Monthly Archives: May 2024

দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌসেনার উপস্থিতি, নৌবাহিনীর সতর্ক থাকার নির্দেশ চীনের

শুক্রবার দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌ সেনার এক ডেস্ট্রয়ারকে চীনের সামরিক  বাহিনী সর্তকতা জানিয়েছে । ঘটনাটি ঘটে যখন ইউএসএস হালসে প্যারাসেল দ্বীপের কাছাকাছি যাত্রা করছিল। চীনের এক সেনা প্রতিনিধি বলেন যে” তারা জাহাজটির গতিপথের দিকে নজর রাখছিল এবং নৌ ও বিমান বাহিনী দ্বারা সতর্কতা জারি করছিল”।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে গুরুতরভাবে লঙ্ঘন করে। পিপেলস লিবারেশন আর্মি, ওয়াশিংটনকে “নিরাপত্তা ঝুঁকির স্রষ্টা” বলে দাবি করে এবং আরো বলে যে ইউএস শুধুমাত্র দক্ষিণ চীনের ওপর নজরদারি করার জন্য এই কাজটি করে। মার্কিন নৌসেনা ইউএসএস হালসে এর কাছে অধিকার আছে চীনের দক্ষিণ সাগরের কাছে প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে যাত্রা করার।

চীন দক্ষিণ চীন সাগরের যে বৃহত্তম অংশ দাবি করে তা ফিলিপাইন,মালয়েশিয়া, ভিয়েতনাম,ইন্দোনেশিয়া ও ব্রুনাই  দাবি করা অংশগুলির মধ্যে পড়ে ।২০১৬ সালে আদালতের রায় অনুযায়ী বেইজিংয়ের করা দাবীগুলি আন্তর্জাতিক আইনের চোখে ভিত্তিহীন।

আফগানিস্তানে আকস্মিক বন্যার জেরে মৃত অধিকাংশ নারী ও শিশু

Asia Monitor18 আফগানিস্তান জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি দেশ। উত্তর আফগানিস্তানে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। নিহতদের মধ্যে বেশির ভাগ  নারী ও শিশু বলে জানান হয়েছে। “হামদর্দ জানিয়েছেন”, ‘যারা ঘরবাড়ি হারিয়েছে তাদের তাঁবু, কম্বল এবং খাবার সরবরাহ করা হয়েছে। জলাবদ্ধ রাস্তা এবং মৃতদেহগুলো সাদা ও কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে।

এছাড়াও দেখা গেছে চারদিকে শিশুদের কান্নার আওয়াজ এবং অনেকে বন্যার জলে ভেসে যাওয়া ঘরের ভাঙা কাঠ এবং ধ্বংসাবশেষের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছেন।কৃষিজমি জলের নীচে ডুবে গেছে। দেশটিতে ৪০ মিলিয়নেরও বেশি লোকের ৮০ শতাংশ কৃষির ওপর নির্ভরশীল।

বিশ্বব্যাংকের মতে, আফগানিস্তানের অর্ধেক জনসংখ্যা দারিদ্র্যসীমার নিচে বাস করে এবং ১৫ মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে। চার দশকের যুদ্ধে বিধ্বস্ত বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হল আফগানিস্তান। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে এই দেশটি।

জাপানের  বিখ্যাত ব্র্যান্ডের পাউরুটির প্যাকেটে মরা ইঁদুর

Asia Monitor18 জাপানের অন্যতম পাউরুটির ব্র্যান্ড পাসকো এখন সমস্যার সম্মুখীন। পাউরুটির প্যাকেটে  ইঁদুরের শরীরের অংশ পাওয়ার জন্য বাজার থেকে তুলে নিতে হচ্ছে প্যাকেট।প্রায় ১ লাখ ৪ হাজার রুটির প্যাকেট বাজার থেকে তুলে নেওয়া হবে।পাউরুটির ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম হল এই পাসকো শিকিশিমা কর্পোরেশন। কোম্পানিটি জানিয়েছে, পাউরুটি প্রত্যাহার বাবদ ভোক্তাদের অর্থ ফেরত দেবে।

