক্রবাররাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি হবে।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তিসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে স্থগিত হওয়া সমাবেশটির নতুন তারিখ ঘোষণা করেছে বিএনপি।

১০ ই মের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সাইদুর রহমান মিন্টু জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ৮ মে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

error: Content is protected !!