বহু জাপানি পরিবারেই প্রধান খাবার এই রুটি।দেশটির প্রায় সব দোকানেই এ ব্র্যান্ডের রুটি পাওয়া যায়।কোম্পানি জানিয়েছে তারা আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।তবে খবর সূত্রে জানা গেছে এই পাউরুটি খেয়ে কেউ অসুস্থ হয়নি। পাউরুটিগুলো টোকিওর একটি কারখানায় উৎপাদন করা হয়েছে এবং বর্তমানে পুরো কারখানাটি বন্ধ রাখা হয়েছে।

জাপান ছাড়াও পাসকো ব্র্যান্ড যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে বেকারি পন্য বিক্রি  করে।জাপানে বাজার থেকে এমনভাবে খাবার তুলে নেওয়ার ঘটনা বিরল।তবে এর আগেও মিয়াগি প্রশাসনিক এলাকায় শত শত শিক্ষার্থী তাদের স্কুল থেকে দেওয়া দুধ পান করে অসুস্থ হয়ে পড়েছিল।ওষুধ প্রস্তুতকারক কোবায়াশি ফার্মাসিউটিক্যাল তাদের কোলেস্টেরল কমানোর ডায়েট সাপ্লিমেন্ট প্রত্যাহার করেছে। এই সাপ্লিমেন্ট খেয়ে পাঁচ জনের মৃত্যুর অভিযোগ ওঠে এবং ঘটনা তদন্ত করে তা সত্য প্রমানিত হয়।এছাড়াও আগে খাবারে তেলাপোকাও পাওয়া যায়ে যার জন্য তারা ক্ষমাপ্রার্থী ছিলেন।

ফিলিস্তিনিদের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ অভ্যাহত, চাপ বাড়ছে ইজরায়েলের উপর

Asia Monitor18 গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় গত বৃহস্পতিবার গাজা যুদ্ধের প্রতিবাদে শত শত শিক্ষার্থী মিছিল করেন। এ সময় নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে ‘মুক্ত অঞ্চল নামে প্রতিবাদশিবির স্থাপন করা হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রথমে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ শুরু হয়।পরে তা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো ও সুইজারল্যান্ডে।

ইউরোপের কয়েকটি অভিজাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গাজায় সহিংসতার প্রতিবাদে ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশীদারির অবসানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের হল এবং বিভিন্ন ভবন দখল করে নিয়েছেন। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশকে লাঠিপেটা করতে দেখা গেছে।

অন্যদিকে, বিক্ষোভ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে যুক্তরাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ের নেতাদের।

ইসলামী আমিরাতের দাবি, UNAMA-র রিপোর্ট প্রচারমূলক

Asia Monitor18 যারা জনগণের রক্ত ​​ঝরিয়েছে সেইসব ধ্বংসাত্মক ব্যক্তিদের  ধরতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন দ্বারা প্রকাশিত “আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি” শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে যে 2024 সালের প্রথম পাঁচ দিনে আফগানিস্তানে তিনটি বিস্ফোরণে প্রায় 80 জন বেসামরিক লোক মারা গেছে।

প্রতিবেদন অনুসারে, সবচেয়ে মারাত্মক বিস্ফোরণটি ছিল কান্দাহার শহরে 21শে মার্চ, যার ফলে  75 জন নিহত হয়েছিল। একজন রাজনৈতিক বিশ্লেষক,সেলিম পাইগার জানিয়েছেন, আফগানিস্তানের ইসলামিক এমিরেটকে অবশ্যই আজ বা গতকাল বিদ্যমান নিরাপত্তা হুমকির বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে যাতে বোমা হামলা এবং আত্মঘাতী হামলার মাধ্যমে কাজ করে এমন কিছু গোষ্ঠীকে প্রতিরোধ করা যায়।”

প্রতিবেদনে মানবাধিকার পরিস্থিতি, খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলায় হতাহতের ঘটনা, শারীরিক শাস্তি, গণমাধ্যমের স্বাধীনতা এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

এই প্রতিবেদনের উপর ভিত্তি করে, আঠারোই মার্চ পাকিস্তানি বিমান হামলা এবং পাকিস্তানি বাহিনী এবং ইসলামিক আমিরাতের বাহিনীর মধ্যে সংঘর্ষের ফলে, বিশ জনেরও বেশি বেসামরিক লোকও হতাহতের শিকার হয়।

ইসরায়েলের  হামলায় গাজায়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজারেরও বেশি

Asia Monitor18 ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরে গাজা উপত্যকায়ে ইসরায়েলের আক্রমণের ফলে প্রায় ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায়ে এই হামলায়ে নিহতের সংখ্যা ৬৩ এবং আহত প্রায় ১১৪।মোট নিহতের সংখ্যা ৩৫ হাজার ৩৪ জন এবং আহত ৭৮ হাজার ৭৫৫ জন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নীচে পৌঁছতে না পারায়ে সেখানে অনেক মানুষ আটকা পড়ে রয়েছে

ইসরায়েল এখন আন্তর্জাতিক বিচার আদালতে  গণহত্যার দায়ে অভিযুক্ত। তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে বলা হয়েছে এবং গাজার বেসামরিক মানুষদের সাহায্য প্রদানের নিশ্চয়তার নির্দেশ দেওয়া হয়েছিল।ইসরায়েলকে রাফা থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে।

৭ই অক্টোবরের  ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তসিমান্ত আক্রমণে ১ হাজার ২০০ জন নিহত হয়েছিল। তারপর থেকে ইসরায়েল গাজা উপত্যকায়ে নির্দয়ে ভাবে আক্রমণ চালাচ্ছে। উত্তর গাজার বাসিন্দারা অনাহারের স্বীকার হয়েছে। জাতিসংঘের মতে, খাদ্য, বিশুদ্ধ জল ও ওষুধের অভাবে ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুতির শিকার হয়েছে।  

আফগানিস্তানে বন্যায় পুরো গ্রাম বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়েই চলেছে

Asia Monitor18 ভয়াবহ বন্যার ফলে আফগানিস্তানের উত্তর অঞ্চলের সমস্ত গ্রাম ধংস হয়ে গেছে। এই বন্যার ফলে এখনও পর্যন্ত ৩১৫ জন নিহত এবং ১ হাজার ৬০০ জনের ও বেশি আহত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কত্রিপক্ষ। রাস্তাঘাট জল ও কাদার তলায়ে তলিয়ে গেছে। গ্রামবাসীরা মৃতদেহগুলির সমাধি দিচ্ছে।ইতিমদ্ধে হাজারও ঘরবারি নষ্ট হয়েছে এবং বহু গবাদি পশু মারা গেছে।

সাহায্যকারী সংস্থাগুলি বিপর্যয়ের ব্যাপারে জনগণকে সতর্ক করছে। জনগণ খাদ্য ও আশ্রয় নিয়ে বড় সমস্যার সম্মুখীন হয়েছে। ৪২ টি বাড়ির মধ্যে মাত্র দুটি বা তিনটি বাড়ি বাদে পুরো উপত্যকা ধংস হয়ে গেছে। মহম্মদ ইহাওকুব নামে এক ব্যক্তি তার পরিবারের ১৩ জন সদস্যকে হারিয়েছে।

সেভ দ্য চিলড্রেনের আফগানিস্তানের পরিচালক আরশাদ মালিক বলেন , ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ১০ হাজার শিশু বাস করত যারা সবকিছু হারিয়েছে। সাধারণ জনগণের খাদ্য ও বাসস্থানের সাথে সাথে অর্থের ও অভাব দেখা দেওয়ায়ে তারা ভীষণভাবে বিধ্বস্ত। তারা এই পরিস্তিথির বাইরে বেরনোর জন্য প্রার্থনা করছে।

ভারত-শ্রীলঙ্কার পর বাংলাদেশ সফরে ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন।গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট থেকে জানা গেছে,শুক্রবার (১০ মে) থেকে তাঁর ছয় দিনের এই সফর শুরু হয়েছে।যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন।গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট থেকে জানা গেছে,শুক্রবার (১০ মে) থেকে তাঁর ছয় দিনের এই সফর শুরু হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডোনাল্ড লুর ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর এই দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা জোরদার করবে। লুর সফরে অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বহিঃপ্রকাশ থাকবে।

ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ডোনাল্ড লু আগামী মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসবেন। এ সময় ভারত থেকে শ্রীলঙ্কা হয়ে ঢাকায় আসবেন তিনি। এই সফরে তিনি সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে কয়েকটি বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেবেন।
নির্বাচনের পর প্রথম ঢাকা সফরের আসছেন ডোনাল্ড লু। গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রথম সফর।

বিবৃতিতে বলা হয়, এসিস্ট্যান্ট সেক্রেটারি লু ঢাকা হয়ে তার সফর শেষ করবেন। সেখানে তিনি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ অন্যান্য বাংলাদেশিদের সাথে জলবায়ু সংকট মোকাবেলা এবং অর্থনৈতিক সম্পর্ক গভীরকরণ সহ মার্কিন-বাংলাদেশ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডোনাল্ড লুর ঢাকা সফরের সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক হবে। মাসুদ বিন মোমেন গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের আগের প্রেক্ষাপটের চেয়ে এখনকার প্রেক্ষাপট ভিন্ন। সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করতে আসছেন ডোনাল্ড লু।

ব্রাজিলে বিপুল বৃষ্টি, বন্যায় ভাসল শহরের একাংশ, গৃহহীন বহু পরিবার 

Asia Monitor18 ব্রাজিলের দক্ষিণাঞ্চলে রিও গ্রান্দে দো সুল রাজ্যে ভারী বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে এবং ১ লাখ ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ইতিমধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।তাঁর সঙ্গে মন্ত্রিসভার অনেক সদস্য ছিলেন। তাঁরা স্থানীয় সরকারের সঙ্গে উদ্ধারকাজ ও পুনর্বাসন নিয়ে আলোচনা করেছেন।

স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রায় ৪০০টি পৌরসভার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে।দো সুলের বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট জলের  নীচে তলিয়ে গেছে ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সড়ক ও সেতু।ঝড়ের কারণে ভুমিধস দেখা দিয়েছে জলবিদ্যুৎকেন্দ্র ধসে পড়েছে। সেখান থেকে লোকজনকে নিরাপদে সরানো হচ্ছে।

এদিকে প্রবল বৃষ্টির কারণে জলের তোড়ে রাজ্যের রাজধানী পোর্তো এলেগ্রের ওপর দিয়ে বয়ে যাওয়া গুয়াইবা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। নদীর জল উপচে শহরের রাস্তাঘাট জলের নীচে।

২০০ মায়ানমার সেনার আত্মসমর্পণ বিদ্রোহীদের কাছে, চাপ বাড়ছে বাংলাদেশে

Asia Monitor18 বাংলাদেশ সীমান্তসংলগ্ন রাখাইন রাজ্যে মিয়ানমার জান্তা সরকারের সদরদপ্তর বেদখল হবার পর দেশটির অন্তত ২০০ সেনা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেছেন।আরাকান আর্মি রাখাইন রাজ্যে মায়ানমার সেনাবাহিনীর একটি ছাউনি দখল করে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর বিদ্রোহীদের অব্যাহত লড়াইয়ের সর্বশেষ ঘটনা হলো প্রায় ১২ দিনের যুদ্ধের পর মায়ানমারের ১৫ নম্বর অপারেশন কমান্ড হেডকোয়ার্টারের পতন।

আরাকান আর্মিরা মায়ানমারের সেনা ও অন্যদের আত্মসমর্পণের ভিডিও প্রচার করেছে। আরাকান আর্মিদের প্রচারিত ভিডিওতেও আত্মসমর্পণকারীদের মধ্যে কিছু সংখ্যক রোহিঙ্গার উপস্থিতিও লক্ষ্য করা যায়। মায়ানমারের মোট কত সৈনিক আরাকান আর্মির হাতে আটক রয়েছেন সে বিষয়ে সংগঠনের থেকে  কিছু জানা যায়নি।

বুথিডং-এ মায়ানমার সরকারের ১২টি মিলিটারি কাউন্সিল ব্যাটেলিয়নের মধ্যে ১৫ নম্বর অপারেশন কমান্ড হেডকোয়ার্টার্সের অধীনে ছিল বেদখল হওয়া পাঁচটি ব্যাটেলিয়ন। যার মধ্যে হেড কোয়ার্টার্স ছাড়া অন্য চারটি ৫৫২, ৫৬৪, ৫৬৫ ও ৫৫১ নম্বর ব্যাটেলিয়ন বলে  জানায় আরাকান আর্মি।

গত নভেম্বর থেকে আরাকান আর্মি রাখাইন রাজ্যের নয়টি শহর দখল করা ছাড়াও বর্তমানে অ্যান, বুথিডং, মংডু এবং কিয়াউকপু শহরে মায়ানমার সরকারি বাহিনীর সাথে তাদের তুমুল লড়াই চলছে।

error: Content is protected !!